নৌবাহিনীর স্লোগান কি? নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে

নৌবাহিনীর স্লোগান কি: প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে একটি অন্যতম বাহিনী হিসেবে পরিচিত বাংলাদেশ নৌ বাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর স্লোগানটি হলো :
শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় ,,,,
শান্তির পথে অগ্রগামী হওয়ার জন্য প্রতিটি বাহিনীর মতো নৌবাহিনীর এই স্লোগানটি অসীম সাহসিকতার সাথে কাজ করার উদ্যোম্ন জাগায়।
স্লোগানটির মাধ্যমে সংগ্রামী প্রতিশ্রুতি তা জেগে উঠে এবং জয় লাভ করার স্বতন্ত্র উদ্দম্য ও শক্তি জাগায়

নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে
বিশ্বাস, সাহস ও দেশপ্রেমের সম্মানের উপর নীতি বাক্য হিসেবে নৌবাহিনী স্লোগান ইংরেজিতে রয়েছে ঠিক বাংলা মত।
সব ক্ষেত্রে নৌবাহিনীর বাংলা স্লোগানটি প্রাধান্য পেলে বিশেষ বিশেষ কোন ক্ষেত্রে ইংরেজির শ্লোগানটি প্রাধান্য পেয়ে থাকে।
নৌবাহিনী ইংরেজি স্লোগানটি হলো :
*In war and peace invincible at sea*,,,,
অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নৌবাহিনী নির্দিষ্ট কোন স্লোগান নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে তা অন্যতম।
বাহিনীর স্লোগান হিসেবে বাংলাদেশ বাংলা এবং ইংরেজি দুইটি স্লোগান ই অব্যাহত রয়েছে।