পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৪০টি গুরুত্বপূর্ণ কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা)

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান : বাংলাদেশের বৃহত্তম ও অন্যতম স্মৃতি হিসেবে পরিচিত পদ্মা সেতু। ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয় এবং বর্তমান সময় পর্যন্ত ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতে এটি আরো অর্থনৈতিকভাবে ও যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তাই বাংলাদেশের এই অন্যতম ও দীর্ঘ সেবা সম্পর্কে সকলে জানা প্রয়োজন। এজন্য উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পদ্মা সেতুসম্পর্কে বিভিন্ন তথ্য পাশাপাশি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও বিভিন্ন প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে জ্ঞান মূলক যে সকল তথ্য রয়েছে মাধ্যমে জানাচ্ছি। 

বাংলাদেশের দীর্ঘতম ও অন্যতম হিসেবে পরিচিত এই পদ্মা সেতুটি বাংলাদেশের একমাত্র বৃহৎ সেতু হিসেবে পরিচিত।বর্তমান সময়ে পর দেশে দুটি বাংলাদেশের প্রধান সেতু হলেও এটি বিশ্বের ১৫২ তম হিসেবে পরিচিত। তবে বিভিন্ন পরীক্ষামূলক ক্ষেত্রে এই অন্যতম সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য সমূহ জানা প্রয়োজন। 

বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় এছাড়াও গর্ভ প্রতিযোগিতা ও জ্ঞানমূলক এবং চাকরির পরীক্ষার খেতে বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন সমূহ ও সাধারণ জ্ঞান সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। 

যেহেতু এটি বাংলাদেশের বৃহত্তম হিসেবে পরিচিত এবং বাংলাদেশের যোগাযোগের মাধ্যমে ও চলাচল মাধ্যমে অন্যতম নতুন দা প্রান্ত খুলে দিয়েছে তাই এটির গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। তাই সবাইকে পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন প্রয়োজন। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান    

১. বাংলাদেশে নিজস্ব অর্থায়নে তৈরি একমাত্র সেতু কোনটি? 

= পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু।

২. পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়েছে? 

= ২৫ শে জুন ২০২২ সালে।

৩. পদ্মা সেতু নির্মাণের ফলে কোন জেলা সমূহ যুক্ত হয়েছে? 

= মুন্সীগঞ্জের লৌহজংয়ের ,,

সাথে শরীয়তপুর ,, মাদারীপুর জেলা সমূহ।

৪. কোন দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্দা মাওয়া সেতু দিয়ে টোল প্রদান করে অতিক্রম করেছেন? 

= ২৫ শে জুন ২০২২ সালে।

৫. পদ্মা সেতু চালু হয় কবে? 

= ২৬ শে জুন ২০২২ সালে।

৬. পদ্মা সেতু নির্মাণের ব্যায়কৃত অর্থের পরিমাণ কত? 

= ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।

৭. পদ্মা সেতু নির্মাণ করা শেষ হয় কবে? 

= ২৩ জুন ২০২২ সালে।

৮. পদ্মা সেতু নির্মাণ শুরু হয় কবে? 

= ২০১৪ সালের ২৬শে নভেম্বর থেকে। 

৯. পদ্মা সেতু নির্মাণকারী ব্যক্তি অথবা কোম্পানি কোনটি? 

= চায়না মেজর ব্রিজ, 

ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লি:। 

১০. পদ্মা সেতু নির্মাণের পদ্মা সেতুটির নকশাকার কে? 

= এইসিওএম।

আরো পড়ুন: পদ্মা সেতু কত কিলোমিটার?

পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ b কুইজ সমূহ সম্পর্কে s সাধারণ জ্ঞান

১. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 

= ৬.১৫ কিলোমিটার বা  (২০,১৮০ ফুট)।

২. পদ্মা সেতুর প্রস্থ কত? 

=১৮.১৮ মিটার বা  (৫৯.৬৫ ফুট)।

৩. পদ্মা সেতুর নকশা প্রকৃতি কেমন? 

= এইসিওএম।

৪. পদ্মা সেতু কোন নদীটিকে অতিক্রম করে? 

= পদ্মা নদী। 

৫. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ কোন প্রতিষ্টান বা সংস্থা? 

= বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

৬. পদ্মা সেতুর উপর দিয়ে কোন কোন বহন  অতিক্রম করা হয়? 

= যানবাহন, ট্রেন। 

৭. পদ্মা সেতুটি কোন স্থানে রয়েছে? 

= মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

৮. পদ্মা সেতু নির্মাণে মোট পিলার সংখ্যা কতটি? 

= ৪২ টি। 

৯. পদ্মা নদীর উপরে অবস্থিত পিলার সংখ্যা কতটি? 

= চল্লিশটি এছাড়া দুই প্রান্তে দুইটি রয়েছে। 

১০. পদ্মা সেতু নির্মাণের স্বার্থে মোট কত হেক্টর জমি সরকার অধিগ্রহণ করেছেন? 

= ৯১৮ হেক্টর। 

আরো পড়ুন: কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৪০টি গুরুত্বপূর্ণ কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা)
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৪০টি গুরুত্বপূর্ণ কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা)

পদ্মা নদীতে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে সাধারণ জ্ঞান

১. পদ্মা সেতুর মূল কাঠামো কিসের? 

= স্টিলের। 

২. পদ্মা সেতু নির্মাণে কাঠামো কোথা থেকে আনা হয়েছে? 

= চীন থেকে। 

৩. পদ্মা সেতু নির্মাণে বড় অংশ জুড়ে রয়েছে কোন ধরনের উপকরণ? 

= দেশি উপকরণ।

৪. পদ্মা সেতু নির্মাণের দেশীয় উপকরণসমূহ কি কি.?

সিমেন্ট, রড, জিও ব্যাগসহ

ইত্যাদি।

৫. ইউরুপের কোন দেশ থেকে কিছু পরিমাণ উপকরণ আনা হয়েছে? 

= লুক্সেমবার্গ থেকে।

৬. পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের কোম্পানি সমূহ কিসের চাহিদা পূরণ করেছি? 

= রড, সিমেন্ট, ইট ও বালুর চাহিদা পূরণ করেছে। 

৭. সেতু নির্মানে কোন কোম্পানি রড ব্যবহার করা হয়েছে? 

= বিএসআরএম কোম্পানির। 

৮. পদ্মা সেতু নির্মাণে মৌলভীবাজার থেকে আনা বালু পরিমাণ কত? 

= ৫শ কোটি ঘনফুটের বেশি। 

৯. সেতুটি নির্মাণের জিও ব্যাগ স্থানীয় কোন কোম্পানি কর্তৃক নেওয়া হয়েছে? 

= ডার্ড ফেল্ট লিমিটেড এবং জিও ব্যাগ এর পরিমাণ 4 কুটিরও বেশি। 

১০. পদ্মা সেতু নির্মাণের যে সিমেন্ট ব্যবহার করে হয়েছে তা হলো? 

= বসুন্ধরা সিমেন্ট , ক্রাউন সিমেন্ট অথবা পাশাপাশি কেন সিমেন্ট সহ বিভিন্ন কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়েছে। 

১১. পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত পাথর সমূহ কোথা থেকে আনা হয়েছে? 

= বিদেশ থেকে আনা হয়েছে যার মধ্যে রয়েছে দুবাই ভারত ও ইন্দোনেশিয়া থেকে মূল ব্রীজের ১০ লাখ ঘনমিটার পাথর আনা হয়েছে। 

১২. সেতু নির্মাণে বৈদ্যুতিক কেবল এবং পাইপ ব্যবহারের সংখ্যা কতটুকু? 

= ৩ লাখ মিটার,, পাইপ :- এক লাখ ২০ হাজার মিটার।

পদ্মা সেতু উদ্বোধন

পদ্মা সেতু হলো বাংলাদেশের স্বপ্নে সেতু। প্রথমবার নিজ ওয়ার্ধারণের পদ্মা সেতু তৈরি করা হয়েছে। পদ যেহেতু নির্মাণ কাজ ২০১৪ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত করতে হয়েছে। পদ্মা সেতু  নির্মাণে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে বিভিন্ন পণ্য আনা হয়েছে। 

অবশেষে ২০২২ সালে ২৫ জুন পর্যায়ে সেতু উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি নিজে চুল প্রদান করে প্রথমবারের মতো পদ্মা সেতু উদ্বোধন করেছেন এবং পদ্মা সেতু অতিক্রম করেছেন। 

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

১. কত সালে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয়? 

= 2016 সালে 26 শে জুন। 

২. মেট্রোরেল এর পূর্বে দৈর্ঘ্য কত ছিল? 

= ২০.১০ কিলোমিটার।

৩. বর্তমানে মেট্রোরেল এর দৈর্ঘ্য কত? 

= ২১.২৬ কিলোমিটার।

৪. বর্তমানে মেট্রোরেলের স্টেশনের সংখ্যা কতটি? 

= ১৭ টি।

৫. রেলের 17 তম স্টেশনটি কোথায়? 

= কমলাপুরে।

৬. কুড়ালের মধ্যে যে সকল ট্রেন রয়েছে তাদের সংখ্যা কতটি? 

= ২৪ টি। 

৭. প্রথমবার কোন মহিলা চালক মেট্রোরেলে ট্রেন চালিয়েছেন? 

= মরিয়ম আফিজা। 

৮. মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়েছে? 

= ২০২২ সালের ২৮শে ডিসেম্বর.।

৯. মেট্রো রেলে  সর্বনিম্ন ভাড়া কত? 

= ২০ টাকা। 

১০.  মেট্রো রেল অতিক্রমে সর্বোচ্চ ভাড়া কত টাকা? 

= ১০০ টাকা। 

১১. মেট্রোরেলের মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল যেতে সর্বোচ্চ কতটুকু সময় লাগবে? 

= ৪০ মিনিট। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

১. বাংলাদেশের প্রথম বারের মতো নিজস্ব অর্থায়নের তৈরিকৃত স্বপ্নে সেতু হলো পদ্মা সেতু। 

২. পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাকে সহজ করেছে পাশাপাশি বিভিন্ন জেলার আন্তঃসংযোগ রক্ষা করেছে।

৩. ২০২২ সালের ২৫ জুন সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুল দেওয়ার মাধ্যমে পদ্মা সেতু অতিক্রম করেন এবং উদ্বোধন করেন। 

৪. পদ্মা সেতু হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং এটি বিশ্বের ১২২ তম সেতু হিসেবে পরিচিত। 

৫. পদ্মা সেতুতে মোট দুইটি স্তর রয়েছে অর্থাৎ এক স্তরের মাধ্যমে যানবাহনের মাধ্যমে চলাচলে এবং অন্য একটি স্তরের মাধ্যমে রেল যোগাযোগ মাধ্যমে। 

৬. বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে প্রায় 21 টি জেলা পদ্মা সেতু ব্যবহার করার মাধ্যমে চলাচলের সুবিধা ভোগ করছে। 

৭. স্বপ্নের পদ দেখে তো নির্মাণে নিজস্ব অর্থায়নে এবং নিজ দেশের বিভিন্ন পণ্য ব্যবহার করা হয়েছে এছাড়া অন্যান্য দেশ থেকে কিছু পরিমাণ পণ্য আনা হয়েছে। 

৮. পদ্মা সেতু নির্মাণে চীনের ইঞ্জিনিয়ারিং দ্বারা নির্মাণ করা হয়েছে। 

৯. মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং পাশাপাশি শরিয়তপুর জেলার  জাজিরা,, এই দুই অঞ্চল কি একত্রিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে পদ্মা সেতু। 

১০. অর্থাৎ পদ দেখে তো নির্মাণের মাধ্যমে সমগ্র দেশবাসী যাতায়াত অন্যান্য বিভিন্ন সুবিধা ভোগ করছে এবং  অর্থনৈতিকভাবে ও যোগাযোগ রক্ষার ক্ষেত্রে বিপুলভাবে সহযোগিতা করে আসছে।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য সমূহ এবং সাধারণ জ্ঞান এবং কুইজ প্রতিযোগিতার জন্য বিভিন্ন তথ্য সমূহ এই পোস্টের মাধ্যমে আলোচনা করেছি। 

আপনার যদি পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য জানার থাকি এবং আমাদের পোষ্টের মাধ্যমে তা জানতে পেয়ে থাকেন অর্থাৎ উপকৃত হয়ে থাকেন তাহলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 

সম্পর্কে যে কোন মতামত বা প্রশ্ন যদি আপনার জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন 

১. পদ্মা সেতু নির্মাণে কত টাকা খরচ হয়েছে.?

= ৩০ হাজার কোটি টাকার অধিক। 

২.  পদ্মা সেতুতে etc চালু হয় কবে?

= ২০২৩ সালের ৫ জুলাই। 

Leave a Comment