শিক্ষনীয় বাস্তব গল্প ২০২৪
আজকে এই পোস্টটির মাধ্যমে শিক্ষনীয় বাস্তব গল্প? সে সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তবে অবশ্যই শেষ পযন্ত পড়তে থাকুন।
শিক্ষনীয় বাস্তব গল্প
একজন মহিলার এক পোষা বেঁজি ছিল। বেঁজিটি খুবই বিশ্বস্ত ছিলো। একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির নির্দিষ্ট স্থানে রেখে বাইরে গেল।
মহিলাটি বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পর একটি কিং কোবরা সাপ বাড়িতে ঢুকতে দেখলো। শিশুটি সাপ দেখে অনেক ভয়ে কাঁদতে শুরু করলো।বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়ে যুদ্ধ শুরু করলো।
অনেকক্ষন লড়ায়ের পর সাপটি মারা গেল। বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাড়ির সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে থাকলো । যখন মহিলাটি বাড়িতে আসে তখন বেঁজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল।
মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো উনার শিশুকে কামড়েছে।তিনি হাতের সামনে জলের পাত্র দিয়ে আঘাত করে পোষা বেঁজিটিকে মেরে ফেললেন ।কিন্তু তিনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন, শিশুটির পাঁশে এক মৃত কিং কোবরা সাপ রয়েছে।
তখন তিনি নিজের করা ভুলটি বুঝতে পারলেন।কিন্তু ততক্ষনে আর কিছুই করার ছিলো না।মৃত বেঁজিটির জন্য চোখের জল ফেলা ছাড়া তার কিছুই করার ছিল না।
কিছু বাস্তব সত্য কথা
আপনার যদি টাকা এবং ক্ষমতা থাকে, তাইলে হাজারো মানুষ আপনার সাথে মিল রাখবে।তোমার পেকেটে যদি টাকা না থাকলে তাইলে কেউ কখনো খুঁজেও দেখবে না।
জীবনে সত্যের মধ্যে একটি হলো মানুষ মানুষের ভালো কখনোই চায়না।মানুষ চাইবে না জীবনে আপনি কোনো ভালো কিছু করুন, ভালো কিছু করে আপনার নিজের জীবনকে উন্নত করুন।
বাস্তব কথা নিয়ে স্ট্যাটাস
একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেক জন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না।ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, তবে যে ঘুমের ভান করে থাকে সেই মানুষকে জানানো সম্ভব হয় না!
নিজের বিবেক কে বড় ভাবলে শত্রু তৈরি হবে, আর যদি হৃদয়কে বড় করো তাহলে বন্ধু বৃদ্ধি পাবে।হটাত করে ধনী হয়ে উঠা মানুষ গুলোর বাড়িতে ভুল করেও যাবেন না।
বাড়ির প্রতি টা জিনিসের দাম শোনাতে থাকবে। তবে কোনো জ্ঞানী মানুষ কখনো কারো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয়ে থাকে না।সেই সর্বোত্তম যে এক চোখ দিয়ে নিজের অন্যায় দেখে ও আরেক চোখ দিয়ে অন্যের গুণ দেখে থাকে।
জীবনের কিছু বাস্তব কথা
স্তব্দ রাত গুলো আজ হাসিতে ভর্তি থাকতো, কিন্তু আজকে নীরবতায় পূর্ণ থাকে সব সময়। ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু সব সময় তাকে কাঁদাবে। সমস্ত মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, আবার কেউ লুকিয়ে রাখে।
কষ্টের কিছু বাস্তব কথা
কাউকে এতটা কষ্ট এমন ভাবে দিয়ো না যে কষ্টে সে সিজদায় বসেও কান্না করে। ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিয়ো না।
তার চোখের প্রতি ফোঁটা অশ্রু আপনার চলার পথকে কঠিন করে দিবে একদিন। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।
সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে।লক্ষে এগিয়ে যাও এক দিন তুমি ঠিকই সফল হবে।আর অপেক্ষাটা তো সুধু সময়ের।ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি। অতিরিক্ত সমালোচনা করবেন না, অনেক বেশি সমালোচনা ঘৃণা ও খারাপ চরিএে এগিয়ে নিয়ে যায়।
তুমি পাহাড়ের চূড়ার মত হয়ো না। কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
আজকে এই পোস্টটির মাধ্যমে শিক্ষনীয় বাস্তব গল্প? এ সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার সাথেই শেয়ার করুন।