টেকনোলজি

আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস সমূহ

আউটপুট ডিভাইস কি :- সুপ্রিয় পাঠক বৃন্দ, আমাদের ওয়েবসাইটের তথ্য বিষয়ক এবং তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান অংশ কম্পিউটারের বিভিন্ন ডিভাইস মূলত আউটপুট ডিভাইস সম্পর্কিত উক্ত পোস্টে  আপনাদেরকে স্বাগতম।

আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কম্পিউটারে আউটপুট ডিভাইস কাকে বলে এবং আউটপুট ডিভাইসহ সম্পর্কে আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

একটি কম্পিউটারের প্রধান কাজ হল ইলেকট্রনিক বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করার মাধ্যমে তথ্যসমূহ যাচাই করা এবং তা গ্রাহকের নিকট অনলাইন ভিত্তিকভাবে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে এমন কিছু ডিভাইস রয়েছে যে ডিভাইস গুলোর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে সকলে উপকৃত হতে পারে।

তবে যে ডিভাইস গুলো ব্যবহার করার মাধ্যমে বাহ্যিকভাবে কম্পিউটার থেকে যে কেউ তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য মতামত এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে জানতে পারে সেগুলো হলো আউটপুট ডিভাইস।

একজন কম্পিউটার চালানো কারী বা কম্পিউটার সম্পর্কে জানার ক্ষেত্রে কম্পিউটারের আউটপুট ডিভাইস সম্পর্কে জানার প্রয়োজনীয়তা মুখ্য। 

আউটপুট ডিভাইস কি?

যে সকল ডিভাইস সমূহ ইনপুটে ডেটা প্রসেসিং হওয়ার পর থেকে আউটপুট প্রদান করে সে সকল ডিভাইসমূহকে আউটপুট ডিভাইস বলা হয়। 

কম্পিউটারকে সাধারণত বিভিন্ন ইনপুট ডিভাইসের সাহায্যে যে সমস্ত ইনপুট রয়েছে সেগুলো দেয়া হয়। সেগুলো কম্পিউটারের কার জন্য যে কম্পিউটার প্রসেসিং করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজার কে সেগুলো দেখিয়ে থাকে। 

এভাবে একটি কম্পিউটার থেকে যদি কোন তথ্য, অডিও,  ডেটা নির্গত করা, গ্রাফিক্স ইত্যাদি করতে আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়। 

আউটপুট ডিভাইস কি

আউটপুট ডিভাইস সমূহ

সাধারণত একটি কম্পিউটারের বিভিন্ন তথ্য সমূহ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হল আউটপুট এর কাজ। আউটপুটের উক্ত কাশমূহ সাধারণত বিভিন্ন আউটপুট ডিভাইস কর্তৃক হয়ে থাকে।

যে সকল ডিভাইস তথ্যসমূহ গ্রাহকের নিকট সেবা হিসেবে পৌঁছে দেয় সে সকল ডিভাইস সমূহ আউটপুট ডিভাইস। এরকম কিছু আউটপুট ডিভাইস সমূহের নাম নিম্নে তুলে ধরা হলো :-

  • Braille Reader (ব্রেইল রিডার),,,,
  • Video Card (ভিডিও কার্ড),,,, 
  • GPS (জিপিএস),,,,
  • Sound Card (সাউন্ড কার্ড),,,,
  • Speaker (স্পিকার),,,,
  • Earphone (ইয়ারফোন),,,,
  • Projector (প্রজেক্টর),,,,
  • Printer (প্রিন্টার),,,,
  • Monitor (মনিটর),,,,
  • Plotter (প্লোটার),,,, 
  • Speaker (স্পিকার),, ইত্যাদি। 

উক্ত পোস্টের  মাধ্যমে আমরা আপনাদেরকে কম্পিউটারের আউটপুট যে সকল ডিভাইস রয়েছে এবং আউটপুট ডিভাইস কাকে বলে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার মাধ্যমে জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা আউটপুট ডিভাইস সম্পর্কিত যে সকল তথ্য বা প্রশ্ন সম্পর্কে জানতে চেয়েছেন সেগুলো জানার মাধ্যমে উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button