মোলার আয়তন কাকে বলে: নির্দিষ্ট একটি এমন পদার্থের ভর এবং সেই পদার্থের কিছু পরিমাণের অণুপাতকে এই মোলার ভর বলা হয়। অর্থাৎ মোলার ভরের এমন সংজ্ঞানুযায়ী, একটি পদার্থের এই ভরকে সেই পদার্থের এমন পরিমাণ দ্বারা ভাগ করাকে বোঝায় তাই এটিকে গ্রাম/মোল (g/mol)এবং এককে প্রকাশ করা হয়।
যেমন হলো, N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস হলো এক একটা গ্যাসীয় পদার্থ। আর এর প্রায় 1 মোল মানে এর গ্রাম-আণবিক এমন ভর প্রায় 28 গ্রাম।
মোলার আয়তন কি
নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে এক মোল এর গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে আবার গ্যাসের মোলার আয়তনও বলা হয়।
সূত্রে n-এর মান গুলো বসালেই লিটার এককে এমন আয়তন V-এর মানে পেয়ে ও যাব। তার মানে হলো, n= V/ 22.4 বা, 5 = V/ 22.4 এবং, V= 5x 22.4 = 112 লিটার।
মোলার আয়তন কাকে বলে
নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব গুলো দ্রবীভূত থাকলে, তাকে এমন ভাবে তাপমাত্রায় ঐ দ্রবের এই মোলার দ্রবণ বলে।
নির্দিষ্ট তাপমাত্রায় এই ভাবে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের এমন মোল সংখ্যাকে ঐ দ্রবণের প্রায় মোলারিটি বলে। একে নানা ভাবে M দ্বারা প্রকাশ করাও হয়।
এর একক হল যেমন
- m
- o
- l
- L
- ও
- 1
- molL
- −1
মোলার আয়তন কত
6.02×1023টি এই N2 অণু আছে। এই 1 মোল এমন ভাবে N2 গ্যাস যে আয়তন দখল করে তাকেই এই গ্যাসটির মোলার এমন আয়তন বলে। ব্যাপারটা স্পষ্ট হলো এবং এখন আরেকটি জিনিস গুলো জানা দরকার। সেটা হলো আদর্শ কিছু তাপমাত্রা ও চাপ ।
সাধারণ ঐকিক নিয়মে আবার একটু চিন্তা করলেই নানা ভাবে বুঝে ফেলবে। রাসায়নিক এই সব পদার্থের পরমাণুর বেলায় আবার পারমাণবিক ভর অথবা অণুর করে বেলায় আণবিক ভরকে আবার গ্রাম এককে প্রকাশ করলে এবং যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই সব পদার্থের এক মোল বলাও হয়। সুতরাং M গ্রাম আণবিক শক্তি ভরবিশিষ্ট অণু হলো= 1 মোল অণু
১ গ্রাম আণবিক এমন কিছু ভরবিশিষ্ট অণু হলো= 1/M এই মোল অণু তার মানে, হলো w গ্রাম ভরবিশিষ্ট অণু যেমন = 1 x w/M = w/M ai মোল অণু
মোলার আয়তন বলতে কি বুঝায়
- সেটা হলো যেমন n=N/(6.02×1023)
- এটাও আমরা এমন করে একইভাবে বুঝে ফেলতেও পারব।
- 6.02×1023টি অণু হলো = 1 মোল
- তাহলে 1টি অণু হলো = 1/(6.02×1023) এই মোল
- সুতরাং, ঘটি অণু হলো= (1xN) / (6.02×1023) মোল হলো= N/(6.02×1023) মোল।
মোলার আয়তন নির্ণয়ের সূত্র
এটা আমরা n=এই V/22.4 সূত্রটি দিয়ে নানা ভাবে সমাধান করতে পারব। এখানে মোল সংখ্যা হলো n=5, আয়তন ভাবে V হলো অজানা। সূত্রে n-এর মান বসালেই নানা ভাবে লিটার এককে আয়তন এই V-এর মানে পেয়ে যাব।
- তার মানে, n হলো = V/ 22.4 বা, 5 = V/ 22.4 আবার, V= 5x 22.4 = 112 লিটার ।
আমরা জানি,এই 1 মোল CO2 এর মানে হলো প্রায় 6.02×1023টি CO2 অণু, আদর্শ কিছু তাপমাত্রা ও চাপে যার আয়তন প্রায় 22.4 লিটার। আদর্শ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার CO2 এই ভাবে গ্যাসে থাকে 6.02×1023টি এই অণু। অতএব, প্রায় ১ লিটার CO2 এমন ভাবে গ্যাসে থাকে ।
আরো পড়ুন: স্বাভাবিক সংখ্যা কি
stp তে গ্যাসের মোলার আয়তন কত
STP -তে 1 mol যেকোনাে এই সব গ্যাসের আয়তন 22.4 L— এমন ভাবে প্রমাণ করাে ।
মোলার আয়তন বলতে কী বোঝো
নির্দিষ্ট তাপমাত্রা আবার এই চাপে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন গুলো দখল করে তাকে ঐ গ্যাসের মোলার এই আয়তন বলা হয়
মোলার ভর কাকে বলে
প্রতি মোল পরিমানে এমন ভাবে একক পরিমাণ ভরকে (গ্রাম) মোলার ভর বলা হয় ।
মোলার আয়তন কাকে বলে STP তে এর মান কত?
প্রমাণ অবস্থায় এই 1 মোল গ্যাসের আয়তন প্রায় 22.4 লিটার।
1 মোল বলতে কী বোঝায়?
মোল (প্রতীক – মোল) হচ্ছে প্রায় এককের আন্তর্জাতিক মানের পদ্ধতিতে (এসআই) পদার্থের ক্ষুদ্রতম পরিমাণ পরিমাপের একক। এই এক মোল পদার্থ ।
2 মোল n2 কত গ্রাম?
N2 অণুর আণবিক ভর হলো = 2 x N [N= হলো পারমাণবিক ভর ]