আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার ছন্দ কবিতা? সে সম্পর্কে নিয়ে হাজির হলাম, আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তবে শেষ অব্দি পড়ুন।
ভালোবাসার ছন্দ কবিতা
(1)তুমি আমার কষ্ট ভুলতে,সুখের পরশবুলি।তুমি আমার জোছনা রাতের,একাকিত্বের সাথী।তুমি এই জীবনের,সকল সুখের আশা।তোমাকে নিয়েই শুরু হলো,জীবনের পথ চলা।
(2)আকাশের মেঘ তুমি,আমি শ্রাবণের বৃষ্টি!হৃদয়ের সুখ তুমি,আমি বিধাতার সৃষ্টি!শরতের ফুল তুমি,আমি হৃদয়ের হাসি!মন চায় তোমাকে,আমি আরো ভালোবাসি!
(3)সহজ জুড়ে বৃষ্টি আজ,ভিজতে খুব ভালো লাগে!তোমার কথা মনে পড়ে,রাগে ও অনুরাগে!একলা বসে আছো,জানালা গুলো আছে খোলা!আমার সেই সাথী তুমি,যায় না তারে ভোলা!
(4)যত দূরে যাও না তুমি,থাকবো তোমার ঐ পাশে।যেমন করে সেই শিশিরবিন্দু,জড়িয়ে তোমার থাকে।সকল দুঃখ মুছে দেবো,আনবো ঐ মুখে হাসি।মন থেকে বলছি তোমায়,অনেক বেশি ভালোবাসি।
(6)শান্ত নদীর ঢেউয়ের মধ্যে,মনটা শুধু তোমায় খোঁজে!বসে আছি ঐ নদীর তীরে,কতো যে স্বপ্ন তোমায় ঘিরেই ফিরে!তুমি আমার হবে,সব সময় পাশে রবে!
(7)ঘুমাও তুমি আমার বুকের কাছে,আদর ডোবা আলিঙ্গনে।আকাশ ভরা দিলাম তোকে,ভালোবাসার আকা রঙে।ঘুমিয়ে তুই ঐ খানেতে,মেঘের দেশে যেন চাঁদের কোলে।পরীর দেশের স্বপ্ন গুলো দিলাম,তোকে ভালোবাসি বলে।
(9)হৃদয় জুড়ে শুধুই তুমি,সারা জীবন পাশে থেকো!আমায় শুধু অনেক আপন করে,বুকের মাঝেই রেখো!তোমায় ছেড়ে কখনো যাবো না তো,আমি আছি খুব দূরে!ঝড় তুফান যতই হোক,আমার জীবন জুড়ে!
(10)পথের পানে সর্বদা থাকি,মনের মধ্যে তোমায় দেখি,কবে তুমি আসবে বলে কাছে,আমায় কবে আপন করে!মিটবে আমার হৃদয়ের আশা,শেষ হবে সব অপেক্ষা।
ভালোবাসার ছন্দ
ভালোবাসে আমার মন, তোমাকে চায় সারাটাক্ষন.! তুমি আছো মনের মাঝে, পাশে থেকো সকাল সাঁঝে, কিভাবে ভুলব তোমাকে, তুমি যে আমার জীবন।
আমার জীবনে তুমি ছাড়া নেই আর কেউ, আমার জীবনে সপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছুই দেখেনা, আমার মন কিছু ভাবতে পারেনা শুধু তুমি ছাড়া, আমি কিছু লিখতে চাইনা তুমি ছাড়া, আমি কিছু বুঝতে জানতে তুমি ছাড়া।”
তুমি আমার মনে থাকা এক সুপ্ত বাসনা। এক অপূর্ন ইচ্ছে এক সময়ের জন্য আমার অস্তিত্বকে কাছে থেকে উপলব্ধি করার।”তোমার ভালোর জন্যে,,,যদি ভুলে যেতে বল,,,তাহলে আমি ভুলতেও রাজি… ভুলতে হয়তো কখনও পারব না, তবে ভুলে থাকার অভিনয় গুলো করতে হবে ”
“যদি বলো আমায় মনে পরে কখন? বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার ততবার যদি বলো তোমায় ভালবাসো কত? আমি বলবো, আকাশে তাাঁরা আছে যত তত!
”“দূরে গেলে তুমি, আমি হয়তো হারিয়ে যাবো। ভালােবাসি কতটা, বােঝনা কেন তুমি। ছােট্ট জীবনে, একটাই শুধু চাওয়া পাওয়া। তােমাকে আপন করে, শুধুমাত্র নিজের করে পাওয়া।এক জীবনে ভালোবাসা কোথায় পাবে তুমি,তোমার জন্য সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, প্রেমের ছবি,খুব যতনে, আদর করে বুকের মাঝে রাখি।”“ডালটি হলো সবুজ,ফুলটি লাল,তোমার আমার এই ভালোবাসাথাকবে কিন্তু চিরকাল।”“তোমাকে ছাড়া পৃথিবী সাজে না,তোমাকে পাবোনা মন মানে না।সহজে পাওয়া সাজেনা তোমায়,হৃদয় দিয়ে তোমাকে কাছে চাই,না হলে ভালোবাসা পাওয়া সম্ভব না।”
ভালোবাসি বল যদি তুমি,করবো আদর কষ্ট কখনো দেবো না।হৃদয়ের গহীনে রাখবো আমি তোরে,হারিয়ে যেতে কখনো দেব না।”“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এমনে,তুমি আসলে দুজন মিলে জীবন সাজাবো।
চোখ ভরা স্বপ্ন, বুক ভরা সকল আশা,তুমি আসলেই ডাউনলোডে দেবো ভালোবাসা।”আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার ছন্দ কবিতা? সে সম্পর্কে কিছু কথা জানতে পারলেন আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবাইকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন।