ইসলামিকশিক্ষাসাধারণ জ্ঞান

ইসলামিক সাধারণ জ্ঞান – ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর

ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অথবা তথ্য অনুযায়ী ইসলামিক সাধারণ জ্ঞান – ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর ইত্যাদি সম্পর্কে প্রতিটি মুসলমানেরই জানা প্রয়োজন। 

পৃথিবীতে চারটি ধর্ম রয়েছে এবং তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম।

ইসলামিক বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অথবা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে পাশাপাশি ইসলামিক বিভিন্ন কার্যক্রমে ইসলামিক কুইজ অথবা এ সম্পর্কিত বিপুল তথাটি জানা প্রয়োজন। 

এই পোষ্টের মাধ্যমে ইসলামিক বিভিন্ন তথ্য এবং কুইজ প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে পারবেন।

অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মত করে ইসলামিক সাধারণ জ্ঞান – ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিভিন্ন মাদ্রাসা ভিত্তিকভাবে প্রতিযোগিতা হয়ে থাকে। 

বিশেষ কোনো অনুষ্ঠানকে উদ্দেশ্য করে অথবা নির্দিষ্ট সময়ের আলোচিত বিষয় গুলো সম্পর্কে সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য ইসলামিক কুইজ প্রতিযোগিতার জন্য  বিভিন্ন তথ্যাদি জানার পাশাপাশি  ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন জরুরী। 

আরো পড়ুন: মুনাফিক কাকে বলে? 

ইসলামিক সাধারণ জ্ঞান 

 ১. মহান আল্লাহ তাআলার কতটি গুণগত নাম রয়েছে? 

= ৯৯ টি।

২. মহান আল্লাহতালার আরশ কোথায় রয়েছে? 

= সপ্তম আসমানের নিচে। 

৩. ফেরেশতাগণ কিসের তৈরি? 

= নূরের তৈরি। 

৪. আসমানী কিতাব কয়খানা? 

= ১০৪ খানা। 

৫. প্রসিদ্ধ আসমানী কিতাবের সংখ্যা কতটি? 

= ৪ টি। 

৬. আল কুরআন কোন নবীর উপর নাযিল করা হয়েছে? 

= মহানবী হযরত মুহাম্মদ (স:)।

৭. সকল ফেরেশতার সর্দার কে? 

= জিব্রাইল আঃ। 

৮. আল্লাহতালা সৃষ্টির সেরা জীব হিসেবে কাদেরকে তৈরি করেছেন? 

= মানুষদের কে। 

৯. সর্বশেষ আসমানি কিতাব কোনটি? 

= আল কুরআন। 

১০. আমাদের শেষ নবী কে? 

= হযরত মুহাম্মদ ( সা:)

আরো পড়ুন: সাওম কাকে বলে?

 ইসলামিক সাধারণ জ্ঞান ইসলামিক কুইজ

১.তাওহীদ কত প্রকার? 

= ৩ প্রকার। 

২. ইমান কাকে বলে? 

= আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রাহুল সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহতালার আনুগতির স্বীকার করাকে ইমান বলা হয়। 

৩. ঈমানের পরিমাণ কি কখনো কমে অথবা বাড়ে? 

= মানুষের ভালো এবং খারাপ কাজের উপর ভিত্তি করে অথবা আল্লাহতালার প্রতি বিশ্বাসের বিভিন্ন তারিখে অনুযায়ী ঈমানের পরিমাণ বাড়ে এবং কমে। 

৪. ঈমানের মোট শাখার পরিমাণ কতটি? 

= ৭০ টি এর চেয়েও অধিক।

৫. ইসলাম কাকে বলে? 

= আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য স্বীকার করাকে ইসলাম বলা হয়। 

৬. ইসলামের প্রধান চারজন ফেরেশতার নাম কি কি? 

= জিবরাঈল, 

ইসরাফীল, 

মীকাঈল ও 

মালাকুল মওত (আঃ)।

৭. ইসলামের মোট কতটি স্তম্ভ রয়েছে? 

= ৫ টি। 

৮. সকল ফেরেশতার সরদার বলা হয় কাকে? 

= হযরত জিবরাঈল আলাইহিসসালাম কে।

৯. আল্লাহতালা সৃষ্টির সেরা জীব হিসেবে কাদেরকে পাঠিয়েছেন? 

= মানুষদেরকে। 

১০. সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষদেরকে কি বলা হয়?

= আশরাফুল মাখলুকাত। 

আরো পড়ুন: সন্তান নিয়ে ইসলামিক উক্তি 

ইসলামিক সাধারণ জ্ঞান - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর
ইসলামিক সাধারণ জ্ঞান – ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর

 ইসলামিক সাধারণ জ্ঞান কুইজ

১. মৃত্যুর পর মানুষকে কবরে কতটি প্রশ্ন করা হবে? 

= ৩ টি। 

২. কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেগুলো কি? 

=তোমার রব কে?

তোমার নবী কে?

তোমার দ্বীন কি?

৩. গনক অথবা জ্যোতিষীদের কি বিশ্বাস করা যায়? 

= না তাদেরকে বিশ্বাস করা হারাম.।

৪. মানুষ কিসের তৈরি? 

= মাটির তৈরি। 

৫. সমগ্র জিন জাতি কিসের তৈরি? 

= আগুনের তৈরি। 

৬. পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি? 

= সূরা কাওসার।

৭. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? 

= বিলাল (রা:)।

৮. পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? 

= সূরা বাকারার ২৮২ নং আয়াত। 

৯. পরকালে জান্নাতে মানুষের বয়স কত হবে? 

= তেত্রিশ বছর। 

১০. ঘুমাতে যাওয়ার সময় কোন সূরা পড়ার ফজিলত অনেক? 

= সূরা ইখলাছ, ফালাক ও নাস।

আরো পড়ুন: তাকওয়া শব্দের অর্থ কি?

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়? 

= তালহা বিন উবায়দুল্লাহ্ (রা:)।

২. পবিত্র কোরআনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? 

= আয়াতুল কুরসি। 

৩. কাদের নেতৃত্ব ইমাম মাহদী দিবেন? 

= মুসলমানদের। 

৪. কোন মাসে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়? 

= আরবি শাওয়াল মাসে। 

৫. উম্মতের আমানতদার এই উপাধি কাকে দেয়া হয়েছে? 

= আবু উবাইদা বিন জাররাহ্ (রা:) কে। 

৬.  কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়? 

= সুরা ফাতেহা কে। 

৭. ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে কি বলে? 

= বিদআত বলে। 

৮. জান্নাতে সর্বাধিক হবে কাদের সংখ্যা? 

= দরিদ্রদের। 

৯. জাহান্নামে সর্বাধিক হবে কাদের সংখ্যা? 

= নারীদের সংখ্যা। 

১০. দাজ্জালের একটি চোখ কানা হবে এবং সেটি কোন চোখ? 

= ডান চোখ। 

আরো পড়ুন: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

প্রিয় পাঠক বিন্দ্র আপনাদের কি এই পোস্টের মাধ্যমে আমরা ইসলামিক সম্পর্কে বিভিন্ন তথ্য এবং জ্ঞান জ্ঞানমূলক পরীক্ষার জন্য বা অন্যান্য যেকোন কুইজ প্রতিযোগিতায় আসতে পারে এরকম বিভিন্ন তথাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। 

মুসলমানদের জীবনী ইসলামিক সম্পর্কে জ্ঞান অর্জন এবং তার সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। তাই এই পোস্টে ইসলামের সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে ।

আপনার এ পোষ্টের মাধ্যমে যে সকল তথ্য জানার ছিল সেদিন তা সম্পর্কে যদি সম্পূর্ণভাবে জানতে পেরে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

আমাদের পোস্ট রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর :

ইসলামের মূল কথা কী?

= ইসলামের মূল কথা হলো আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করা। 

ইসলাম অর্থ কি ইসলাম কাকে বলে?

= ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা। 

আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ তায়ালার প্রতি অনুগত্য লাভ করে আল্লাহতালা সকল আদেশ-নিষেধ মেনে চলা কি ইসলাম বলা হয়। 

ইসলাম এর জনক কে?

= হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। 

ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কে?

= বশিরুল আলম। 

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button