নিজের কিছু কষ্টের কথা: আজকে এই পোস্টটির মাধ্যমে নিজের কিছু কষ্টের কথা? সে সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি, আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তবে অবশ্যই শেষ অব্দি পড়ুন।
নিজের কিছু কষ্টের কথা
আমার মনে কিছু কথা আছে, কিছু দুঃখ আছে, আমার কিছু তুমি ছিলে। কিছু দীর্ঘশ্বাস জমা থাকে এ বুকে, কিছু অশ্রু থেমে যাবে চোখের নিকটে, ঝরাবে না আর শিশির।
যদি তুমি যেতে চাও, যাও । আমি পথ হবো তোমার চরণের তলে, না ছুঁয়ে তোমাকে আর ফেরাবো না, পোড়াবই হিমেল অনলে।কষ্ট নেবে হরেক রকম কষ্ট আছে।
আর কে দেবে আমি হীন আসল শোভন কষ্ট, কার এমন ভাবে পুড়েছে জন্ম গত থেকেই কপাল আমার মত আর কজনের, সব হয়েছে নষ্ট কে দেবে আমার মত হৃষ্টপুষ্ট কষ্ট ।
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের অনেক রকম কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের কষ্ট, আলোর মাঝে আঁধার কালোর কষ্ট, মাল্টি-কালারের কষ্ট আছে, কষ্ট নেবেন কষ্ট ।
মনের কিছু কষ্টের কথা
“আপনার ভালো মন্দ সব কিছু নিয়েই নিয়ে লোক সমালোচনা করবেই, তাই অন্যদের কথাই কান না দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন।”
“নিজের ভালো লাগা গুলোকে প্রাধান্য দিন, আপনি যেটা করতে পছন্দ করেন সেটাই ভালোবাসুন।”
“সুন্দর সময় গুলো দেখা বা স্পর্শ করা যায় না সেগুলি মন থেকে অনুভব করতে হবে (আর এরই নাম ভালোবাসার অনুভূতি)”
“আপনার কি আছে না আছে সেইটা দেখার বিষয় না, কিন্তু আপনি কতটা নিজেকে উপভোগ করে থাকেন সেসমস্ত আনন্দ দেয়ার নাম হলো প্রকৃত আবেগী অনুভূতি।”
“আপনার ইচ্ছাশক্তি এবং বিশ্বাসের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি যা করতে চাচ্ছেন, তা অবশ্যই করা সম্ভব।”
নিজের পারিবারিক কষ্টের কথা
পরিবার হলো একটি বটবৃক্ষের মতো!! যতক্ষণ সাথে থাকবে আপনাকে বটবৃক্ষের ছায়ায় শান্তি দিতে পারবে!!! পরিবারের সবচেয়ে মজাটা কি জানেন? আপনি যত কুচ্ছিত দেখতে হলেও এখানে কারও কিছু আসে যায় থাকে না।
একটা ছেলে নিজের জীবনের সমস্ত কষ্ট দুঃখ সমস্ত কিছু মানিয়ে যদি নিজের পরিবারের পাশে দাঁড়িয়ে, তবে তার পরিবারের জন্য জীবন দিয়ে দিতেও কোনো বাঁধা বোধ না করে সে এ সমাজে এবং বাবা-মার একমাত্র আদর্শবান ছেল
.এই সমাজে সব ছেলেই আদর্শবান অথবা তার পরিবারের দেওয়া সব কষ্টকে উপলব্ধি করে থাকে, তার জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিবারের দায়িত্ব সে নিজেই নিতে পারে না।এই রকম শুধু সেই পারে, যারা তার নিজের জীবনে সম্মান শ্রদ্ধা ও আল্লাহ তালার রহমত আছে।
নিজের কষ্টের জীবন নিয়ে কিছু কথা
আমার জীবনের কষ্ট ছিলো, কাউকে বুঝানোর মতো না আমার জীবনের না বলা কিছু কথা আমাকে প্রতি সময় দমরে কাদায়।
কিছু দীর্ঘশ্বাস গুলো জমা হয়ে থাকবে এ মনে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের অতি নিকটে, ঝরাবে না শিশির । তুমি যদি চলে যেতে চাও, যাও । আমি পথ হবো তোমার পথের চরণের তলে, তোমাকে আটকিয়ে রাখার ক্ষমতা আমার নেই।
আমাকে কে আর দিতে পারবে বুক ভরা শান্তি, জন্ম থেকে আমার মতো কপাল কজনের আছে। সবকিছু হয়েছে নষ্ট, আর কে পাবে আমার মত কষ্ট ।
এই রঙিন দুনিয়াতে কষ্টের অনেক মানুষ আছে, তার মধ্যে আমি সেই ব্যক্তি যা কাউকে বলে বুঝানো যায় না। পৃথিবীর নিয়ম গুলো বড় অদ্ভুদ, যাকে তুমি বেশী ভালোবাস সে তোমার প্রধান দুঃখের কারন হবে।
কষ্টের কিছু কথা গল্প
ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনে সব থেকে ভালো লাগার একটি মুহূর্ত। মানুষের এমন একটি নির্দিষ্ট সময় থাকে, যখন সে স্বপ্নে তার ভালোবাসা গুলোকে কল্পনাই উপভোগ করে থাকে।
তার স্বপ্নে সেই ভালোবাসার মানুষটিকে অনেক কাছে নিয়ে আসে, আর সেই কল্পনার ভালোবাসা সব থেকে বেশি আনন্দের। স্বপ্নে ভালোবাসা গুলো বাস্তব থেকে ও বেশি আনন্দ এবং মজাময় মনে হয়।
স্বপ্নের জগতে ভালোবাসা হলো, সমস্ত রকমের বাধা ভেঙে গিয়ে তার কাছে যাওয়া, কারণ স্বপ্নে আপনার ছাড়া অন্য কারো কখনোই জয় হয় না।
মানুষ ছোট বেলায় বুদ্ধি হবার পর, তারা কাউকে না কাউকে তার হৃদয়ের ভেতর ঢুকিয়ে ফেলেন অথবা মনের অজান্তেই ভালোবেসে ফেলে, আস্তে আস্তে এমন ভালোবাসা মনের ভিতর অনেক জায়গা নিয়ে নেয়।
মানুষ বড় হবার সাথে সাথে নিজের ভালোবাসার চাহিদা গুলো বড় হয়, তখন সে তার ভালোবাসাকে আপন করে নিজের কাছে পেতে চায়। হয়তো কেউ ভালোবাসা আপন করে নিজের কাছে পায়, আবার কেউ পায় না।
নিজের মনে চাপা কষ্টের স্ট্যাটাস
১। তুমি যখন সবাইকে নিয়ে ভাববে, সবাই তোমাকে অনেক কষ্ট দিবে, তুমি যখন সে সকলকে কষ্ট দিবে তখন আবার সবাই তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে ।
২। মানুষ যখন সামান্য কষ্ট পায় তখন সে কাঁদে তবে যখন বেশী কষ্ট পায় তখন সে আর কাঁদে না, নিশ্চুপ হয়ে যায় ।যার বাহিরের বেশী সুন্দর, তার ভেতরের বেশী ক্ষত ।
৩। ঝরে যাওয়া পাতা গুলো জানে। স্মৃতি নিয়ে বাঁচার মানে কি। হয়তো আমি ঝরে যাবো একদিন সময়ের তালে তোমার মন থেকে।
৪। আবেগ হলো এমন এক মোমবাতি যা কিছুক্ষণ পরেই নিভে যায়। আর বিবেক হচ্ছে সূর্য যা কখনো নিভে যায় না।
৫। বিশ্বাস আর নিশ্বাস অনেক বেশি মূল্যবান ! এক বার শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
আজকে এই পোস্টটির মাধ্যমে নিজের কিছু কষ্টের কথা? সে সম্পর্কে কিছু কথা জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।