নেত্রকোণা জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান জানা অজানা বিভিন্ন তথ্য
নেত্রকোনা জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণে রয়েছে কিশোরগঞ্জ জেলাটি, উক্ত জেলার পূর্বে রয়েছে সুনামগঞ্জ জেলা, এবং জেলাটির পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত।
নেত্রকোণা জেলা সম্পর্কে বিস্তারিত
নেত্রকোনা জেলাটি বাংলাদেশের মধ্য অঞ্চলের অবস্থিত।
নেত্রকোনা জেলাটি হলো ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা।
উপজেলা ভিত্তিক ভাবে এ জেলাটি বাংলাদেশের ‘এ’ শ্রেণীভুক্ত একটি জেলা।
নেত্রকোনা জেলাটির আদি নাম ছিল কালিগঞ্জ। উক্ত জেলাটি একটি নদী কেন্দ্রিক জেলা। উক্ত জেলায় ছোট বড় সব মিলিয়ে ৫৭ টি নদী রয়েছে।
নেত্রকোনা জেলায় রয়েছে অন্যতম স্থানগুলো :-
পাহাড়ি জলপ্রপাত,,,
লাল বালি,,,
চীনা মাটির পাহাড়,,,
টিলা,
হাওড়,,,
নদী, খাল, বিল ইত্যাদি।
নেত্রকোনা জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণে রয়েছে কিশোরগঞ্জ জেলাটি, উক্ত জেলার পূর্বে রয়েছে সুনামগঞ্জ জেলা, এবং জেলাটির পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত।
নেত্রকোনা জেলা থেকে মহকুমা জেলায় উন্নীত করার জন্য পাকিস্তান আমলে গন দাবি করা হয়েছিল।
নেত্রকোনা জেলাকে মহকুমায় উন্নীত করা হয়েছে ১৭জানুয়ারি ১৯৮৪ সালের।
১৯৮৪ সালের পহেলা ফেব্রুয়ারি মহকুমা হিসেবে স্বীকৃতি পাওয়া এ জেলাটির কার্যক্রম শুরু হয়।
ইতিহাস এবং ঐতিহ্য একটি স্বতন্ত্র জেলা হিসেবে নেত্রকোনা জেলাটি পরিচিত।
নেত্রকোনা জেলাটি বর্তমানে অন্যতম ও বিখ্যাত হয়েছে উক্ত জেলার বালিশ মিষ্টির কারণে।
নেত্রকোনায় জেলায় রয়েছে উল্লেখযোগ্য নদ নদী সমূহ নিম্নে তা দেয়া হলো :-
ব্রহ্মপুত্র,,,
সুতিয়া,,,
ক্ষিরু,,,
সাচালিয়া,,,
পাগারিয়া,,,
নাগেশ্বর,,
কাচাঁমাটিয়া,,,
আয়মন,,,
বানার,,,
নরসুন্দা,,,
বোরাঘাট,,,
দর্শনা,,,
রামখালী,,,
বৈলারি,,,
নিতাই,,,
কংশ,,,
ঘুঘুটিয়া,,,
সাতারখালী,,,
আকালিয়া,,,
জলবুরুঙ্গা,,,
চৌকা মরানদী,,,
রাংসা নদী ইত্যাদি।
অনেকদিন আগে ময়মনসিংহ জেলার কালিগঞ্জ থানা বা উপজেলা নামে পরিচিত এই জায়গাটি। উক্ত স্থান থেকে ৭ অথবা ৮ কিলোমিটার দূরে ইংরেজরা সর্বপ্রথম জরিপ জ্বালায় এবং সেই জায়গাটির নাম হল নাটোর কোনা।
পরবর্তীতে এই নাটোর জেলাতেই মহকুমার সদর দপ্তর চালু হয়.।
তৎকালীন ইংরেজদের নাটুর কোনা বিকৃত উচ্চারণ থেকে পরবর্তীতে নেত্রকোনা নামকরণ করা হয়।
অনেকে মনে করেন,
এ অঞ্চল দিয়ে প্রবাহমান মগরা নদীটি দেখতে অনেকটা চোখের বাঁকের মত এবং তা থেকে নেত্রকোনা নামকরণ হয়।
আরো পড়ুন: সজনে পাতার উপকারিতা ও অপকারিতা এবং খাওয়ার নিয়ম
নেত্রকোণা জেলা সম্পর্কে তথ্য
ময়মনসিংহ বিভাগের একটি অন্যতম জেলা হচ্ছে নেত্রকোনা জেলা।
নেত্রকোনা জেলার আয়তন হলো: ২,৮১০ বর্গ কিলোমিটার।
নেত্রকোনা জেলায় মোট জনসংখ্যা রয়েছে ২২,২৯,৪৬৪ জন।
নেত্রকোনা জেলায় পুরুষ জনসংখ্যা রয়েছে ১১,১১,৩০৬জন,এবং উক্ত জেলায় মহিলা জনসংখ্যা রয়েছে ১১,১৮,৩৩৬জন।
নেত্রকোনা জেলায় মোট ৮৬ টি ইউনিয়ন রয়েছে। নেত্রকোনা জেলার উপজেলা সংখ্যা হল দশটি।
নেত্রকোনা জেলায় পৌরসভা রয়েছে পাঁচটি। নেত্রকোনা জেলায় ৮ টি সীমান্ত ফাঁড়ি রয়েছে।
নেত্রকোনা জেলায় মোট গ্রাম রয়েছে ২, ২৯৯ টি।
নেত্রকোনা জেলার দশটি উপজেলা হলো যথাক্রমে:-
নেত্রকোণা সদর,,,
পূর্বধলা,,,
বারহাট্টা,,,
মদন,,
মোহনগঞ্জ,,,
আটপাড়া,,,
কলমাকান্দা,,,
কেন্দুয়া,,,
খালিয়াজুড়ি,,, এবং
দুর্গাপুর।
এছাড়াও নেত্রকোনা জেলায় মোট মৌজা রয়েছে ১৯৬৭ টি। উক্ত জেলাটি দেশ সংশোধনীয় আসন রয়েছে পাঁচটি।
নেত্রকোনা জেলায় শহরে বসবাসকারী পরিবারের সংখ্যা হল ১৯৬২৭ টি। উক্ত জেলায় সাক্ষরতার হার শতকরা ৬৭.১ শতাংশ।
নেত্রকোনা জেলায় মহাবিদ্যালয় রয়েছে 27 টি। এছাড়াও নেত্রকোনা জেলায় একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
নেত্রকোনা জেলায় উচ্চ বিদ্যালয়ে রয়েছে ১২৭ টি। উক্ত জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৬৩০ টি।
নেত্রকোনা জেলায় একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
উক্ত জেলায় 144 টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নেত্রকোনা জলের জন্য জুনিয়র স্কুল রয়েছে ৫৯ টি।
এছাড়াও ময়মনসিংহ তালায় দুটি কারণে প্রতিষ্ঠান রয়েছে।
নেত্রকোনা জেলায় ৩১০ টি মাদ্রাসা রয়েছে।
পাবলিক লাইব্রেরী কাম অডিটোরিয়াম রয়েছে ছয়টি।
উক্ত জেলায় ২৪৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
নেত্রকোনা জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র রয়েছে ৬২ টি।
নেত্রকোনা জেলায় কৃষি জমির পরিমাণ ৪,৭৩,০০০.০০ একর।
এবং এ জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ৫১,৩৩১.০০ একর।
নেত্রকোনা জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে নয়টি।
উক্ত জেলায় প্রেস রয়েছে ২২ টি।
নেত্রকোনা জেলায় রেলপথে যোগাযোগ ব্যবস্থা ৬৫ কিলোমিটার রাস্তা।
নেত্রকোনা জেলায় নদীপথে রাস্তা রয়েছে ২০০ নটিক্যাল মাইল।
আরো পড়ুন: উপজেলা শিক্ষা অফিসার কি | বিসিএস ক্যাডার হওয়ার য়োগ্যতা

নেত্রকোণা জেলার বিখ্যাত স্থান
নেত্রকোনার জেলা অনেক কিছুর জন্য বিখ্যাত। পাশাপাশি এ জেলায় বিভিন্ন বিখ্যাত স্থান রয়েছে।
১. উক্ত জেলাটি অতিথি আপ্যায়নের জন্য এবং দর্শনীয় স্থান পরিদর্শকদের আহ্বানের জন্য বিখ্যাত।
২. ডিঙ্গাপোতা হাওড়া, সুসাং দুর্গাপুর, চায়না ক্লে পাহাড়, গারো পাহাড় এটা কি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এ জেলাটি বিখ্যাত ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এলাটি বিখ্যাত।
৩. লোক কাহিনী, সংগীত এবং বিভিন্ন উৎসবের জন্য নেত্রকোনা জেলাটি বিখ্যাত।
৪.নেত্রকোনা জেলার দক্ষিণ পশ্চিমে রয়েছে গারো পাহাড় টি। আশেপাশের গ্রাম অঞ্চলের সৌন্দর্য এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে এ জায়গাটিতে।।
৫. নেত্রকোনা জেলার বিশেষ কৃষি ও শিল্পকেন্দ্র এখানকার প্রান কেন্দ্র হিসেবে পরিচিত।
৬. উক্ত জেলার উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে ডিঙ্গাপোতা হার নামের মিঠা পানির হ্রদ।
পাখি পর্যবেক্ষন, নৌকা ভ্রমণ এবং এবং মাছ ধরা এখানকার অন্যতম বৈচিত্র্য।
৭. এখানকার দখিনা অবস্থিত মুসলিম বাজার এ রয়েছে মুসলমানদের অন্যতম মদনপুর মাজার।
একজন সুফি সাধকের সমাধিস্থল হওয়ায় এই মাজারটি অনেকের কাছে পরিচিত একটি তীর্থস্থান।
৮. ইয়ে জেলায় রয়েছে উল্লেখযোগ্য রানী কং মিশন। উনবিংশ শতকে প্রতিষ্ঠিত এ জায়গাটি একটি খ্রিস্টান প্রতিষ্ঠান।
একটি স্কুল একটি গির্জা এবং একটি হাসপাতাল রয়েছে এ জায়গাটিতে।
৯.নেত্রকোনা জেলায় রয়েছে ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক। এটি ইকো ট্যুরিজম পার্ট নামে অপরিচিত।
হাইকিং, পিকনিক স্পট, এবং উল্লেখযোগ্য পাখি দেখার জন্য এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে বিভিন্ন মানুষকে দৃষ্টি নন্দিত করে।
সুসং দুর্গাপুর লাল মাটির পাহাড় চিনামাটি ইত্যাদি বৈচিত্র সম্পন্ন অপরূপ সৌন্দর্যে লীলাভূমি।
ভ্রমণ পিপাসুদের জন্য বিখ্যাত স্থান নামে এই জেলাটি পরিচিত।
একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদী এবং সাগরের দৃশ্য ও পাশাপাশি রয়েছে পাহাড়ের অনন্ত মায়ায় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান
নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো:-
১.বিরিশিরি কালচারাল একাডেমি,,
২.ভারত থেকে নেমে আসা দারুণ সোমেশ্বরী নদী,,
৩.চীনামাটির পাহাড়,,
৪.সাধু যোসেফের ধর্ম পল্লী,,
৫.হাজং মাতা রাশমণি স্মৃতিসৌধ,,
৬.দুর্গাপুরের জমিদার বাড়ি,,
৭.গারো পাহাড়,,
৮.কংস নদী,,
দুর্গাপুর :-
সবুজ গাছপালায় আচ্ছা দ্বিতীয় গারো পাহাড়ের জন্য দুর্গাপুর জায়গাটি বিখ্যাত।
পাশাপাশি রয়েছে পাহাড়কে কেন্দ্র করে আশেপাশের অপরূপ গ্রাম গুলো।
বিরিশিরি:-
নেত্রকোনা জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম হল বিরিশিরি।উল্লেখযোগ্য এই জায়গাটি উপজাতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত। এখানে সাগরদিঘী নামে একটি ঐতিহাসিক বড় পুকুর রয়েছে।
হাওর :-
হাওড়া সাধারণত জলরাশির বিশাল সমাহার। এখানে মাছ ধরা ও অন্যান্য পাখিদের সমাহার রয়েছে এবং এর স্থানটি এজন্য একটি দর্শনীয় স্থান।
রানীকং মিশন :-
সারা বাংলাদেশের সকল খ্রিস্টান ধর্মের মানুষদের জন্য অন্যতম একটি তীর্থস্থান এটি।
আমেরিকান মিশনারি দ্বারা এ জায়গাটি ১৯০০ শতকে তৈরি করা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এ জায়গাটি একটি অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত।
শিল্পাচার্য জয়নুল আবেদীন এর সংগ্রহশালা :-
নেত্রকোনায় অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদীন এর সংগ্রহশালাটি একটি জাদুঘর নামে পরিচিত। এ জাদুঘরে রয়েছে শিল্পা আবেদনের লিখিত বিভিন্ন সংগ্রহশালা গুলো।
টাঙ্গয়ার হাওর :
নেত্রকোনা জেলায় অবস্থিত সবগুলো হাওরের মধ্যে এটি সবচেয়ে বড় হাওর নামে পরিচিত।
এ জেলায় অনেক উল্লেখযোগ্য পার্ক রয়েছে সেগুলো যথাক্রমে :-
হাতিরঝিল পার্ক :-
এ পার্কটি পাখি দেখার জন্য একই জনপ্রিয় স্থান। হাতিরঝিল পার্কটি নেত্রকোনা জেলার উপকণ্ঠে অবস্থিত।
উক্ত স্থানে সারস,এগ্রেট,হেরন সহ ইত্যাদি বিভিন্ন পাখির আবাসস্থল রয়েছে।
সদর পার্ক:-
সদর উপজেলার নেত্রকোনা সদরে সদর পার্কে অবস্থিত।
এখানকার স্থানীয় কর্মকর্তাদের জন্য এ পার্কে অন্যতম।
পার্কটিতে একটি বিশাল খেলার মাঠ ও অন্যান্য বিনোদনের বিভিন্ন উপাদান রয়েছে।
জনলী পার্ক :-
বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, গাছপালা এবং একটি হ্রদ রয়েছে এ পার্কটিতে। উক্ত পাখির নেত্রকোনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।
ডলফিন পার্ক :-
উক্ত পার্টি নেত্রকোনা জেলার নদীর তীরবর্তী একটি পার্ক। একদিকে বাকি তুই সৌন্দর্য অপরদিকে আশেপাশের গ্রামগুলো সব মিলে এ পার্কে অন্যতম।
মাছ ধরা, বোটিং এবং পিকনিক স্পট হিসেবে এ পার্কটি পরিচিত।
নেত্রকোণা জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
১. নেত্রকোনা জেলাটি কোন বিভাগে অবস্থিত?
= ময়মনসিংহ বিভাগ।
২. নেত্রকোনা জেলার আয়তন কত?
= ২,৮১০ বর্গ কিলোমিটার।
৩. নেত্রকোনা জেলার মোট জনসংখ্যা কতজন?
= ২২,২৯,৪৬৪ জন।
৪. নেত্রকোনা জেলায় কতজন পুরুষ ও মহিলা রয়েছে?
= পুরুষ :- ১১,১১,৩০৬জন,এবং
মহিলা:- ১১,১৮,৩৩৬জন।
৫. নেত্রকোনা জেলায় কতটি ইউনিয়ন রয়েছে?
= ৮৬ টি।
৬. নেত্রকোনা জেলার পৌরসভার সংখ্যা কতটি?
= ১০ টি।
৭. নেত্রকোনা জেলায় পৌরসভা কতটি?
= ৫ টি।
৮. নেত্রকোনা জেলায় সীমান্ত ফাঁড়ির সংখ্যা কতটি?
= ৮ টি।
৯.নেত্রকোনা জেলায় কতটি গ্রাম রয়েছে?
= ২,২৯৯ টি।
১০. নেত্রকোনা জেলার উপজেলা সমূহের নাম কি কি?
= নেত্রকোণা সদর,,,
পূর্বধলা,,,
বারহাট্টা,,,
মদন,,
মোহনগঞ্জ,,,
আটপাড়া,,,
কলমাকান্দা,,,
কেন্দুয়া,,,
খালিয়াজুড়ি,,, এবং
দুর্গাপুর।
১১. নেত্রকোনা জেলায় কতটি মজা রয়েছে?
= ১৯৬৭ টি।
১২. ময়মনসিংহ জেলায় সংসদের কতটি আসন রয়েছে?
= ৫ টি।
১৩. নেত্রকোনা জেলার শহর অঞ্চলে কতটি পরিবার বসবাস করে?
= ১৯৬২৭ টি।
১৪. নেত্রকোনা জেলার মোট সাক্ষরতার হার কত শতাংশ?
= ৬৭.১ শতাংশ।
১৫. নেত্রকোনা জেলায় কতটি উচ্চ বিদ্যালয়ে রয়েছে?
= ১২৭ টি।
১৬. নেত্রকোনার জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নাম কি?
= শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
১৭. নেত্রকোনা জেলায় কতটি মহাবিদ্যালয় রয়েছে?
= ২৭ টি।
১৮. নেত্রকোনা জেলা থেকে ঢাকার দূরত্ব কত?
= ১৬২ কিলোমিটার।
১৯.এতগুলা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংজ্ঞা কতটি?
= ৬৩০ টি।
২০. নেত্রকোনা জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে কতটি?
= ১৪৪ টি।
২১. নেত্রকোনা জেলায় কৃষি জমির পরিমাণ শতকরা কত?
= ৪,৭৩,০০০.০০ একর।
২২. নেত্রকোনা জেলায় কতটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র রয়েছে?
= ৬২ টি।
২৩.নেত্রকোনা জেলায় কতটি কমিউনিটি ক্লিনিক রয়েছে?
= ২৪৪ টি।
২৪. নেত্রকোনা জেলায় কতটি প্যাচ রয়েছে?
= ২২ টি।
২৫. নেত্রকোনা জেলায় অবস্থিত মাদ্রাসার সংখ্যা কতটি
= ৩১০ টি।