রক্ত কি? রক্তের উপাদান ও কাজ

সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড রক্ত সম্পর্কিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রক্ত কি, রক্তের উপাদান এবং রক্তের কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য এবং মানুষের দেহে যে তরল পদার্থটি প্রভাবিত হওয়ার মাধ্যমে মানুষ বেঁচে থাকে তা হল রক্ত। সাধারণত হৃদপিন্ডের মাধ্যমে মানবদেহে রক্ত উৎপাদিত এবং পরিচিত হওয়ার মাধ্যমে সারা শরীরে প্রবেশ করে।

এজন্য একজন জীববিজ্ঞান জানা শিক্ষার্থীর ক্ষেত্রে নিজেদের শরীরের অত্যাবশকীয় উপাদান সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। 

রক্ত কি

রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে । রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেক্ট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, O,, ইমিউন কোষ ইত্যাদি বহন করে

এর pH মাত্রা ৭.৩৫-৭.৪৫ (গড়ে ৭.৪০) এবং তাপমাত্রা ৩৬-৩৮° সেলসিয়াস । রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, প্রায় ১.০৬৫। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা । সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহের সবখানে সঞ্চালিত হয় ।

রক্ত কি রক্তের উপাদান ও কাজ
রক্ত কি রক্তের উপাদান ও কাজ

রক্তের উপাদান

রক্তের উপাদান (Components of Blood):- টেস্টটিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরালে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে ।

উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% অংশের স্তরটি তা রক্তরস বা প্লাজমা (plasma) এবং নিচের গাঢ়তর বাকি ৪৫% অংশ রক্তকণিকা (blood corpuscles)। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান থাকে । লোহিত কণিকার আধিক্যের কারণে রক্ত তা দেখায় ।

রক্ত কি রক্তের উপাদান ও কাজ (2)
রক্ত কি রক্তের উপাদান ও কাজ (2)

রক্তের কাজ

রক্তরসের কাজসমূহ নিম্ম রূপ:-

১) সাধারণত শরীরের তারল্যতা রক্ষা করে রক্ত। এছাড়াও মানব শরীরের ভাসমান রক্ত কণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র বহন করে থাকে।

২) সাধারণত পরিপাকের পর যে সকল খাদ্য সার রক্ত রসে দ্রবীভূত হয় সেগুলো দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন অঙ্গে এবং টিস্যুতে বাহিত করে। 

৩)  টিস্যু থেকে নির্গত বর্জ্যপদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায় । 

৫) অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয় । 

৬) সাধারণত লোহিত রক্ত কণিকায় সংবদ্ধ হওয়ার পূর্বে অক্সিজেন সমূহ প্রথমে রক্ত রসে দ্রবীভূত হয়ে থাকে। 

 ৭)  এছাড়াও রক্তরসের মাধ্যমকে ব্যবহার করে লিপিড, কেন এনজাইম, হরমোনসহ ইত্যাদি বিভিন্ন অঙ্গে বাহিত হয়ে থাকে। 

৯ ) মানব দেহে রক্ত জমাট বাঁধার জন্য যে সকল প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেগুলো পরিবহন করে থাকে। 

১০ ) যকৃত, পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপ শক্তিকে সমগ্র দেহে বহন করে দেহে তাপের সমতা রক্ষা করে ।

সুপ্রিয় পাঠক বৃন্দ উক্ত পোস্টে আমরা আপনাদেরকে রক্ত সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন রক্ত কি রক্তের উপাদান এবং রক্তের কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানিয়েছি। 

আশা করি,,  রক্ত সম্পর্কিত যে সকল প্রশ্ন অথবা তথ্য সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তা আমাদের পোস্টের মাধ্যমে যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

Leave a Comment