স্বাস্থ্য ও যত্ন

সর্দির সাথে রক্ত আসার কারণ ও প্রতিকার

সর্দির সাথে রক্ত আসার কারণ ও প্রতিকার: সুপ্রিয় পাঠবৃন্দ আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড সর্দির সাথে রক্ত জমাট আসার কারণ ও প্রতিকার সম্পর্কিত উক্ত পোস্টে  আপনাদেরকে স্বাগতম। 

উক্ত পোস্টে আমরা আপনাদেরকে সর্দির সাথে জমাট রক্ত আসার কারণ ও প্রতিকার,, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ,, সর্দির সাথে জমাট রক্ত আসার চিকিৎসা,, ইত্যাদি বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

বর্তমান সময়ের ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সর্দি হচ্ছে।  তবে সর্দির সাথে জমাট রক্ত আসা বিপজ্জনক।  এজন্য সর্দির সাথে রক্ত আসার কারণ, প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। এছাড়াও এ সম্পর্কে জানার মাধ্যমে সতর্ক হওয়া এবং ঔষধ সেবন করার প্রয়োজনীয়তা রয়েছে। 

সর্দির সাথে জমাট রক্ত আসার কারণ ও প্রতিরোধ

সর্দির  সাথে রক্ত জমাট আসার বিভিন্ন কারণ হতে পারে।  বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সর্দি হলে নাক দিয়ে রক্ত জমাট আসে। 

সর্দির সাথে জমাট রক্ত আসার কারণসমূহ নিম্নে উল্লেখ করা হলো:-  

→ নাকে আঘাতজনিত সমস্যা,,,

→ নাকের অপারেশনজনিত সমস্যা,,,, 

→  নাকে সর্দি বা সাইনোসাইটিস হলে,,,

→ নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন,,, 

যেমন:-

এট্রফিক রাইনাইটিস,,,রাইনসপোরিডিওসিস,, ইত্যাদি 

→নাকের ভেতর টিউমার হলে,,

→ নাকের মাঝের হাড় অতিরিক্ত বাঁকা হলে,,,

→ নাকের মাঝের  পর্দায় ছিদ্র ইত্যাদি।

→ এসপিরিস/ওয়ারফেরিন জাতীয় ঔষধ,,, 

→উচ্চরক্তচাপ,,,

→ রক্তনালির কিছু জন্মগত ত্রুটি থাকলে,,,

→মাসিকের সময় এবং গর্ভাবস্থায়,,,

→জন্ডিস বা লিভারের প্রদাহ,,,

→ লিভার সিরোসিস,,, 

→ রক্তের বিভিন্ন  রোগ,,, 

যেমন:-

এপ্লাস্টিক অ্যানমিয়া,,

হিমোফিলিয়া,,,

থ্রম্বোসাইটোপেনিয়া,,,

পারপুরা,,, ইত্যাদি। 

সর্দির সাথে রক্ত জমাট আসার  প্রতিরোধ:-

১. ঊর্ধশ্বাসতন্ত্রের সংক্রমণ হলে অর্থাৎ সর্দি কাশির জন্য তা সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন। যদি নাকের হাড়  বাঁকা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। কেননা সময়মতো এসব জিজ্ঞাসা না করলে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়তে পারে। 

২. বয়স্কদের ক্ষেত্রে তাদের রক্তচাপকে মাপার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ঔষধ সেবন করান। এছাড়াও অনিয়ন্ত্রিত যে সকল রক্তচাপ রয়েছে তার কারণে নাক দিয়ে রক্ত পড়ার একটি অন্যতম কারণ রয়েছে।  এজন্য আগে থেকে ব্লাড প্রেসার চেক করে নিন। 

৩. বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। বাচ্চাদের যদি ঘন ঘন এক নাকি দুর্গন্ধযুক্ত সর্দি হয় সে ক্ষেত্রে এর সঙ্গে রক্ত গেলে সর্তকতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যদি কোন ঔষধে ভালো না হয় সে ক্ষেত্রে বাচ্চা সবার অলক্ষে নাকি কিছু প্রবেশ করিয়েছে হয়তো। 

৪. অনেকে রয়েছে যাদের নাকের ভিতরটা শুকিয়ে যায় অথবা ময়লা জমে তাদের ক্ষেত্রে খোঁচাখুঁচি না করে তিন চার বার নর্থল ড্রপ কিংবা পাঁচ ফোটা করে উভয় না খেয়ে ছিদ্রে প্রবেশ করান। এছাড়াও ভেসেলিন ব্যবহার করে নাক আদ্র রাখতে পারেন। 

৫. হৃদরোগ কিংবা স্টকে আক্রান্ত রোগীদের রক্তে তরলীকরণের ঔষধ সমূহ খাওয়ানো হয়। এক্ষেত্রে তাদের নাক দিয়ে যদি রক্ত আসে তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে। 

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ

বিশেষজ্ঞের মতামত অনুযায়ী নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে তা হতে পারে।  নাক দিয়ে রক্ত পড়লে যে সকল রোগের লক্ষণ হতে পারে সেগুলো নিম্নরূপ :-

১. নাকের মাঝখানে অবস্থিত পর্দায় ছিদ্র থাকলে,,, 

২. নাকের মাঝে অবস্থিত যে হা রয়েছে সেটি যদি বাঁকা থাকে,,, 

৩. যদি কারো নাকের ভিতরে টিউমার হয়,,, 

৪. নাকের ভিতর বিভিন্ন ধরনের ইনফেকশন,, যেমন :- রাইনসপোরিডিওসিস,, এট্রফিক রাইনাইটিস,,,

৫. নাকের ভিতরে সাইনোসাইটিস কিংবা সর্দি থাকলে,,, 

৬. নাকের অপারেশন জনিত বিভিন্ন সমস্যা হলে। 

সর্দির সাথে রক্ত আসার কারণ ও প্রতিকার
সর্দির সাথে রক্ত আসার কারণ ও প্রতিকার

সর্দির সাথে জমাট রক্ত আসার চিকিৎসা

সর্দির সাথে জমাট রক্ত আসার চিকিৎসা নিম্নে তুলে ধরা হলো :-

নাক দিয়ে রক্ত কি কারনে পড়ছে প্রথমে সেটি নির্ণয় করতে হবে। তারপর ডাক্তারের চিকিৎসা নিতে হবে। কিরে সামনের দিক থেকে যদি প্রচুর রক্তপাত হয় তাহলে খুব দ্রুত তা বন্ধ করা সম্ভব হলেও ভেতরের দিক থেকে রক্তপাত হলে সেটি বন্ধ করা অনেক কঠিন হয়ে যায়। এছাড়াও কোন কোন ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা, এন্ডোসকপ,  নাকের সিটিস্ক্যা,  নাকের এক্স রে  করার দরকার পড়ে। 

এজন্য নাকে যে কোন সমস্যা হলে কিংবা নাক দিয়ে রক্ত আসে যত সম্ভব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে  সর্দির সাথে জমাট রক্ত আসার কারণ ও প্রতিকার,, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ,, সর্দির সাথে জমাট রক্ত আসার চিকিৎসা,, ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা নাকের সর্দির সাথে রক্ত বের হয়ে আসার কারণসমূহ সম্পর্কে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button