যাকাত: বৈধ পথে উপার্জনকৃত সম্পদের কিছু পরিমাণ আল্লাহতালার রাস্তায় বা দান করা হলো যাকাত। ব্যাক্তি গন যাকাত প্রদানের ফলে সম্পদ কমে না,,, বরং যাকাত প্রদানের সম্পদের পরিমাণ আল্লাহ তায়ালা বৃদ্ধি করেন।
যাকাত শব্দের অর্থ কি
যাকাত শব্দটির মূলত উৎপত্তিগতভাবে উৎপত্তি লাভ করেছে
“” তাতহির “”শব্দটি থেকে। যার অর্থ হলো পবিত্রতা।
- যাকাত শব্দটির আবেদনের অর্থ হলো মূলত উন্নতি বা বৃদ্ধি সাধন করা।
- ইসলামে নিশা পরিমাণ অর্থের মালিকের ওপর যাকাত ফরজ করা হয়েছে।
- ইসলামী পরিভাষায় শরীয়ত মোতাবেক উপার্জিত সম্পদের মালিককে আল্লাহতালা যাকাত ফরজ করেন।
- যাকাত প্রদানের ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়।
- ইসলামী কুরআন ও সুন্নাহ মোতাবেক যাকাতকে ফরজ বলে ভূষিত করা হয়েছে।
ইসলামে যাকাত কখন থেকে ফরজ হয়
বৈধ পথে উপার্জনকৃত সম্পদের কিছু পরিমাণ আল্লাহতালার রাস্তায় বা দান করা হলো যাকাত।
ব্যাক্তি গন যাকাত প্রদানের ফলে সম্পদ কমে না,,,
বরং যাকাত প্রদানের সম্পদের পরিমাণ আল্লাহ তায়ালা বৃদ্ধি করেন।
মানুষের জমাকৃত বা পঞ্জিভিত অর্থ অথবা গহনার নিছাব পরিমাণ যাকাত প্রদান করতে হয়।
একজন সাবালক এর উপর যাকাত ফরজ নয়। প্রাপ্তবয়স্ক দের উপর যাকাত ফরজ করা হয়েছে।
ইসলামী পরিভাষায় আল্লাহতালা সব সকল মুসলমানদের উপর যাকাত ফরজ করেছেন।
এ সকল মুসলিমগণ নিসাব পরিমাণ অর্থের মালিক,,
সকল নর-নারীর উপর যাকাত ফরজ করা হয়েছে যা তাদের প্রদান করতে হবে।
মৃত্যু যদি নেশা পরিমাণ অর্থের মালিক হয়ে থাকেন এবং চাঁদের হিসাব অনুযায়ী এক বছরের যাকাত প্রদান করতে হয়।
কোন ব্যক্তি যদি যাকাত প্রদানের উপযুক্ত হয় এবং তার কিছু পরিমাণ ঋণ থেকে থাকে তাহলে ওই ব্যক্তিকে ঋণের অংশ বাদে বাকি বাকি অর্ধের বা সম্পদের যাকাত প্রদান করতে হবে।
যদি নিশা পরিমান অর্থের মালিক হয় সত্ত্বেও যাকাত দিয়ে না থাকেন এবং পরবর্তীতে টাকা নষ্ট বা উড়িয়ে ফেলেন তথাপি এ যাকাত তার প্রতি রয়ে যাবে,,

অর্থাৎ ব্যক্তিকে এ যাকাত প্রদান করতে হবে।
ইসলামী পরী ভাষায় এক দিনার সোনার জন্য যাকাত হিসেবে দিতে হয় ৪.২৫ পরিমান গ্রাম।
যা ২০ দিনার সোনার যাকাত হিসেবে ৮৫ গ্রাম যাকাত দিতে হবে।
একইভাবে যাকাত স্বরূপ রুপার যাকাত হল পাঁচ উকিয়া।
কাগজের তৈরি টাকার জন্য গ্রীষ্ম পরিবহন অর্থের মালিক যে ব্যক্তি তাকে যাকাত প্রদান করতে হবে।