শিক্ষা

কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কাকে বলে

কোয়ান্টাম সংখ্যা কি: রসায়নের বিভিন্ন আলোচ্য এবং আলোচনার বিষয়গুলোর মধ্যে কোয়ান্টাম সংখ্যা হল অন্যতম। এজন্য গুণগত রসায়নের বিভিন্ন বিষয়ের মধ্যে কোয়ান্টাম সংখ্যা একটি অন্যতম বিষয়।

তাই রসায়নের বিভিন্ন মৌলের সংখ্যা নির্ণয় করার জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় পদ্ধতি এবং নির্ণয়ের সম্পর্কে জানতে হবে। উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কোয়ান্টাম সঙ্গে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে জানাচ্ছি। 

পর্যায় সারণির ১১৮ টি মৌলের প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের একটি ইলেকট্রনের অবদান জানার জন্য হলেও কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন।

কোয়ান্টাম সংখ্যার নির্ণয় করার জন্য ইলেকট্রন সমূহের প্রয়োগ অন্যতম। এজন্য কোন একটি মৌলের ইলেকট্রন সংখ্যাকে ব্যবহার করার মাধ্যমে কিভাবে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা যায় এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। 

কোয়ান্টাম সংখ্যা কি

পরমাণুর একটি ইলেকট্রনের আকার আকৃতি এবং অবস্থান সমূহ নির্ণয় করার জন্য যে মাধ্যম প্রয়োজন তাহলে একটি মৌলের কোয়ান্টাম সংখ্যা সমূহ। 

একটি মৌলের কোয়ান্টাম সংখ্যা একটি নির্দিষ্ট নয় কারণ কোয়ান্টাম সংখ্যার চারটি ভাগ থাকার কারণে একটি মৌলের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আলাদা আলাদা অবস্থান ভেদে প্রকারভেদে চারটি মান পাওয়া যায়। 

কোয়ান্টাম সংখ্যা কাকে বলে

যে সংখ্যা দ্বারা পরমাণুর ইলেকট্রনের আকার, আকৃতি, অবস্থান ও ঘূর্ণন প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। 

কোয়ান্টাম সংখ্যা সাধারণত চার প্রকার। 

যথা:-

১. প্রধান কোয়ান্টাম সংখ্যা,, 

২.সহকারি কোয়ান্টাম সংখ্যা,, 

৩. চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা,, 

৪. গুর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। 

প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে

যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর ইলেকট্রনের আকার প্রকাশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। 

কোয়ান্টাম সংখ্যাকে  n দ্বারা প্রকাশ করা হয়। 

যদি কোয়ান্টাম সংখ্যা, n এর মান যথাক্রমে 1,2,3…..

হলে প্রথম  দ্বিতীয়, তৃতীয়……. প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে।

যাদেরকে কক্ষপথ, অরবিট বা শক্তিস্থর বলা হয়। প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা 2n2 ইলেকট্রন নেয়। 

কোয়ান্টাম সংখ্যা নির্ণয় /কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়ম

  • নাইট্রোজেনের একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে নিম্নের দেখানো হলো :-

3d এর জন্য-

কোয়ান্টাম সংখ্যা, n= 3

সহকারী কোয়ান্টাম সংখ্যা, l= (n-1) = (3-1)= 2,,

চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m= শূন্যসহ ( +,- l) = -2,-1,0,+1,+2,

 অরবিটাল সংখ্যা = 5 টি d অরবিটাল,

এবং ইলেকট্রন সংখ্যা, e = 10 টি।

কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে

কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে

কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোণ্টাম সংখ্যার উপর নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ভর করে। 

যদি কোন মৌলের  প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধি পায় তাহলে ওই মৌলের সহকারী কোয়ান্টাম সংখ্যা,  ইলেকট্রন সংখ্যা,চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল সংখ্যা  বৃদ্ধি পায়। 

★একটি মৌলের প্রধান কোয়ান্টাম সংখ্যা, n= 1 হয়,,

তাহলে –

সহকারি কোয়ান্টাম সংখ্যা, l= 0,

চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m= 0,

অরবিটাল সংখ্যা = ১টি s অরবিটাল,

ইলেকট্রন সংখ্যা = ২ টি,,,

একই মৌলের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি বৃদ্ধি করা হয় তাহলে, n= 2 করা হলে-

সহকারি কোয়ান্টাম সংখ্যা, l= 1,,

চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m= 0,-1,+1, (৩ টি) 

অরবিটাল সংখ্যা = ৩ টি pঅরবিটাল,

ইলেকট্রন সংখ্যা = ৬ টি,,,

একই মৌলের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি আবারো বৃদ্ধি করা হয় তাহলে, n= 3করা হলে-

সহকারি কোয়ান্টাম সংখ্যা, l= 2

চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m= 0,-1,+1,-2,+2 ( ৫ টি)

অরবিটাল সংখ্যা = ৫টি p অরবিটাল,

ইলেকট্রন সংখ্যা = ১০ টি,,,

আরো পড়ুন: কোণ কাকে বলে

এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি, আমাদের পোস্টটি পড়া মাধ্যমে আপনি কোয়ান্টাম সঙ্গে সম্পর্কে যে সকল তথ্য জানতে চেয়েছেন সে সকল তথ্য যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button