ক্যাপশনশুভেচ্ছাস্ট্যাটাস

সন্তান নিয়ে ইসলামিক উক্তি, কথা ও ফেসবুক স্ট্যাটাস

সন্তান নিয়ে ইসলামিক : বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক উক্তি কথা বা facebook স্ট্যাটাস দেয়ার জন্য সন্তানদের নিয়ে কিছু উক্তি জানার প্রয়োজনীয়তা রয়েছে।

এজন্য উক্ত পোস্টের মাধ্যমে আমরা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি, কথা এবং ফেসবুক স্ট্যাটাস পাশাপাশি ইসলামিক উক্তি আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। 

সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি বা স্ট্যাটাস রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সুন্দর ও পরিমার্জিত স্ট্যাটাস গুলো বেশি মূল্যায়ন বা ভালো লাগার মত উক্তি।

এজন্য উক্তি লেখার ক্ষেত্রে অথবা প্রদর্শন করার ক্ষেত্রে অর্থবোধক উক্তির মার্জতা রয়েছে। পাশাপাশি বিভিন্ন উক্তি সম্পর্কে জেনে বা যাচাই করে নিজে নতুন কোন উক্তি লেখা যায় বা তা স্ট্যাটাসে লেখা যায়। 

আরো পড়ুন: সম্পর্ক নিয়ে কিছু কথা, উক্তি।

সন্তান নিয়ে উক্তি

সন্তান নিয়ে উক্তি :-

১. বয়স্ক এবং উপযুক্ত সন্তানকে বশ করার মতো  জয় জগতে  আর নাই।

২. মানব জীবনের দুর্যোগময় মুহূর্তে সবচেয়ে বেশি আপন হলো নিজের হাত-পা এবং সন্তান। 

৩. কখনো  কোনো বাবা-মা তাদের সন্তানদেরকে কুৎসিত মনে করেন না। 

৪. অশিক্ষিত বা খারাপ সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। 

৫. মানুষ কখনো চিরদিনের বিদায় নেয় না,  বরং তারা তাদের সন্তানের মধ্যে বেঁচে থাকে বহুদিন। 

৬. বয়স্ক ছেলেমেয়েদের সাথে তাদের পিতা-মাতার সম্পর্ক অন্যরূপ ধারণ করে। তখন  সন্তান তাদের পিতা মাতার বন্ধু নয়, খাতক নয়, উপরওয়ালা ও নয়। বরং এমন এক মন মানসিকতা তৈরি হয় যা শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে। 

সন্তান নিয়ে ইসলামিক উক্তি কিছু কথা ফেসবুক স্ট্যাটাস

সন্তান নিয়ে ফেসবুক স্ট্যাটাস

১. একটি সন্তান তাদের বাবা-মায়ের জন্য চমৎকার খেলনা সরুপ।  কেননা খেলনা যখন হাসে তখন তাদের বাবা-মাও হাসে। আবার খেলনা যদি কাঁদে তাহলে বাবাও মায়ের অন্ধকারে ছায়া দেখা যায়। 

২. সন্তানদের উপদেশ দেয়ার ক্ষেত্রে প্রথমে সন্তানের মনের ইচ্ছাটা জেনে নিন বা খোঁজে বের করুন। পরবর্তীতে তাকে উপদেশ দিন। যাতে করে যথা ভাবে জীবন পরিচালনা করতে পারে। 

৩. প্রতিটি বাবা-মায়ের জীবনে ছোটবেলার পর প্রাপ্তবয়স্ককে প্রথম খেলনা হিসেবে চমৎকার ও সুদর্শন জীবন্তো খেলনা হল তাদের প্রথম সন্তান। 

৪. প্রতিটি নারীর কাছে সন্তান প্রসব এক তৃপ্তিদায়কও আনন্দময়  শান্তি।

৫. প্রতিটি সন্তানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো বাবা-মায়ের আদেশ মেনে চলা। 

৬. প্রতিটি সন্তান তার নামে পরিচিত হবে, সে যার শয্যায় ভূমিষ্ঠ হয়েছে। 

আরো পড়ুন: অহংকার নিয়ে উক্তি

কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস

১. কন্যা সন্তান ছাড়া প্রতিটি ঘর অপূর্ণ এবং নক্ষত্রহীন। 

২. কন্যা সন্তান পরিবারের বোঝা নয় বরং তারা বংশের উজ্জ্বল আলো ও নক্ষত্র। 

৩. মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ ও অন্যতম রহমত হল কন্যা সন্তান। 

৪. কন্যা সন্তান হলে মহান আল্লাহর দান। এবং কন্যা  সন্তান হোক যা প্রতিটি বিশ্বের ঘরে ঘরে। 

৫. প্রতিটি ঘর সৌভাগ্যে পরিপূর্ণ। যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে। 

৬. কন্যা সন্তান তাদের পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসে। 

৭. কন্যা সন্তান পৃথিবীতে তিনটি পুরস্কার নিয়ে আসে। এবং তাদের বাবা মার জন্য সেটি সৌভাগ্যের। 

৮.  নিঃসন্দেহে মহান আল্লাহতালার পক্ষ থেকে কন্যা সন্তান বাবাদের জন্য বিশেষ উপহার।

সন্তান নিয়ে স্ট্যাটাস

১. বাবা হতে পারাটা গর্বের বিষয়, তবে সফল ও আদর্শ মান সন্তানের বাবা হওয়া আরো গর্বের। 

২. সন্তান হলো এমন জিনিস যা আমরা সময়ের কাছে প্রেরণ করি, তবে সে সময়টা আমরা দেখতে পাবো না। 

৩. প্রতিটি মানুষ তাদের সন্তানের মুখ চেয়ে হাজার বছর বেঁচে থাকার উচ্ছ্বাস পায়।

৪. একজন আদর্শ মা ই পারে একজন আদর্শ জাতিস্বরূপ তার সন্তানকে তৈরি করতে। 

৫. সারাদিনের সকল ক্লান্তি বাসায় ফিরে সন্ধ্যায় সন্তানের মুখে চেয়ে নিমিষে দূর হয়ে যায়। 

৬. চারজন খারাপ সন্তান থাকার চেয়ে একজন ভালো সন্তান থাকা যথেষ্ট। 

৭. প্রতিটি মা-বাবা তাদের সন্তানদের ছোটকালে যেভাবে আদর যত্নে লালিত করে, প্রতিটি সন্তানের উচিত বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদেরকে ঠিক তেমন সেবা প্রদান করা। 

সন্তানকে নিয়ে কিছু কথা

১. আমার সন্তানরা হলো আমার ব্যাংক।  যাদের লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার সঞ্চয় অবহিত করছি।  তবে ব্যাংক থেকে যেমন লাভজনক কিছু অর্থ আসে,  ঠিক তেমনি আমার সন্তান নামক ব্যাংক থেকে তাদের সফলতা আসবে। যা হবে আমার সফলতা । 

২. আমি চাই আমার যার সন্তান এমন পৃথিবীতে বসবাস করুক, যেখানে কেউ তাদের গায়ের রং দ্বারা বিচার করবে না বরং বিচার করবে তাদের বিষয়বস্তু বা চরিত্র দ্বারা। 

৩. একশত মূর্খ সন্তান থাকার তুলনায় একজন গুণী সন্তান থাকা অনেক ভালো। 

৪. একটি চাঁদ যে পরিমাণ অন্ধকার দূর করতে পারে, একজন সফল সন্ধান ঠিক সে পরিমাণ তারার ন্যায়  আলো বিচরণ করতে পারে। 

৫. দৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে বড় ও মূল্যবান উপহার হল একজন গুনী ও সদা সত্যবান সন্তান 

আরো পড়ুন: পুরুষ নিয়ে উক্তি

সন্তান নিয়ে ক্যাপশন

১. আগামীর সুন্দর দিনের জন্য আমাদের সন্তান, যাদের জন্য বর্তমানকে ত্যাগ করতে হবে।

২. কিভাবে নতুন করে চিন্তা করতে হয় এবং চিন্তা করবে সে বিষয় সন্তানদের শিখানো উচিত, তবে কি চিন্তা করবে সেটা তার বিষয়। 

৩. প্রতিটি সন্তান  সবচেয়ে বেশি শিক্ষা তাদের পরিবার থেকে এবং তাদের পিতামাতাকে দেখে শেখে। 

৪.সন্তানদের জীবনকে সহজ করে দেওয়া মানে হল তাদের চলার পথকে আরো বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 

৫. প্রতিটি সন্তান তাদের পিতা-মাতার জীবনকে অবশ্যই গুরুত্বপূর্ণ করে তুলবে। 

৬. আপনার সন্তানকে যথাযথভাবে তৈরি করুন, কেননা তারাই সেই মূল্যবান সম্পদ, যাদের দ্বারা পরবর্তী প্রজন্ম পর্যন্ত আপনি টিকে থাকবেন। 

৭. একজন পিতা মাতার দেয়া সবচেয়ে বড় উপহার হল তাদের সন্তানদের দায়িত্বের শেকড় ও স্বাধীনতার ডানা। 

৮. মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়ার দায়িত্ব বাবা মায়ের। খরচ জগতে সহায়তা করবে সরকার। মেয়ে শিক্ষিত হলে, জাতি শিক্ষিত হবে। শিক্ষিত মেয়ে বোঝা নয়, দেশের সম্পদ। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সন্তান নিয়ে লেখা বিভিন্ন উক্তি আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে যারা সন্তানদের নিয়ে ইসলামিক বিভিন্ন উক্তি বা অন্যান্য স্ট্যাটাস সম্পর্কে জানতে চান অথবা জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button