স্ট্যাটাস

বাবা নিয়ে কিছু কথা, বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা

বাবা নিয়ে কিছু কথা: আজকে এই পোস্টটির মাধ্যমে বাবা নিয়ে কিছু কথা? এ বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন তবে পোস্টটি পড়তে থাকুন। 

বাবা নিয়ে কিছু কথা

বাবার অবদান গুলো বলে শেষ করা যাবে না, একজন সন্তানের জীবনে।বাবা অনেকটা মোমবাতির মতো উজ্জ্বল, যে নিজে জ্বলে এবং পরিবারকে সেই আলোয় আলোকিত করে রাখে।

বাবার বাহিরের রূপটা যতটা না কঠিন হোক না কেনো ভিতরের অংশটা ততটা সরল। সন্তানের কোনো বিপদে বাবা দ্রুত সামনে এসে দাঁড়ান। 

বাবার ভালোবাসা নিয়ে কিছু কথা

পৃথিবীর সব পুরুষ মানুষ ভালো না হতে পারে কিন্তু একজন বাবা কখনো খারাপ হতে পারে না।

তাই আমরা প্রতিসময় বাবাদের সম্মানের সাথে কথা বলবো এবং ভালোবাসবো। 

বাবা নিয়ে ক্যাপশন

  • পৃথিবীর সবচেয়ে সেরা বাবা মানেই হলো সেরা একজন মানুষ অথবা আদর্শ মানুষ নয়। কারণ চোরের সন্তানের কাছেও তার নিজের বাবা একজন পৃথিবীর সেরা বাবার মধ্যে একজন।
  • পৃথিবীতে সবাই তার বাবাকে খুব ভালোবাসে। কিন্তু কখনো মুখে বলতে পারে না যে বাবা তোমাকে অনেক ভালোবাসি।

বাবা নিয়ে স্ট্যাটাস

প্রিয় বাবা তোমার সন্তানকে মানুষ করতে! তোমার ঘাম ঝরানো প্রতিটি ফোঁটা যেন জান্নাতের এক একটা নদী হয়।

বাবা মসজিদে নামাজের পরে যখন শিন্নির প্যাকেট বের করে সন্তানের কাছে দেয়, নিজে না খেয়ে সন্তানের জন্য বাড়িতে নিয়ে যায় এরই নাম বাবা।

প্রতিটা বাবা বিপদে অন্য সবার চেয়ে দ্রুত চলে। সেটা না হলে এতটা পথ এত অল্প সময়ে কি করে সব ঠিক রাখে। বাবা হলো আমার গানের কলি, বাবা হলো আমার সামান এক সুর, বাবা হলো ১৩ নদী বিশাল সমুদ্দুর।

বাবা নিয়ে কিছু কথা, স্মৃতিচারণ, বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

  1. বাবাকে হারিয়ে ফেলা মানে মাথার উপর থেকে যেনো ছাদ হারিয়ে ফেলা।  –  সংগৃহীত
  2. সকল পুরুষই বাবা হতে পারে, কিন্তু প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব প্রয়োজনীয়।  –  অ্যানি গেডেস
  3. বাবার সন্তুষ্টিতে মহান আল্লাহ তায়ালা সন্তুষ্ট আর বাবার অসন্তুষ্টিতে মহান আল্লাহ তায়ালা অসন্তুষ্ট।  –  আল-হাদিস

একজন বাবা নিজের ইচ্ছা, শখ গুলো চাপা দিয়ে সন্তানের ইচ্ছা গুলো পূরণ করে থাকে। অনেক বেশি ভালোবাসি বাবাকে, বাবাকে অনেক মিস করছি।

বাবা বলে আর বাবাকে ডাকা হয়না বহু দিন যাবৎ, বাবাকে আর জড়িয়ে ধরা হয়না হাজারো অনেক রাত। বাবা তুমি হারিয়ে যাওয়ার পর আমি বুঝেছি জীবন কাকে বলে, আর বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসতাম।

বাবাকে নিয়ে স্মৃতিচারণ

বাবা ও সন্তানের ভালবাসা এবং স্মৃতি থেকে কোন দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না, বাবা। এই কামনায় করি সব সময়।

বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা

 বাবা, তুমি আমার জীবনের প্রিয় সঙ্গী।

 #পিতা #অভিমান #মিসকরি”

বাবার আশীর্বাদে স্বর্গের মত সুখময় জীবন পেয়েছি। তোমার অনুপ্রেরণা ছাড়া জীবন সম্পূর্ণ নয়। #আবারওপাওয়া 

পিতার আশীর্বাদে আমি অপরাজিত ও অক্ষমতা হয়েছি। এই প্রিয় মানুষ যেনো সব সময় কাছে থাকতে পারে এখনো দোয়া  করি। 

আজকে এই পোস্টটির মাধ্যমে বাবা নিয়ে কিছু কথা? এ বিষয়ে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত প্রকাশ করেন তাইলে কমেন্ট করুন আপনার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ সবাইকে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button