শিক্ষা

আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ কাকে বলে

আপেক্ষিক তাপ কি :. কোন একটি বস্তু বা উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করার ক্ষেত্রে সেটি তাপমাত্রা নির্ভর করে নির্ণয় করা হয়। এজন্য একটি বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই বস্তুটির তাপমাত্রা

এবং বস্তুর ওজনের মান প্রথমে নিতে হবে। পরবর্তীতে সেগুলো প্রয়োগ করে আপেক্ষিক তাপ নির্ণয় করা যায়। এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে আপেক্ষিক তাপ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

তাপমাত্রার বিভিন্ন একক রয়েছে এবং তাপমাত্রার আদর্শ একক অথবা স্ট্যান্ডার্ড একক হল কেলভিন স্কেল। তাপমাত্রা কে ব্যবহার করার মাধ্যমে

১ কেজি ওজনের কোন একটি বস্তুর তাপমাত্রা কেলভিন এককের বৃদ্ধি করার ক্ষেত্রে আপেক্ষিক তাপ নির্ণয় করা যায়। এজন্য আপেক্ষিক তাপ নির্ণয় বা আপেক্ষিক তাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। 

আপেক্ষিক তাপ কি

তাপমাত্রা বৃদ্ধি করে কোন একটি বস্তুর তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে সে তাপ হল আপেক্ষিক তাপ।

বরফের বরফের গলনের মাধ্যমে পানির আপেক্ষিক তাপ এবং বরফের আপেক্ষিক তাপ নির্ণয় করা যায়। সাধারণত বরফের বাবার পানির আপেক্ষিক তাপ নির্ণয় করার ক্ষেত্রে তা এস আই এককের নির্ণয় করতে হয়।

আপেক্ষিক তাপ কাকে বলে

১ কেজি ওজনের একটি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।

একটি বস্তুর তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে এক কেলভিন তাপমাত্রার বৃদ্ধি করতে  পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। 

আপেক্ষিক তাপ কি আপেক্ষিক তাপ কাকে বলে
আপেক্ষিক তাপ কি আপেক্ষিক তাপ কাকে বলে

আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র

আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র নিম্নে তুলে ধরা হলো :-

আমরা জানি, 

আপেক্ষিক তাপ, S= H/m.t

যেখানে–

S=কোন বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ,,, 

H= বস্তু কর্তৃক বর্ধিত অথবা গৃহীত তাপ,, 

m= বস্তুর ভর,, 

t=বস্তুর উষ্ণতা রাশ অথবা বৃদ্ধি। 

পানির আপেক্ষিক তাপ কত

পানির আপেক্ষিক তাপ হল 389 J/kg/k

অর্থাৎ 1 কেজি পরিমাণে কোন একটি পানির তাপমাত্রা যদি এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তাতে আপেক্ষিক তাপ হিসেবে জমা হয় 389j

আরো পড়ুন: শক্তি সম্পদ কাকে বলে

বরফের আপেক্ষিক তাপ কত

একটি বরফের টুকরাকে যদি তাপ দেয়া হয় তাহলে ২ সেকেন্ড পর বরফটি গলতে শুরু করবে পরবর্তীতে ২০ সেকেন্ড অতিক্রম করার পর ২০ সেকেন্ডে বরফের সম্পূর্ণ গলিত হয়। এক্ষেত্রে বড় করে প্রাথমিক উচ্চতার নির্ণয় করার ক্ষেত্রে বরফের আপেক্ষিক তাপ ০.৫ 0.5cal. g−1. °C−1,, 

তবে বরফ যখন গলতে শুরু করেছে সে ক্ষেত্রে বরফের গলনের লীন তাপ হলো: ৮০ cal/ g,,,

কিন্তু –

এসআই এককে বরফের আপেক্ষিক তাপ হলো ২১৩৪ J/kg/k

এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে আপেক্ষিক তাপ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনি যে সকল তথ্য আপেক্ষিক তাপ সম্পর্কে জানতে চান অথবা জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button