আজকে এই পোস্টটির মাধ্যমে রোমান্টিক কবিতা? সে সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আপনি যদি সে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তবে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
রোমান্টিক কবিতা
তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা।তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়।তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়।তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি আঁকি।তুমি আমার মনের মাঝের মিষ্টি কোকিল পাখি।
ঘর সাজাবো আলো দিয়ে,মন সাজাবো প্রেম দিয়ে।চোখ সাজাবো স্বপ্ন দিয়ে আর তোমায় সাজাবো,,,শুধু আমার ভালোবাসা দিয়ে।ভুলিনিত আমি তোমার মুখের হাসি,আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।আসো আবার পাশে,,,হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।
কবিতা আবৃত্তি 2024
২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে একটি গানের কবিতা কথা- মোঃ এনাম উল ইসলাম
যে ভাষাতে সহজ করে কথা বলতে শিখেছি—সেইতো আমার প্রাণের ভাষা সেইতো আমার মায়ের ভাষা বুক ভরে নিঃশ্বাসে।।এই ভাষাতে লিখন লিখি কাব্যের আয়োজন।ঝরে আনন্দ বিশ্বাসে।।
যে ভাষা আজ হৃদয় জুড়ে বিশ্বে পেল ঠাঁই,এই ভাষাই মায়ের বুলি আর কি বল চাই।মাতৃ ভাষাই মায়ের বানী – জন্ম হতেই তাই জানিথাকি কাছে কি নির্বাসে।২১ শে ফেব্রুয়ারী লেখকঃ ইমাম হোসেন
দিয়েছি রক্ত, এনেছি ভাষা,২১শে ফেব্রুয়ারী হায়েনার দল, ঝাঁপিয়ে পড়লো ভাষার উপরে,শহীদ হলেন রফিক, জব্বর প্রাণ দিলেন অকাতরে।বিনিময় সেদিন ফেলাম ফিরে,মায়ের মুখের বুলি২১শে ফেব্রুয়ারী। তোমরা হলে জাতির গৌরবউজ্জ্বল তারকা।হ্নদয়ে থাকবে চিরকাল কখনো ভুলবোনা
কবিতা ২মাতৃভাষা মাতৃভাষা, তুমি আমার প্রাণ।তোমার জন্য আমি প্রাণ দিতে পারি।তোমার জন্য আমি লড়াই করতে পারি।তুমি আমার চেতনার বাহন।তুমি আমার জ্ঞানের উৎস।তুমি আমার সংস্কৃতির ধারক।তুমি আমার আত্মার প্রকাশ।তুমি আমার অস্তিত্বের প্রমাণ।তুমি আমার পরিচয়।
কবিতা ৩ভাষার অধিকার ভাষা মানুষের মৌলিক অধিকার।ভাষার অধিকার ছাড়া,মানুষের অস্তিত্ব অসম্পূর্ণ।ভাষার অধিকারের জন্য,মানুষকে লড়াই করতে হয়।ভাষার অধিকারের জন্য,মানুষকে প্রাণ দিতে হয়।বাংলা ভাষার অধিকারের জন্য,বাঙালি জাতি লড়াই করেছে।বাংলা ভাষার অধিকারের জন্য,বাঙালি জাতি প্রাণ দিয়েছে।
কবিতা ৪ভাষার শক্তি ভাষার শক্তি অপরিসীম। ভাষার শক্তি দিয়ে,মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে।ভাষার শক্তি দিয়ে,মানুষ যুদ্ধ জিততে পারে।ভাষার শক্তি দিয়ে,মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে।বাংলা ভাষার শক্তি দিয়ে,বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে।বাংলা ভাষার শক্তি দিয়ে,বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণাওরা গুলিতে এদেশের প্রাণে দেশের দাবী করেওদের ঘৃণ্য পদাঘাত সারা বাংলার বুকেওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।তুমি আজ জাগো তুমি জাগো একুশে ফেব্রুয়ারিসেই জালিমের কারাগারে মরে বীর ছেলে ও নারী
আজকে এই পোস্টটির মাধ্যমে রোমান্টিক কবিতা? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার মাঝে শেয়ার করুন।