বিচ্ছেদ নিয়ে উক্তি: আজকে এই পোস্টটির মাধ্যমে বিচ্ছেদ নিয়ে উক্তি? সে সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি।
বিচ্ছেদ নিয়ে উক্তি
- “তোমার মনটা যত ভাবে ভাঙ্গুক না কেন,
- এই পৃথিবীর কেউ তোমার দুঃখের পাশে দাঁড়াবে না!”
- “বিদায়” বলার সাহস তুমি দেখাতে পারো,
- তাহলে জীবন খুব তাড়াতাড়িই তোমাকে নতুন একটা
- “হ্যালো” উপহার দিয়ে দেবে।
- “ব্রেক আপ” ঠিক একটা ভাঙা আয়নার মতোই
যে ভাঙা আয়নাটাকে ভাঙা অবস্থাতেই থাকতে দেওয়া উচিত কারণ সেটাকে জুড়তে গেলে হাত কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
তুমি এখনো কাঁদো কারন তুমি তাকে ভালোবাস, তোমার কান্না দেখে সে হাসে কারন সে কখনোই তোমাকে ভালোবাসতেই পারিনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে আসে আবার সময়ের পরিবর্তনে চলে যায়, মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে তা প্রতারণা ছিলো।
অপ্রাপ্তি নিয়ে উক্তি
প্রাপ্তি যেমন গাণিতিক হারে বৃদ্ধি পায়। যেমন হলো: ১..২…৩..৪..। আবার তেমনি মানুষের চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। যেমন হলো: ১..২..৪..৮..১৬ তাই মানুষ প্রতিনিয়ত প্রাপ্তির চেয়ে এই অপ্রাপ্তির যন্ত্রণায় বেশি ভুকতে থাকে।
“অপ্রাপ্তির কষ্টের ভার অনেক হয় বলেই, প্রাপ্তির পাল্লা কমতে থাকি। ঠিক সেই কারনে সবার রিদয় দোদ্যুলমান হ্তে থাকে।”
জীবনে যা পান নি, তা নিয়ে আফসোস করবেন না, যেটুকু পেয়েছেন তা নিয়ে খুশি থাকুন। আপনার এক হাতে শূন্যতা থাকলে আবার অপর হাতে ঠিকই পূর্ণতা গুলো খুঁজে পাবেন।
আমরা আসলে কাউকে কিছু দেয়ার চেয়ে নেয়ার পক্ষপাতী বেশী হয়ে থাকি। তাই শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে যা কিছু ই পাই তা নিয়েই আমাদের ভালো থাকতে হয়।”
সম্পর্ক নষ্ট নিয়ে উক্তি
“ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে, খুব কষ্ট লাগে যেটা লিখে প্রকাশ করা সম্ভব না।
“মানুষের ক্ষমা করার শক্তিটা বেশি রাখতে হয় তাহলে দেখবেন সম্পর্ক কখনোই নষ্ট হবে না।
“ মানুষ অসুস্থ থাকলে যেমন সুস্থতার গুরুত্ব জানতে পারে তেমনি, দূরত্ব বাড়লেই কাছে থাকার এমন গুরুত্ব জানতে পাওয়া যায়।
“ভয়ানক দুরত্ব হলো দুজন দুজনকে অকারণে ভুল বোঝাবুঝি।
অপূর্ণতা নিয়ে উক্তি
অপূর্ণতাই হয়তো ভালোবাসার আরেক নাম, প্রেম-শুধু সেই অনুভূতির এক মহৎ নদীর নাম।
কিছু ভালো মানুষ রুপী প্রতারকরাই আমাদের জীবনে বন্ধুরতা দেখায়,
অপূর্ণতার খুশি মানুষকে বাস্তব জীবনে বাঁচতে শেখায়।
নিজের ইচ্ছাশক্তি ছাড়া কোনো প্রাপ্তিই অসম্ভব, কিন্তু শত চেষ্টার পরও অনেক ইচ্ছে অপূর্ণ থেকে যায়।
খুব ইচ্ছে ছিলো তোমার সাথে বাঁধবো ঘর, কিন্তু সেই সমস্ত ইচ্ছে গুলো অপূর্ণ থেকে গেলো।
ইচ্ছাশক্তি ছাড়া কেউ কোনো ধরনের ক্ষমতা, শক্তি কাজে লাগাতে পারবে না।
কোনো ইচ্ছে যেন অপূর্ণ না থেকে যায় তার চেষ্টায় নিজের ইচ্ছাশক্তি কে কাজে লাগানো উচিত।
আমার স্বপ্নের ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে যেতে চায়, কিন্তু সে সমস্ত ইচ্ছা গুলোও যেন রোজ অপূর্ণ থেকে যায়।
সম্পর্কে বিচ্ছেদ নিয়ে কিছু কথা
কখনো যদি আপনার প্রিয় মানুষটা বলে ফেলে: “ আমার চেয়ে অনেক ভালো একজন পাবে”। তবে বুঝতে হবে, এমন বাক্যের মানে হলো: সে আপনার থেকে ভালো কাউকে পেয়ে গেছে। এইজন্যে আপনার জীবন থেকে দূরে সরে যেতে চাইছে।
কি এমন দোষ ছিল আমার ভিতরো? এমন ভাবে ভাগ্য আমায় বদলে দিলো; আর এখন আমি শত্রু হলাম তোমার?? তুমি আজ প্রতারণা করলে ঠিকই। তবে কখনো যদি আমার কথা তোমার খুব করে মনে পড়ে, সেদিন তোমার ঐ স্মৃতি শক্তি গুলো তোমার সাথে প্রতারণা করবে না; এটা মনে রেখো।
প্রেমের বিচ্ছেদ নিয়ে অভাবনীয় উক্তি
তোমার তুচ্ছতার কাছে যদিও বদ্ধ ছিলাম, তবুও কোনদিন বলতে পারবেনা তোমায় কখনো অবহেলা করেছি। আর সেই তুমি আমাকে ছেড়ে গেলে।
যে মানুষটা সম্পর্ক নষ্ট করে চলে যায়, সে হয়তো কখনই বুঝার চেষ্টা করে না যে অপর মানুষটাকে সে কতটা আঘাত দিয়ে গেল…। যদি এভাবেই আমাকে ফেলে তুমি দূরে চলে যেতে চাও, তাহলে সারাটি জীবন একসাথে পথ চলার কথা বলে ছিলে কেন?
চলে যাওয়া কোনো প্রস্থান নয়, বিচ্ছেদ নয়! চলে যাওয়াটাই মানে হলো: বন্ধন কে ছিন্ন করে অর্ধ রজনীর মত হয়ে যাওয়া নয়।
এই পোস্টটির মাধ্যমে বিচ্ছেদ নিয়ে উক্তি? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে সবাইকে শেয়ায় দিন। ধন্যবাদ সবাইকে।