হঠাৎ তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার

হঠাৎ তলপেটে ব্যথার কারণ: সুপ্রিয় পাঠক বৃন্দ, → আসসালামু আলাইকুম ,,,আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড হঠাৎ তলপেটে ব্যথা হলে করণীয় সম্পর্কিত উক্ত পোষ্টে  আপনাদেরকে স্বাগতম। 

আমাদের উক্ত পোস্টে আমরা আপনাদেরকে মেয়েদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার,, তলপেটে নাভির নিচে ব্যথা,, ছেলেদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার,, তলপেটের দুই পাশে ব্যথার কারণ,,কোমর ও তলপেটে ব্যথার কারণ,, ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

পুরুষ বা মহিলা যেকোনো ব্যক্তির তলপেটে ব্যথা হতে পারে। হঠাৎ করে তলপেটে ব্যাথা হলে তা কখনো কখনো বিভিন্ন ধরনের রোগের লক্ষণও প্রকাশ পায়।

এজন্য হঠাৎ করে তলপেটে ব্যাথা হলে বানাবে নিচে ব্যাথা হলে এর কারণ এবং প্রতিকার সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ তলপেটে ব্যথা হলে এর প্রতিকার এবং কারণসমূহ সম্পর্কে জানার মাধ্যমে এ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। 

মেয়েদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার

মেয়েদের তলপেটে ব্যথা হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে।  কারণগুলো যথাক্রমে :-

➡মহিলাদের মাসিকের জন্য ক্র্যাম্প,,,

➡ডিম্বস্ফোটনের ব্যাথা,,,

➡মুত্রনালীতে সংক্রমণের জন্য তলপেটে ব্যাথা,,,

➡লিভার ক্যান্সারের ব্যাথা,,,

➡ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম,,,

➡ডিসপেপ্সিয়া,,,

➡অন্ত্রে প্রদাহ জনিত সমস্যা,,,

➡কোলন ক্যান্সার,,,, ইত্যাদি। 

প্রতিকার:- 

➡ তলপেটের ব্যথা কমাতে প্রাকৃতিক সমাধান হিসেবে চায়ের সঙ্গে পুদিনা পাতা খেতে পারেন। পেট ব্যথা ও বমি বমি ভাব কমাতে সাহায্য করে পুদিনা পাতা।

➡ব্যথা কমাতে আদা চা খেতে পারেন। আদা চা অত্যন্ত উপকারি।

➡কলায় প্রচুর পরিমানে ফাইবার থাকে। তলপেটের ব্যথা কমাতে পাকা কলা খেতে পারেন।

➡এক কাপ পানিতে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার ও এক চামচ মধু মিশিয়ে পান করলে উপকার পাবেন।এটি পেটের ব্যথার কমাতে সাহায্য করে।

➡ ভারি বা মশলা জাতীয় খাবার না খেয়ে নরম করে ভাত খেতে পারেন।

➡ তলপেটের ব্যথা কমাতে গরম পানির ব্যগ দিয়ে পেটে ছ্যাক দিতে পারেন। এতে আরামবোধ করব্নে।

➡বেদানা ফলের রস খেতে পারেন।

➡ কিশমিশ পানিতে ভিজেয়ে খেতে পারেন। ইত্যাদি।

তলপেটে নাভির নিচে ব্যথা

তলপেটে অর্থাৎ নাবিল চারপাশের ব্যথা খুবই মারাত্মক। সাধারণ ব্যাকটেরিয়ার আক্রমণ, ফ্যালোপিয়ান টিউব, ইত্যাদি প্রদাহজনিত রোগে তলপেটে ব্যথা হয় । 

যৌন সংক্রমণে বিভিন্ন রূপ এসটিডি যেমন গনোরিয়া বা অন্যান্য ক্ষেত্রে এ প্রদাহ দেখা দেয়। উচ্চ রক্তচাপ,  ঘুমের সমস্যা,  ইনসমনিয়া,  ইত্যাদি কারনেও পেট ব্যাথা হয়।

এজন্য খাবার তালিকায় পরিবর্তন আনার মাধ্যমে এ থেকে মুক্তি পাওয়া যায়। জীবননাশের যুকি হারানোর অন্যতম উপায় হলো রোগ সনাক্ত এবং প্রাথমিক উপসর্গ দেখার মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেওয়া। 

ছেলেদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার

ছেলেদের পেট ব্যাথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে।  ছেলেদের তলপেটে ব্যাথা হওয়ার কারণ সমূহ হলো:-

পুরুষদের সাধারণত বিভিন্ন কারণে ব্যাথা হয় তবে এর মধ্যে একটি হল হার্নিয়া অন্তর্ভুক্ত।  এছাড়াও ইনগুইনাল হার্নিয়া মহিলাদের মধ্যেও দেখা দিতে পারে।   ইনগুইনাল হার্নিয়া মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে অধিক দেখা দেয়। 

সাধারণত পুরুষদের টেস্টি কুলার দর্শনের আঘাত জনিত বিভিন্ন কেস থাকতে পারি যার ফলে মেডিকেল এটি একটি জরুরী সমস্যা। এজন্য পুরুষের তলপেটে ব্যাথা হলে হার্নিয়ার  ব্যাথা হতে পারে তাই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

প্রতিকার :-

পুরুষদের তলপেটে ব্যথার চিকিৎসার মধ্যে রয়েছে ওভার-দ্য-কাউন্টার ওষুধগুলি। উক্ত ঔষধ গুলো পুরুষদের বদ হজমসহ অন্যান্য সংক্রমনের সমস্যায় সমাধানস্বরূপ। এছাড়াও যদি কিডনিতে পাথর বা আলসার জনিত সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।  

যেকোনো ধরনের সমস্যায় যদি পুরুষদের তলপেটে ব্যথা হয় তাহলে যথাসম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী  প্রতিকার পাওয়া সম্ভব। 

তলপেটের দুই পাশে ব্যথার কারণ

তলপেটে ব্যথা হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে।  তলপেটের দুই পাশে ব্যাথা হওয়ার কারন গুলো হলো:- 

→হজমের সমস্যা,,

→গ্যাস সমস্যা,,,

→ কোষ্ঠকাঠিন্য,,,

→ ডায়রিয়া,,, 

→ফুড পয়জনিং,,,

→ অ্যালার্জি,,,

→সংক্রমণ বা প্রদাহ,,,

→অভ্যন্তরীণ অঙ্গগুলোর  সংক্রামন,,,

 →পাকস্থলীতে ব্যাথা বা জ্বালা,, 

→ অগ্ন্যাশয়ে ব্যাথা বা জ্বালা,, 

→ প্লীহাতে ব্যাথা বা জ্বালা,, 

→কিডনি বা অন্ত্রে ব্যাথা বা জ্বালা,,, ইত্যাদি। 

হঠাৎ তলপেটে ব্যথার কারণ
হঠাৎ তলপেটে ব্যথার কারণ

কোমর ও তলপেটে ব্যথার কারণ

কোমর ও তলপেটে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। কোমর ও তলপেটে ব্যথা হওয়ার কারণ সমূহ নিয়ে তুলে ধরা হলো :-

➡প্রস্রাবের সংক্রমণ হলে তলপেটে ব্যাথা হতে পারে। পাশাপাশি প্রস্রাবের সময় ব্যাথা, জ্বর জ্বর ভাব এমনকি প্রস্রাবে জ্বালা অনুভূত হতে পারে। 

➡মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়া সাধারণত ১০ জনের মধ্যে একজনের খুব বেশি ব্যথা হতে পারে। ফাইব্রয়েড, টিউমার ইত্যাদি থাকলে ব্যাথা হয়। 

➡এপেন্ডিসাইড হলে সাধারণত প্রথমে শুরু হয় নাভির চারদিকে এবং তার দীর্ঘস্থায়ী হয়ে তলপেটে ডান দিকে ব্যথা অনুভূত হয়। 

➡অনেক সময় মেয়েদের ব্রণ জরায়ুতে স্থাপিত না হওয়ার ফলে ডিম্বা  নালীতে স্থাপিত হয় এক্ষেত্রে ডিম বানালি ফেটে যেতে পারে। যার ফলে পেটে প্রচন্ড রকমের ব্যথা হতে পারে এমনকি রক্তক্ষরণও হয়ে যেতে পারে। 

➡জরায়ুর আশেপাশে যদি সংক্রমণ হয় তাহলে তাকে প্যালব্যাক ইনফ্লামেটরি ডিজিজ বলা হয়। এ সমস্যা হলে প্রস্রাব নির্গত হওয়ার জ্বর এবং তলপেটে ব্যথা ইত্যাদি বিভিন্ন ধরনের লক্ষণ দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলেও হতে পারে। 

➡মূত্রথলিতে পাথর, আইবিএস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বিভিন্ন কারণে ও তলপেটে ব্যাথা সৃষ্টি হয়। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে মেয়েদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার,, তলপেটে নাভির নিচে ব্যথা,, ছেলেদের তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার,, তলপেটের দুই পাশে ব্যথার কারণ,,কোমর ও তলপেটে ব্যথার কারণ,, ইত্যাদি সম্পর্কে জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি  পড়ার মাধ্যমে হঠাৎ তলপেটে  ব্যাথা হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জেনে উপকৃত হতে পেরেছেন।

Leave a Comment