সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড ভাজক কাকে বলে,, ভাজক নির্ণয়ের সূত্র নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।
আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভাজক কাকে বলে,, ভাজক নিয়ে সূত্র ব্যবহার করে বিভিন্নভাবে উদাহরণসহ ভাজক নির্ণয় করে আলোচনার মাধ্যমে জানাচ্ছি।
গাণিতিক বিভিন্ন তথ্য বা সংখ্যা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে। এক্ষেত্রে ভাগ করার সময় ভাগের বিভিন্ন ধরনের অংশ কিংবা সংখ্যা কি আলাদা আলাদা ভাবে ভাগ করা যেতে পারে। যেকোনো একটি সংখ্যাকে ভাগ করার ক্ষেত্রে ভাজক একটি উল্লেখযোগ্য অংশ। এজন্য শিক্ষার্থীদের ভাজক সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য।
ভাজক কাকে বলে?
যে সংখ্যা দ্বারা অন্যান্য সংখ্যাকে ভাগ করা হয় সে সংখ্যাটিকে ভাজক বলা হয়। কোন একটি সংখ্যাকে ব্যবহার করে যেকোনো একটি সংখ্যাকে ভাগ করা গেলে ওই সংখ্যাটিকে তার ভাজক বলা হয়।
এছাড়াও বলা যায়, ভাগফল নির্ণয় করার জন্য যদি কোন সংখ্যাকে ভাগ করা হয় এবং যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
উদাহরণ ১: ধরা যাক, ১৭ কে আমরা যদি ২ দিয়ে ভাগ করি তবে ভাগফল দাঁড়ায় ৮ অর্থাৎ এখানে ১৭ হচ্ছে ভাজ্য, ৮ হচ্ছে ভাগফল আর ২ হচ্ছে ভাজক এবং ভাগশেষ হচ্ছে ১।
উদাহরন২:- ধরা যাক, ২৩ কে আমরা যদি ৩ দিয়ে ভাগ করি তবে ভাগফল দাঁড়ায় ৭ অর্থাৎ এখানে ২৩ হচ্ছে ভাজ্য,৭ হচ্ছে ভাগফল আর ৩ হচ্ছে ভাজক এবং ভাগশেষ হচ্ছে ২।
ভাজক নির্ণয় করার সূত্র
ভাজক নির্ণয়ের জন্য সূত্র রয়েছে → 2 টি।
১) যদি ভাগশেষ থাকে, তবে,,,
ভাজক = (ভাজ্য – ভাগশেষ) / ভাগফল,,,,
২) যদি ভাগশেষ না থাকে,, তবে,,
ভাজক, = ভাজ্য / ভাগফল,,,,
উপরের উদাহরণ সমূহ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে,, এটিতে ভাগশেষ রয়েছে → ১,,
তাহলে:
ভাজক হবে,, = (১৭ – ১) / ৮
ভাজক = ১৬ /
সুতরাং, ভাজক = ২,,
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভাজক কাকে বলে,, ভাজক নির্ণয় করার সূত্র এবং উদাহরণ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি।
আশা করি,, ভাজক সম্পর্কে যে সকল তথ্য বা প্রশ্নের উত্তর সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, তা আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন।