সাহারা মরুভূমি কোথায় অবস্থিত: পৃথিবীর অন্যতম একটি মরুভূমি হিসেবে সাহারা মরুভূমিটি পরিচিত।পৃথিবীর অন্যতম এ সাহারা মরুভূমি যথেষ্ট ইতিহাস রয়েছে।
অতীতে এই সাহারা মরুভূমিটির সমুদ্র ছিল সমুদ্র তে গিয়ে সাহারা মরুভূমি তৈরি হওয়ার ঘটনাটি পৃথিবীতে বিরল ঘটনা হিসেবে পরিচিতি পেয়েছে।
তাই অনেকে সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জানতে চায় অথবা সাহারা মরুভূমি কোথায় অবস্থিত সাহারা মরুভূমির মানচিত্র ইত্যাদি সম্পর্কে জানতে চায়।
তাই উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত সাহারা মরুভূমির মানচিত্রসহ এই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে তা করছি।
ইতিহাস ঐতিহ্য এবং প্রাচীনকালের অন্যতম একটি স্থান হিসেবে পরিচিত হলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি টি আফ্রিকা মহাদেশের উত্তর প্রদেশে অবস্থিত। এছাড়াও সাহারা মরুভূমিটি মোট বারোটি দেশের আয়তন নিয়ে অবস্থিত।
বিভিন্ন পরীক্ষামূলক বা জ্ঞান মূলক বা স্থান ভিত্তিক বিভিন্ন তথ্য হিসেবে সাহারা মরুভূমিটি খুবই পরিচিত এবং বিখ্যাত পাশাপাশি বিরাট আকারের মরুভূমি হিসেবে পরিচিত। উক্ত মরুভূমিটি বিস্তীর্ণ আয়তন নিয়ে অবস্থিত এবং আফ্রিকা মহাদেশের উত্তর প্রান্তসহ মোট 12 টি দেশের সমন্বয়ে গঠিত।
সাহারা মরুভূমি কোথায় অবস্থিত
সাহারা মরুভূমিটি আফ্রিকা মহাদেশের উত্তম উত্তর প্রদেশে অবস্থিত এবং এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ মরুভূমি হিসেবে পরিচিত।
তবে সাহারা মরুভূমিটি শুধুমাত্র উত্তর আফ্রিকায় অবস্থিত এরকম নয়। বরং এটি মোট বারোটি দেশের সমন্বয়ে অর্থাৎ ১২ টি দেশ নিয়ে বিস্তৃত অবস্থিত।
অর্থাৎ সাহারা মরুভূমি টি মোট ১২টি দেশ নিয়ে আয়তন আকারে দখল করে বিস্তৃত রয়েছে। সাহারা মরুভূমি যে সকল 12 টি দেশ নিয়ে অথবা বারটি দেশের উপরে অবস্থিত সেগুলো হলো :-
- মিশর,,,
- মরক্কো ,,,
- লিবিয়া,,,
- মালি,,,
- মৌরিতানিয়া,,,
- আলজেরিয়া,,,
- চাদ,,,,
- ইরিত্রিয়া,,,,
- নাইজার,,,,
- সুদান,,,,
- তিউনিসিয়া,,,,,
- পশ্চিম সাহারা,,,,,
যুগের পর্যায়ক্রমে বর্তমানে তাহারা মরুভূমিটি যে আকার ধারণ করেছে তা পূর্বে মরুভূমি ছিল একটি সমুদ্রে। প্রাচীনকালে সাহারা মরুভূমি একটি সমুদ্র আকারের ছিল।
এছাড়াও বিজ্ঞানীরা দাঁড়ানো করেন যে আমাজন জঙ্গল নামে যে বৃহৎ জঙ্গলটি রয়েছে তা শুধুমাত্র সাহারা মরুভূমির কারণে টিকে রয়েছে। এছাড়াও গ্রহে সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে সাহারা মরুভূমিটি পৃথিবীর বৃহৎ মরুভূমি নামে পরিচিত।
সাহারা মরুভূমিতে কয়েক কোটি বছর আগে টেথিস সাগরের পানি এবং সেখানকার ডাইনোসর বর্তমান সময়ের জীবাশ্ম হিসেবে পরিচিত। তবে শুধুমাত্র উত্তর আফ্রিকার নয় বরং তারা মরুভূমিটির মতো ১২ টি অঞ্চল নিয়ে অথবা দেশ নিয়ে গঠিত।
বিলুপ্ত হয়ে গেছে এরকম প্রাণীদের জীবাশ্ম সবচেয়ে বেশি আকারে পাওয়া গেছে পৃথিবীর এই বৃহত্তম ও অন্যতম সাহারা মরুভূমিতে।
আফ্রিকা মহাদেশের উত্তরপ্রদেশে সাহারা মরুভূমি টি অবস্থিত। তবে শুধু তাই নয় বরং তারা মরুভূমিটির মোট ১২ টি দেশে বিস্তৃতভাবে আয়তন নিয়ে অবস্থিত।
আরো পড়ুন: মরুভূমি কাকে বলে
সাহারা মরুভূমি আয়তন কত
পৃথিবীর অন্যতম বৃহত্তম মরুভূমি নামে পরিচিত সাহারা মরুভূমিটির আয়তন হলো ৯২,০০০,০০কিলোমিটার বা ৩৬,০০০,০০ বর্গমাইল।
বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি হিসেবে যে সকল মরুভূমি রয়েছে সেগুলোর মধ্যে এন্টারটিকা এবং আর্কটিক এর পরে বিশ্রী তৃতীয় বৃহত্তম মরুভূমি হিসেবে পরিচিত হয়েছে সাহারা মরুভূমিটি।
সাহারা মরুভূমি টি আয়তনের দিক দিয়ে যেরকম বিশাল সেরকম তার অবস্থানের ক্ষেত্রে সেটি মোট ১২টি দেশ জুড়ে বিস্তীর্ণভাবে অবস্থিত রয়েছে।
সময়ের ধারাবাহিকতায় বর্তমানে সাহারা মরুভূমিটি এক এক সময় সমুদ্র নামে পরিচিত ছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সেখানে বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের প্রাণীদের অনুসন্ধান মেলে, জীবাশ্ম গুলোকে সেখানে রয়েছে বলে ধারণা করা হয়।।
অর্থাৎ সাহারা মরুভূমিতে ডাইনোসরসহ বিলুপ্ত প্রায় আরো বিভিন্ন ধরনের প্রাণীদের জীবাশ্ম রয়েছে। আয়তনের দিক দিয়ে যেরকম ছবি সব ঠিক তেমনি সাহারা মরুভূমিটি পৃথিবীর সকলের কাছে একটি অন্যতম এবং বিশাল মরুভূমি হিসেবে পরিচিত।
সাহারা মরুভূমিটির আয়তন হলো :
৯২,০০০,০০কিলোমিটার,,
বা ৩৬,০০০,০০ বর্গমাইল।
সাহারা মরুভূমি কোন কোন দেশে অবস্থিত
প্রাথমিকভাবে বলা যায় সাহারা মরুভূমি টি আফ্রিকা মহাদেশের উত্তরপ্রদেশে অবস্থিত। তবে প্রাচীন ও বিশালাকার এই সাহারা মরুভূমিটির নির্দিষ্ট অংশজুড়ে অবস্থিত নয় বরং এর বিপুল বিস্তৃতি রয়েছে।
অর্থাৎ সাহারা মরুভূমি টি মোট 12 টি দেশের অবস্থিত।
তথা সাহারা মরুভূমিটি বিশাল আয়তনের মরুভূমি হওয়ায় সেটি বারোটি অঞ্চল বা দেশের সমন্বয়ে বিচ্ছিন্ন আয়তনে অবস্থিত।
সাহারা মরুভূমি টি যে দেশগুলোর সমন্বয়ে গঠিত তার মধ্যে মোট দেশের সংখ্যা রয়েছে ১২ টি। অর্থাৎ সাহারা মরুভূমিটি মোট 12 টি দেশে অবস্থিত। সাহারা মরুভূমিটি যে বারটি দেশে অবস্থিত সেই বারোটি দেশের নাম যথাক্রমে :
১. মিশর,,,
২. মরক্কো ,,,
৩. লিবিয়া,,,
৪. মালি,,,
৫. মৌরিতানিয়া,,,
৬. আলজেরিয়া,,,
৭. চাদ,,,,
৮. ইরিত্রিয়া,,,,
৯. নাইজার,,,,
১০. সুদান,,,,
১১. তিউনিসিয়া,,,,,
১২. পশ্চিম সাহারা,,,,,
সাহারা মরুভূমি সৃষ্টির কারণ
অনেক অনেক বছর আগে ইউরোপে এবং আফ্রিকার মধ্যে টেথিস সাগর নামে একটি সমুদ্র ছিল। সমুদ্রটি তৎকালীন সময়ে বিশাল আকারের ছিল এবং প্রায় চার কোটি বছর আগে,
টেকটোনিক প্লেট, তার গতিশীমানা অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে গতিশীলতার ফলে তা উত্তর দিকে সরে এসে আফ্রিকা ও ইউরোপ এই দুটি একসঙ্গে মিলিয়ে ফেলে।
এ ঘটনার ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকীর্ণ হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে আসে।অর্থাৎ টেকটোনিক প্লেটের গতিশীমানা রক্ষা করতে না পারায় অতিরিক্ত গতিশীলতার কারণে উত্তর দিক দিয়ে সরে এসেছিল
এবং এই সমুদ্রে আসার ফলে আফ্রিকা এবং ইউরোপ নামে যে দুটি দেশ ছিল অর্থাৎ মহাদেশ ছিল তা একত্রিত হয়ে গেছে ওই সমুদ্রের কারণে।
ফলে আফ্রিকা এবং ইউরোপ এই দুই দেশের সীমান্ত প্রান্ত হিসেবে মধ্যে সাগর টি এক ভিন্ন রূপ নিয়ে নেয়। অর্থাৎ সাগরটি আফ্রিকার উত্তর অংশে সংকীর্ণ হয়ে পড়ে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যাওয়ার ফলে ধীরে ধীরে ওই সমুদ্র থেকে জল বিচ্ছিন্ন হয়ে একটি মরুভূমির ন্যায় আকার ধারণ করে।
ফলে বিশাল আগার এই সমুদ্রটি পরিণত হয় সাহারা মরুভূমি নামে বর্তমান সময়ের এই বিশাল মরুভূমি হিসেবে।
টেকটোনিক প্লেট ইয়ার গতি গতিশীলতা অতিরিক্ত হারে বেড়ে যাওয়া এবং অতিথি ছিল তার রক্ষা করতে না পারায় তৎকালীন সময়ে আফ্রিকা মহাদেশের যে বিশাল আকার সমুদ্র ছিল তা উক্ত গতির ফলে,
সংকীর্ণ অবস্থা তৈরি হয়ে আফ্রিকা ও ইউরোপে একসঙ্গে মিলিয়ে ফেলে এবং তখন সংকীর্ণময়ী সমুদ্রের জল অনেক উপরে উঠতে থাকে এবং একসময় জল বিচ্ছিন্ন হতে হতে অস্তিত্বহীন জলের পরিণত হয়ে যায়। উঁচু এই বিশৃঙ্খ অস্তিত্বহীন জলের এইভূমিটি পরবর্তী সময়ে সাহারা মরুভূমি নামে প্রতিষ্ঠিত হয়।
এভাবে সাহারা মরুভূমি তৈরি হয়। অর্থাৎ বর্তমান সাহারা মরুভূমিটি প্রাচীনকালে একটি সমুদ্র হিসেবে পরিচিত ছিল।
প্রাচীন ও অন্যতম বৃহৎ আকারের মরুভূমি হল সাহারা মরুভূমি।
সাহারা মরুভূমির আয়তন এবং তাহারা মরুভূমিটি কোথায় অবস্থিত এ সম্পর্কে যত তথ্য রয়েছে তা বিস্তারিত ভাবে আমরা আমাদের পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।
সাহারা মরুভূমি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে এবং সে প্রশ্নের উত্তর আমাদের পোষ্টের মাধ্যমে যথাযথভাবে জানতে পেরে থাকেন এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
ছাড়াও সাহারা মরুভূমির সম্পর্কে আরো কোন কিছু তথ্য জানার থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।
আমাদের পোস্ট রিলেটেড আর কিছু প্রশ্নের উত্তর নিম্নে তুলে ধরা হলো :-
১. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত কোন দেশে?
= আফ্রিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত, দেশের সমন্বয়ে অবস্থিত।
২. পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোথায় অবস্থিত?
= পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো,,
অ্যান্টার্কটিকা,,, যা অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত।
৩. সাহারা মরুভূমির বালির ঝড় কে কি বলে?
= মরুভূমির বালি সমূহ বাতাসের প্রবল বেগে তা উড়তে থাকে। যা দেখতে অনেকটা বাড়ির ঝরের মতো।
সাহারা মরুভূমির বালির ঝড়কে ধুলোর ঝড় অথবা আঁধি বলা হয়।
৪. মরুভূমি বলতে কী বোঝায়?
= বৃষ্টি বিরল, অধিকাংশ ক্ষেত্রে বালি, এবং শুষ্ক অবস্থায় বালি দিয়ে আবৃত অঞ্চল কে মরুভূমি বলা হয়।