শিক্ষাসাধারণ জ্ঞান

কৃষি সমবায় কি? কৃষি সমবায় কাকে বলে? কৃষি সমবায়ের উদ্দেশ্য কি

কৃষি সমবায় কি: কৃষি সমবায় হল এমন একটি সমিতি যা কৃষি বিভাগের কাজে সম্পৃক্ত মানুষ দ্বারা নানা ভাবে পরিচালিত হয় ।

এই পোস্টটির মাধ্যমে কৃষি সমবায় কি, কৃষি সমবায় কাকে বলে, কৃষি সমবায়ের উদ্দেশ্য কি? তা জানতে পারবো।এই ফিচার পোস্টটিতে কৃষি সমবায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আমাদের অবশ্যই জানা উচিত যে, আসলে কৃষি সমবায় কি? কৃষি সমবায় কত প্রকার?কৃষি সমবায়ের উদ্দেশ্য কি?কৃষি সমবায়ের ভিত্তি কি?কৃষি সমবায় গঠন কেন প্রয়োজন?

কৃষি উৎপাদনকারী ভোক্তাদের সমানভাবে উপকার করতে পারে তা অনুসন্ধান করব।তাই স্কিপ না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

কৃষি সমবায় কি

কৃষিকাজ সম্পন্ন করতে, সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে সমবায়ের যে পদ্ধতি ব্যবহার করা যায় তাকে কৃষি সমবায় বলে। সাধারণত ভাবে অনেক সময় কৃষি সমবায়গুলো এলাকাভিত্তিক অথবা আঞ্চলিক হয়ে থাকে। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায় বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে।

ফসলের বাম্পার ফলন হলে, কৃষক উৎপন্ন ফসল গুলো ধরে রাখতে পারেনা ফসলের দাম অনেক পড়ে যায় ।কোনো কোনো সময় এতোটাই দাম পড়ে যায় যে, উৎপাদন ব্যয়ও উঠে আসে না।

কৃষি সমবায় কাকে বলে

এলাকায় নিজস্ব ফসল প্রক্রিয়া জাতকরণ ও বড় গুদাম কেন্দ্র থাকে তাহলে ফসলের আর্থিক ক্ষতি গুলো এড়ানো যেত।(খুব বড় এবং ধনী কৃষক না হলে) কৃষকের পক্ষে সুবিধাগুলো অর্জন সম্ভব না।

প্রায় প্রত্যেক সমবায়ী কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করে থাকে তাকেই সমবায়ের ভিত্তি বলা হয়।

গ্রাম বাংলায় এমন একটা প্রবাদ আছে যে ,‘দশের লাঠি একের বোঝা’ । অর্থাৎ একজনের পক্ষে যে কাজ গুলো অবহনযোগ্য বোঝা, দশজন একত্র করে হলে সেই বোঝা সহজেই বহনযোগ্য হতে পারে।

কৃষি সমবায় কত প্রকার

কৃষি সমবায়ের কত প্রকার, এর উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ কিভাবে সমবায় গুলো গড়ে তুলতে পারেন তা হলো :

১। কৃষি মূলধন সমবায় (সঞ্চয় সমবায়) হলো : সমবায়ের প্রয়োজনীয় মূলধন গুলো সংগ্রহ করা হয়।

২। কৃষি উপকরণ সমবায় হলো : বীজ, সার, ঔষধ,যন্ত্রপাতি, পরিবহন এবং গুদাম ইত্যাদি সংগ্রহ ও ব্যবহার করা।

৩। কৃষি উৎপদান সমবায় হলো : কৃষি উৎপাদন কার্যক্রম গুলো নানা ভাবে পরিচালনার করা।

৪। কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায় হলো : পণ্যমূল্য নির্ধারণ এবং ভর্তুকি গ্রহণ,কৃষিপণ্য বিক্রয় ও এতদসংক্রান্ত হিসাব রক্ষা করা।

এই পোস্টটির মাধ্যমে কৃষি সমবায় কত প্রকার,এর উপকারিতা গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো আরো বিস্তারিত জানতে চাইলে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কৃষি সমবায়ের উদ্দেশ্য কি

কৃষি সমবায়ের ভিত্তিতে উৎপাদনে সক্রিয় হওয়ার আগেই এবিষয়ে আগ্রহী এমন কিছু ব্যক্তিদের এক সাথে হওয়ার কিছু সিদ্ধান্তের মধ্য দিয়ে এই মহৎ কর্মযজ্ঞের সূচনা হয় মাত্র ।আবার দ্বিতীয় হলো অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে জমি এবং অর্থ সমবায়ে যুক্ত করা ।

সমবায়ের মাধ্যমে তারও আগে দরকার মূল শর্ত তথা কথিত বিধিগুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা। এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় সমবায় কার্যালয় অধিদপ্তরের নিকটবর্তী হয়ে দপ্তরের সহযোগিতাও চাওয়া যেতে পারে। পরামর্শ নেওয়া যেতে পারে উপজেলা কৃষি,পশুপালন, মৎস্য কর্মকর্তাদের জন্যে। 

কৃষি সমবায়ের উদ্দেশ্য কি ? তা সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কৃষি সমবায়ের ভিত্তি কি

সমবায় পদ্ধতিতে কৃষকরা অতি স্বেচ্ছায় নিজেদের জমি গুলো একত্রিত করে যৌথভাবে চাষাবাদ করে থাকেন।কৃষক উৎপাদিত ফসলের অংশ হতে জমির উর্বরতা এবং পরিমাণ অনুসারে পাবেন।

কৃষি যন্ত্রপাতি, এবং সার,কীটনাশক সমবায়ের মাধ্যমে চাষাবাদের উত্তম বীজ নিষ্কাশনের ব্যবস্থা করে উন্নত ভাবে সংগ্রহ করে থাকে ও প্রয়োজনমতো সেচের ব্যবস্থা করা যায়।

কৃষি সমবায় সমিতি হলো, কৃষকদের যেখানে কৃষি কাজ গুলো করার জন্য আর্থিক এবং বিভিন্ন সেবা গুলো প্রদান করে থাকে,তাকে কৃষি সমবায় সমিতি বলা হয়।সদস্যদের দ্বারা প্রযোজক সমবায়গুলো তাদের কৃষি পণ্য উৎপাদন এবং বাজারজাত করার জন্য গঠিত হয় থাকে।

কৃষি সমবায় কি কৃষি সমবায় কাকে বলে কৃষি সমবায়ের উদ্দেশ্য কি
কৃষি সমবায় কি কৃষি সমবায় কাকে বলে কৃষি সমবায়ের উদ্দেশ্য কি

কৃষি সমবায় গঠন কেন প্রয়োজন

কৃষি সমবায় সম্পর্কে এ পর্যন্ত যে বিষয় আলোচনা করা হলো সেগুলো বিবেচনায় রাখতে হবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে,এই কৃষি সমবায় একটি সমন্বিত কার্যক্রম । 

কৃষি উৎপাদনে সমবায়ের ভিত্তিতে সক্রিয় হওয়ার আগে এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের সাথে এক সাথে হওয়ার সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে কর্মযজ্ঞের সূচনাও হয়।

অতি প্রয়োজনীয় ভাবে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ হলো জমি ও অর্থ সমবায়ে যুক্ত করা।তারও আগে দরকার সমবায়ের মূল শর্ত, বিধিগুলো আলোচনার করার মাধ্যমে চূড়ান্ত করা। অধিদপ্তরের নিকটবর্তী কিছু দপ্তরের সহযোগিতার ক্ষেত্রে রাষ্ট্রীয় সমবায়গুলো চাওয়া যেতে পারে।

কৃষি সমবায়গুলো সাধারণত কিরূপ হওয়া উচিত

এক উদ্দেশ্যে এক জোট হয়ে সবাই মিলে কোনো কাজ করাকেই সমবায় বলা হয়। কৃষিকাজের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ জন্য করে, সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা,

কৃষি যান্ত্রিকীকরণ,ফসল উৎপাদন, গুদামজাতকরণ,পরিবহন ও বাজারজাতকরণ সকল কাজ গুলোই সমবায়ের সদস্যরা সুচারুরূপে কিছু সংখ্যক কৃষক হয়ে

নিজেদের পারস্পরিক ভাবে সম্পন্ন করার জন্য সীমিত ভিত্তিতে একটি কৃষি সমবায় গড়ে তুলতে পারেন। সমবায় কৃষকদের মাঝে নিজস্ব পেশাগত এমন সংগঠন। এইরূপ সংগঠনকে এই রাষ্ট্র স্বীকৃতি দেয় ও সহযোগিতা করে।

সমবায় ব্যবস্থা কীভাবে অপরকে সক্রিয় হতে শেখায় ব্যাখ্যা কর
সমবায় ব্যবস্থা কীভাবে অপরকে সক্রিয় হতে শেখায় ব্যাখ্যা কর

সমবায় ব্যবস্থা কীভাবে অপরকে সক্রিয় হতে শেখায় ব্যাখ্যা কর

কৃষক সমাজ আর্থসামাজিক উন্নয়নে একতার মূলমন্ত্রে উজ্জীবিত হলে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সমবায়ের মূলকথা টা হলো একতাই বল। 

নিজের পৃথক উপেক্ষা করে অপরের সঙ্গে এক হয়ে কাজ করার নামই হলো একতা।একতাবদ্ধ থাকলে শক্তি বৃদ্ধি পায়, জীবনের অনেক সাফল্য অনিবার্য হয়ে মনে সাহস সৃষ্টি হয় । 

উন্নতি এবং সমৃদ্ধির শিখরে নিয়ে যায়, জাতীয় সংহতি অথবা একতা জাতিকে শক্তিশালী ভাবে করে তোলে।সভ্যতার অগ্রগতির জন্য একতাবোধ নানা ভাবে কাজ করে থাকে। 

এই পোস্টটির মাধ্যমে কৃষি সমবায় কত প্রকার?কৃষি সমবায়ের উদ্দেশ্য কি?কৃষি সমবায়ের ভিত্তি কি?কৃষি সমবায় গঠন কেন প্রয়োজন?কৃষি সমবায়গুলো সাধারণত কিরূপ হওয়া উচিত? এ সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন।

পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই পোস্টটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

আরো পড়ুন: কৃষি প্রযুক্তি কাকে বলে

কৃষি সমবায় বলতে কি বুঝ?

সম্পন্ন করার জন্য এই সীমিত সংখ্যক কৃষক একমত ভাবে হয়ে সমবায়ের সদস্যরা সুচারুরূপে এমন নিজেদের পারস্পরিক এই সম্মতির ভিত্তিতে এমন ভাবে একটি কৃষি সমবায় ও গড়ে তুলতে পারেন ।

খামার সমবায় কাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে ?

গ্রাম উন্নয়ন সমিতি ছাড়াও সঞ্চয় এবং পুঁজি গঠন, ঋণ আবার ঘূর্ণায়মান তহবিল ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে সবচেয়ে বেশি কাজও হয়েছে ।

কৃষি সমবায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকার কি কি

সমবায়ের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি, এবং সার, ও কীটনাশক, আবার এই উত্তম বীজ প্রভৃতি সংগ্রহ ও প্রয়োজনমতো সেচ গুলো নিষ্কাশনের ব্যবস্থা করে উন্নত চাষাবাদের নানা ব্যবস্থা করা যায়।

সমবায়ের গুরুত্ব কি

সমবায়ের মাধ্যমে খুব সহজে নিজেদের উন্নতিসহ এমন এলাকার উন্নয়নমূলক কাজ ও করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button