সার্ভার কাকে বলে : ইন্টারনেটে অনলাইন ভিত্তিকভাবে বিভিন্ন ধরনের তথ্য জমা রাখা এবং তা যথাসেবা দান করা বা ইত্যাদি কার্যসমূহ করার ক্ষেত্রে সার্ভারের গুরুত্ব অপরিসীম।
যেকোনো তথ্য জমা রাখা এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনরায় ব্যবহার করা বা অন্যান্যদেরকে সেবা প্রদান করার ক্ষেত্রে সারভারের গুরুত্ব ও ভূমিকা রয়েছে।
এজন্য সার্ভার কাকে বলে সাাভার ক্লায়েন্ট কাকে বলে এটা দিয়ে সম্পর্কে জানা প্রয়োজন। উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সার্ভার সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি।
জাতীয় জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে অন্যান্য সার্টিফিকেট ও বিভিন্ন ধরনের নিবন্ধন ইত্যাদি কার্যসমূহ অনলাইনে জমা রাখা এবং নিবন্ধন এর মাধ্যমে পরবর্তীতে প্রয়োজন অনুসারে অনলাইন ভিত্তি হিসেবে গ্রহণের মাধ্যমে বের করার ক্ষেত্রে সার্ভারের গুরুত্ব রয়েছে।
এ সকল কার্যক্রম সার্ভারের উপর নির্ভর করে এবং সার্ভার কর্তৃক ভাবে হয়ে থাকে। সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে জানা প্রয়োজন এবং তা অবগত হওয়ার মাধ্যমে সঠিকভাবে তথ্য রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণ করা যায়।
সার্ভার কাকে বলে? সার্ভার বলতে কি বুঝায়
কম্পিউটারের রিসার্স শেয়ার করাকে সার্ভার বলে।বিভিন্ন ধরনের ব্যবহারকারী ক্লায়েন্ট কিংবা ভোক্তার অনুরোধে সেবা দেয়ার জন্য কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে কার্যক্রম চলমান থাকে তা হল সার্ভার।
বক্তাদের সফটওয়্যার কিংবা হার্ডওয়ার অথবা এবং ডাটা সমূহ পরস্পরকে হার্ডওয়ারের মাধ্যমে সম্পদ ভাগাভাগি করার প্রক্রিয়া বা সুবিধা প্রদানকারী বক্তাদের কাজকে চারবার বলা হয়।
অনলাইন ভিত্তিক যেকোনো কার্যক্রম অব্যাহত রাখার জন্য পাশাপাশি নতুন করে আন্তর্জাতিকরণের মাধ্যমে উত্তোলন করার ক্ষেত্রে যে ইন্টারনেট বা কম্পিউটারাইজ পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে তা হলো সার্ভার।
ক্লায়েন্ট সার্ভার কাকে বলে
কম্পিউটার রিসোর্স যে যন্ত্রটি শেয়ার করে অথবা যে প্রক্রিয়াকরণের মাধ্যমে শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার। এবং যে কম্পিউটার সমূহ এর রিসোর্টসমূহকে শেয়ার করে থাকে সে কম্পিউটার সমূহে ক্লায়েন্ট বলে। তথাপি নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের যে সকল রিসোর্টসমূহ সার্ভারে জমা থাকে সেগুলো কেন্দ্রে থেকে যায়।
ফলে যে কোন ইউজার চাইলে এ সার্ভারটি লগইন করতে পারে এবং নিরাপত্তার পলিসি মেনে নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারে।
যে কম্পিউটার রিসাের্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসাের্স শেয়ার করে তারা হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কের সমস্ত রিসাের্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে যায়। সব ইউজার একই সার্ভারে লগ-ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত হয়।Sep 2, 2020
সার্ভার কত প্রকার
সাধারণভাবে সার্ভার বিভিন্ন ধরনের হয়ে থাকে।
সেগুলোর মধ্যে রয়েছে –
ওয়েব সার্ভার,,,,,,
মেইল সার্ভার,,,,,
এফ টি পি সার্ভার,,,,,,,
আইডেন্টিটি সার্ভার,,,
ইত্যাদি।
ওয়েব সার্ভার:-
বিভিন্ন ধরনের অডিও, ভিডিও,কনটেন্ট ইত্যাদি যে প্রক্রিয়া বাজে সার্ভারের উপকৃত বা কার্যের জন্য দেখতে পাওয়া যায় সে সার্ভার এটি হলো ওয়েব সার্ভার।
মেইল সার্ভার:-
যে সার্ভার ইমেইল আদান-প্রদান এবং ইমেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রেরণ করা হয়েছে সে সার্ভারটি হলো ইমেইল সার্ভার। ক্ষেত্রে বিশেষ পাওয়ারফুল টোল ব্যবহার করার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে একাধিক জনকে বিভিন্নভাবে ইমেইল আগান প্রদান করা যায়।
ডিজিটাল মার্কেটিং সহ আরো অন্যান্য বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ে এ টুলটি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে তথ্য বা ইমেইল আজান প্রদান করা যায়।
এফ টি পি সার্ভার:- বিভিন্ন ধরনের কোম্পানিদের কাছ থেকে যে ব্রডব্যান্ড ব্যবহার করার মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশন নেই তা হলো এফ টি পি সার্ভার।
এটি ব্যবহার করার মাধ্যমে ট্রান্সফারের জন্য শুধুমাত্র ব্যবহার হয়ে এ এমন নয় বরং এ সার্ভারটি ব্যবহার করে বড় বড় ফাইল ট্রান্সফার এবং অন্যান্য ধরনের মুভি এবং গেমসমূহ দ্রুত ডাউনলোড করা যায়।
আইডেন্টিটি সার্ভার:
অধিকাংশের ক্ষেত্রে এ সার্ভারটি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আইডেন্টিটি বা অন্যান্য প্রয়োজনীয় তথাপি জমা রাখা যায়।
বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড হয়েছে সেটি সার্ভারে আছে এবং ওই জায়গা থেকে যেকোনো সময় আইডেন্টিটি সম্পর্কিত যে কোন তথ্য জমা রাখা যায়। এভাবে বিভিন্ন ধরনের সার্ভার কি বিভিন্নভাবে মানুষের সেবায় কাজে লাগানো হয় এবং ব্যবহার করা হয়ে থাকে।
সার্ভার ডাউন মানে কি
সাধারণভাবে কোন একটি সার্ভার কোন সার্ভারের দায়িত্বপ্রাপ্ত একজন গ্রাহক অথবা আর্কিটেকচারের সার্ভিস দেওয়া হয়। এক্ষেত্রে কোন সার্ভার যদি কাজ করতে ব্যর্থ হয় বা
কাজ করতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখন একে চারবার ক্রাশ অথবা সার্ভার ডাউন বলা হয়। ফলে ব্যবহারকারী সার্ভারেযুক্ত বিভিন্ন ধরনের এক্সেস সমূহ আর পায়না ফলে একে সার্ভার ডাউন বলা হয়ে থাকে।
এমন সময় এরূপ বার্তা দেখা দেয় যে,
→S not found,,,,
Or,,
→Server is not working.
সার্ভার সমস্যা | সার্ভার সমস্যা কি
ইন্টারনেটের কোন কারনে বা কোন ত্রুটিজনিত কারণে চারবার ঠিকমতো কাজ করতে না পারে বা সার্ভারের সাইট থেকে সঠিকভাবে তথ্য সেবা দিতে না পারে তাহলে সেই সমস্যা হল সার্ভার সমস্যা।
বারবার এর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে –
ওয়েব সার্ভার সফ্টওয়্যারের সমস্যা,,,,,
সার্ভারের সেটিংস ভুল কনফিগার তৈরি করা,,,,,
সার্ভারে চলমান কোড বা স্ক্রিপ্টগুলির সমস্যা,,,,ইত্যাদি।
এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সার্ভার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করেছি।
আশা করি উক্ত পোস্টে পড়ার মাধ্যমে আপনারা যদি সার্ভার সম্পর্কে কোন তথ্য জানতে চান অথবা জানতে চেয়ে থাকেন তা আমাদের পোস্টের মাধ্যমে যথাযথভাবে জানতে পারবেন।