সমাজের কিছু বাস্তব কথা। সুশীল সমাজ নিয়ে উক্তি ও বাস্তবতা

সমাজের কিছু বাস্তব কথা: আমাদের বর্তমান সমাজে ভালো মানুষের কোনো সম্মান নেই অর্থ দেখে সম্মান প্রাপ্ত হয়ে থাকে। আজকে এই পোস্টটির মাধ্যমে সমাজের কিছু বাস্তব কথা? তুলে ধরব তাই পোস্টটি শেষ অবদি পড়তে থাকুন। 

চরম বাস্তব কিছু তেতো কথা

প্রতি রাতে আমি ঘুম ফেলে অনেক সময় নিয়ে অনেক কিছু ভাবি। আর দিনে ভাবি কেন যে আমি রাতে এসব ভাবি!!! যখন খুব ছোট ছিলাম বাসার দেওয়ালে আঁকি-বুকিঁ করলে,মা বলতেন, ‘দেয়ালে এমন ভাবে লেখা নিষেধ!’ এখন তুমি বলো, তোমার

ফেসবুক ওয়ালে লেখা বারণ। কেন? তুমি কার মা?

— আগে যোগাযোগ ভালো ভাবে না থাকার কারণে অনেক ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যেত, আর এখন বেশি যোগাযোগ থাকার কারণে সম্পর্ক নষ্ট হয়।

— ‘আমি’ পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি খাঁটি+ফরমালিন দেওয়া এইটা ভুল।

— দুনিয়ার কোনো ছেলেকে‘ভাল্লাগে না’ সিন্ড্রোমে আক্রান্ত!

— সবাই যখন ‘শুভ জন্মদিন’ বলে উল্লাস দেই, তখন যার জন্মদিন সেই সময় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কী করা উচিত?

— ছাত্রজীবনে আমাদের ক্যারিয়ার গঠনের জন্য পড়াশোনা করলেও শেষ পর্যন্ত এমন কারো প্রেমে  পড়ে হাবুডুবু খেতে থাকি।

— প্রকৃত জ্ঞানের কথা গুলো এখন শুধু টি–শার্ট আর বই-পুস্তকেই সীমাবদ্ধ।

— ঝগড়ার সময় সহজে কিছু মেনে নেওয়া দুর্বল

স্মৃতিশক্তির লক্ষণ হয়ে থাকে। টমেটো হলো এমন একটি সবজি, এই তথ্য হলো জ্ঞান। আর টমেটোকে দিয়ে সালাদ বানাতে পারা হলো  প্রজ্ঞা।আমাদের জ্ঞান আছে কিন্তু নেই প্রজ্ঞা, তাই সবার শেষে পড়ে থাকি।

— যখন আপনার সামনে হাতিয়ার হিসেবে হাতুড়ি ছাড়া অন্য কিছুই থাকবে না সেসময় দুনিয়ার সব সমস্যাকে দূর করতে পেরেক হিসেবে চিন্তা করে বাড়ি মারুতে থাকুন।

সমাজের কিছু বাস্তব কথা

বর্তমান সময়ে সমাজের চলাটা খুবই কঠিন। কেননা বর্তমানে সমাজের ভালো গুণী মানুষদের কোন মূল্য দেই না কেউ, সমাজের মানুষ এখন, গুণীদের কে কোনো মূল্যায়ন করে না, তারা সম্মানের যোগ্য বলে মনেই রাখে না।

সম্মান তো শুধু তারাই পায় যাদের প্রচুর অর্থ আছে। সমাজের মাঝে ভালোভাবে চলতে গেলে দরকার হয় টাকা আর যার সেই টাকা পয়সা নেই, সমাজেও তার কোনো মূল্য নেই।

হোক না সে অনেক ভালো মানুষ, হোক না সে খুব পরোপকারী, হোক না সে অন্যের দুঃখ দেখে নিজেও দুঃখ পায়। বাস্তবতা হলো আপনি যার জন্য কাঁদবেন সে আপনাকে নিয়ে সবার কাছে হাসাহাসি করবে।

আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন আপনার পরিশ্রম অন্যের কাছে ভালো লাগবে না প্রতি সময় আপনার পিছে লেগে থাকবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে।

সমাজে ঐ সকল মানুষের কাছ থেকে দূরে থাকুন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে নিজের সাফল্যের রাস্তায় বাধা তৈরি করে থাকে। সুন্দর জীবন যাপন করতে হলে নিজের রাস্তায় নিজেকেই হাঁটতে শিখতে হবে।

জীবনের নিজের পায়ে দাঁড়ানোর জন্য অবশ্যই পরিশোধ নিতে হয়। আপনার পরিশ্রম আপনাকে এক সময় নিয়ে যাবে আপনার সাফল্যের মুল লক্ষে। 

সমাজের কিছু বাস্তব কথা। সুশীল সমাজ নিয়ে উক্তি ও বাস্তবতা

সমাজের বাস্তব চিত্র নিয়ে উক্তি

১। জীবনের কিছু সময় এমন মূহুর্ত আসে, যখন আমাদের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

২। জীবন তোমাকে হেরে যাওয়ার হাজার কারণ দেখাবে, তুমি মনকে শক্ত করে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে জয়ী হও।

৩। কেউ কখনোই একদম ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখার চেষ্টা করে না।

৪। বাস্তবতা আসলে কি? বাস্তব হলো আপনি যার জন্য কাঁদবেন সেই মানুষটাই আপনার গল্প অন্যকে বলে হাসাহাসি করবে।

৫। আমাদের বর্তমান সমাজটা এমন যে, বেশির ভাগ শাস্তিই আমাদের বিনা কারনে পেতে হয় ।

হুমায়ূন আহমেদ

সুশীল সমাজ নিয়ে উক্তি

আমাদের সুশীল সমাজ ব্যবস্থা গুলো এমন হাস্যকর হয়ে গিয়েছে যে, দেখা যায় অনেক গরিবের ঘরের গেটে লেখা থাকে সু স্বাগতম! 

আরে ভাই অর্থের দিক থেকে সবসময় গরিব থাকুন কিন্তু মন থেকে অন্তত ধনী থাকতে শিখুন। হে সুশীল সমাজ! মনে রেখো পাখি জীবন্ত অবস্থায় থাকে পিপড়ে কে খেয়ে নিতে পারে ঠিকই। কিন্তু আবার পাখি মৃত্যুবরণ করলে এই পিঁপড়ে পাখিকে খেয়ে ফেলে। 

সাবধান হও কারণঃ  সময় ও পরিস্থিতি যেকোনো সময় পাল্টাতে পারে। আজকে যদি তোমার সুসময় থাকে,  কালকে এমন নাও থাকতে পারে। আজকে আমার খারাপ সময় অতিবাহিত হচ্ছে,  কিন্তু চিরকাল দুঃখ কষ্ট মানুষের জীবনে নাও থাকতে পারে।

আজকে এই পোস্টটির মাধ্যমে সমাজের কিছু বাস্তব কথা? সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারলেন, আপনি যদি এ বিষয় গুলোর মাধ্যমে একটু হলেও উপকৃত হন, তবে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment