ভালোবাসার কষ্টের ছন্দ

আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার কষ্টের ছন্দ? সে সম্পর্কে নিয়ে হাজির হয়েছি, আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ অব্দি পড়তে থাকুন। 

ভালোবাসার কষ্টের ছন্দ

মাঝে মাঝে কষ্ট করেও,একা একা চলা শিখতে হয়।যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না,বা বাঁচার কথা ভাবছেন না,সে আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।পৃথিবীর সব কষ্টে যেমন কান্না করা যায় না।।

হারানো কাছের মানুষদেরকথা মনে পড়লে কিছুহোক বা না হোক,চোখের এক কোনে এক ফোঁটা জল এসে পড়বেই।..তোমার পৃথিবীটা অনেক বড় আমায় ছাড়াই হাসা ও যায় বাঁচা ও যায়, আমার কথা মনে না করেই থাকা ও যায়..!

অনেক কষ্টের ছন্দ

ফুল তো গাছের তবে হাতে কেনো?চাঁদ তো আকাশে থাকে তবে জলে কেনো?জল তো সাগরে থাকে তবে চোখে কেনো?মন তো আমার তাহলে বার বার এ মনে তোমাকে পরে কেনো?

হাজার কষ্টের মধ্যে হাজারো ভুলের মধ্যেযে relation থেকে যায় সেটা real relationআর একটু ভুলের মধ্যে যে relation হারিয়ে চলে যায় তা ছিলো অভিনয়মানুষের গোড়া তিলে তিলেতোলা স্বপ্নগুলো যদি এক নিমিষেই শেষ হয়ে যায় সেটার কষ্টটা বহুগুন আঘাত করে থাকে।

দুঃখ কষ্টের ছন্দ

আমি যখন তোমার নাম লিখলাম,বৃষ্টি এসে ভিজে দিলো আকাশে লিখলাম তোমার নাম,আকাশ মেঘে ঢেকে দিলো.আবার যখনই হৃদয়ে লিখলাম,ঠিক তখনই আমার ভুলে গেলে..গোলাপ অনেক সুন্দর হয়,তবে এত কাঁটা কেন?মনি যদি মূল্যবান দামি হয়,বিষাক্ত সাপের মাথায় থাকে কেন?যদি ভালোবাসা স্বর্গ হয়,তাহলে এমন কষ্ট কেন???

জানি তুমিও একা আমিও আছি অনেক একা,শুধু আলাদা বিষয় আমি কাঁদি, তুমি কাঁদোনা !তুমি ভালো আছো, তবে আমি ভালো নেই…!!!যদি দুঃখ দাও তাহলে মনে করবো ভালোবাসা ছিল মিথ্যা।এতো দুঃখ দিয়েছো আমায়,সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে…!!

ভালবাসার কষ্টের ছন্দ

পাথর মন নিয়ে সবাইকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন নিয়ে ভালোবাসা যায় না।তুমি এক সময় আমার মত,অনেক কষ্ট পাবে তুমিও।আমার মত করে চোখের,জল ফেলবে এবং তুমি আমার কথা,ভাববে কখন জানো?যে দিন তুমি আমার,মত সত্যি কারের ভালোবাসবে।

তোমাকে চিনতে পারিনি তোমার চোখের কারণে।যতবার দেখেছি,এক মুহূর্ত ও মনে হয় নি,নিষ্পাপ চোখ দুটো বেইমানী করতে পারে।ভালোবাসার মাঝে সুখ থাকে,ভালো থাকার মধ্যে কষ্ট থাকে।দূরে রাখার মধ্যে টান থাকে।মনে রাখার মধ্যে প্রান থাকে।তাই মনে রেখ এমন করে আমায় চিরদিন।

আমি আমার এমনই একজন,যাকে ভালোবাসতে চাই।সে জানে না একটা হৃদয়,কতোটা ভালোবাসতে জানে।আর তাই আমার হৃদয়,টা যেনো না ভাঙ্গে ।গোলাপকে ছিড়তে,কাঁটা লাগলো হাতে।মনের মানুষকে ভুলে যেতে,চাইলে লাগে ব্যথা বুকে।তাই শত কষ্টের মধ্যেও,মনের মাঝে চাই তোমাকে।

ভালোবাসার কষ্টের ছন্দ
ভালোবাসার কষ্টের ছন্দ

প্রেমের কষ্টের ছন্দ

সবাই ভুলে যায় না,দরকার শেষ তাই আর যোগাযোগ করেনা অবস্থান হোক না কেনো আত্মার মিল হবে অদৃশ্যের মধ্যেই কেউ যদি তোমাকে মূল্য না দেই তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এত সহজ না…..OK যে পথে কেহই নেই।আজ নিজে নিজে কাঁদছি,যে কান্না হয়তো বেঁচে থাকতে শেষ হবে না।

তবে সত্য বলতে আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।এক চোখ আরেক চোখকে দেখেনা তবুও এক চোখের সমস্যা হলে আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।

আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার কষ্টের ছন্দ? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার সাথেই শেয়ার করুন।

Leave a Comment