ভালোবাসার কষ্টের গল্প | ভালোবাসার কষ্ট

আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার কষ্টের গল্প? সে সম্পর্কে জানতে পারবেন, আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তবে অবশ্যই শেষ পযন্ত পড়ার অনুরোধ রইলো।

ভালোবাসার কষ্টের গল্প

অন্যের ভালোবাসা দেখে জলে পুড়ে যায়, আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত ।পৃথিবীতে সমস্ত কিছুকে হার মানাতে পারে, এই ভালোবাসা নামের মায়া। টাকা পয়সা ধন-সম্পদ সব আপনার আছে, কিন্তুু তা নিয়ে আপনি শুখে আছেন?

হ্যাঁ টাকা পয়সা দিয়ে মানুষ সুখি হয়! কিন্তুু সেই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। যেমন কারো মন।ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনে সব থেকে বেশি শান্তি লাগে। মানুষ এর এমন একটি সময় থাকে, যখন সে শুধু স্বপ্নে তার ভালোবাসা উপভোগ করে, তার স্বপ্নে তার ভালোবাসার

মানুষটিকে কাছে নিয়ে আসে, আর সেই সময়ের ভালোবাসা হচ্ছে সব থেকে বেশি আনন্দের।স্বপ্নের জগতে ভালোবাসা বাস্তব থেকে ও বেশি আনন্দ ও মজাময় হয়ে থাকে। স্বপ্নের জগতে ভালোবাসা হচ্ছে, সমস্ত বাধা ভেঙে যাওয়ার, যেমন স্বপ্নে আপনার ছাড়া অন্য কারো কখনোই জয় হবে না।

ভালোবাসার কষ্ট

ছেলেরা কষ্ট পেতে ভালবাসে তাইতো বারবার ফিরে আসে।তুমি যতই দুঃখ কষ্ট দাও না কেন আমি বারবার তোমার কাছে ফিরে আসব।আমি ভালোবেসে কষ্ট পেতে রাজি আছি যদি তুমি আমাকে একটু ভালোবাস দাও।আমি শুধু ভালবেসে গেলাম তুমি শুধু দুঃখ দিয়ে গেলে।

ছেলেটা মন খারাপের সময় যখন কাউকে পাশে পায় না সেই ছেলেটির মতো নিঃস্ব ছেলে আর এই পৃথিবীতে কেউ নেই।এই পৃথিবীতে ছেলেরা সবচেয়ে বড় ভুল যেটি সেটি হচ্ছে সে প্রতিষ্ঠিত না হয়েই আর এক জনকে নিয়ে স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখার তার কোন অধিকার নেই তাই এই ভুলটির কারণে ছেলেটি সারাটি জীবন কষ্টে বসবাস করে।

ভালোবাসার কষ্টের ছন্দ

আমি শুধু কষ্ট পেয়ে গেলাম তোমার ভালোবাসাতে তুমি আমাকে ভালোবেসে সুখী করতে পারলে না।এই ভালোবাসা এত কষ্ট আগে জানলে তোমায় ভালবাসতাম না তুমি কেন আমায় এত কষ্ট দিলে।

তোমার ভালোবাসা তে আমি কাঙ্গাল তুমি একটি বার আমাকে ভালোবাসা দিয়ে সুখী করো।সারাটি জীবন শুধু তোমাকে ভালবেসে গেলাম বিনিময়ে তোমার কাছে থেকে আমি কিছুই পেলাম না তুমি ভালো থেকো প্রিয় তোমাকে বিদায়।

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

তোমাকে শুধু ভালোবেসে গেলাম ভালোবাসার বিনিময়ে শুধু কষ্টই পেলাম।আমার ভালোবাসা যদি সত্যি কারের ভালোবাসা হয়ে থাকে তুমি যতই কষ্ট দাও আমার ভালোবাসা কখনো কমবে না। তোমাকে ভালোবেসে আমি করছি অনেক বড় ভুল, তুমি যখন বুঝবে আমার সত্য ভালোবাসার মূল্য দিবে।

আমরা জন্মের পরে থেকেই দুঃখ নিয়ে বেঁচে আছি তাই তো দুঃখের ভয় আমাকে দেখিও না।সুখেরই পৃথিবী শুধুমাত্র তখনই সুখের হয় যখন তোমার ভালোবাসা আমি পরিপূর্ণ পাই।

পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমার কষ্ট পাওয়াটা খুব জরুরি কারণ কষ্টের মাধ্যমে একমাত্র তুমি নিজেকে বদলে নিতে পারবে।তোমাকে হারিয়ে তবুও কেটে যাচ্ছে দিনগুলো! বুকের ভিতর বড় এক ক্ষত নিয়ে শুধু তোমার কথাই মনে পড়ে।

eibangladesh.com
eibangladesh.com

ভালোবাসার কষ্টের পোস্ট

যে ভুলেও একবার আমার কোনো খোঁজ নেয় না, তাকেই অনেক বেশি মনে পড়ে!! ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারন ভালো রাখার নামই হলো ভালোবাসা।মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ, বুকে কতটা কান্না চাপা থাকে, জানতে পারেনা কেউ।

মনে ছিলো অনেক সপ্ন, ছিলো আরো কত আশা,সব কিছুই মিথ্যে ছিলো, তোমার ভালোবাসা। যখন তীরটা বুকে ঢুকলো তখন একটুও ব্যথা পায়নি, যখন দেখলাম মানুষটা আমারই আপন কেউ তখনই ব্যথা পেয়েছি। চাঁদ তুমি শুনবে কি আমার লুকিয়ে থাকা মনের কথা ? সত্যি বলছি আমিও যে তোমার মতই একদম খুব একা।

আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার কষ্টের গল্প? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment