তড়িৎ প্রবাহ কাকে বলে: বৈদ্যুতিক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার জন্য তড়িৎ এর প্রয়োজন হয়। তাছাড়া অন্যভাবে বলা যায় তড়িৎ এবং বিদ্যুৎ হলো একে অন্যের সমার্থক শব্দ।
অর্থাৎ কোন একটি দাত ও তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবীণ প্রবাহিত হলে ওই তড়িৎ ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন করা যায়।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে এ কারণে তড়িৎ প্রবাহ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি।
তড়িৎ প্রবাহ হল একটি ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক কাজকর্মের ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যতম একটি উপাদান। কেন আতরির প্রবাহিত না করলে যান্ত্রিক অথবা বৈদ্যুতিক বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকবে।
এজন্য তড়িৎ প্রবাহ কাকে বলে তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে জানা প্রয়োজন এবং জ্ঞান অর্জন করা জরুরী। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষামূলক অথবা বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ভূমিকা অপরিসীম।
তড়িৎ প্রবাহ মাত্রা কি
ধাতব পরিবাহী সমূহের কোন একটি প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ আদানকে তড়িৎ প্রবাহ বলা হয়ে থাকে। তড়িৎ প্রবাহ যে হার অথবা যে গতিতে প্রবাহিত হয় সেই হাড় হল তড়িৎ প্রবাহ মাত্রা।
অর্থাৎ কোন একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহন কালে তড়িৎ প্রবাহের ক্রমান্বয়ে যে হারে অতিক্রম করে অথবা অতিক্রান্ত হয় সে হার হল তড়িৎ প্রবাহের মাত্রা। একে কারেন্ট ও বলা হয়ে থাকে। তড়িৎ প্রবাহের মান এবং দিক রয়েছে তবুও তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি।
তড়িৎ প্রবাহ কাকে বলে
যেকোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের মাধ্যমে যে আদান অতিক্রম করে অথবা যে আদান প্রবাহিত হয় সে আধানকে তড়িৎ প্রবাহ বলে।
অর্থাৎ যেকোনো মাধ্যমের কোন একটি দাতব তার এর মধ্য দিয়ে একক সময়কে উল্লেখ করে অথবা একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সে পরিমাণ তড়িৎ কে তরিদ্র বা মাত্রা বা তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহ হওয়ার ক্ষেত্রে সর্বদা ধাতব তার কে ব্যবহার করার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়।
তড়িৎ প্রবাহ কত প্রকার
তড়িৎ প্রবাহ দুই ধরনের,,,,,
১.এসি প্রবাহ,,,,,এবং
২. ডিসি প্রবাহ,,,,,,,,
তড়িৎ প্রবাহ কালে তড়িৎ প্রবাহের এস আই একক হল:- অ্যাম্পিয়ার,,, একে একটি সংকেত দিয়ে প্রকাশ করা হয় সংকেতটি হলো :A,,,
প্রবাহ কে মাধ্যমিক হিসেবে ব্যবহার করে তড়িৎ প্রবাহ দুই ধরনের। যথা :-
১.স্থির তড়িৎ,,,,,,
২.চল তড়িৎ,,,,,
তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র
তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র নিম্নরুপ :-
তড়িৎ প্রবাহ, I = V/R,,,,,
যেখানে,,,
I= তড়িৎ প্রবাহ,,,,
V= বিভব,,,,
R= রোধ,,
★ কোনো পরিবাহীর বিভব ২ v এবং রোধ ২০ ওহম হলে, ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ কত?
= আমরা জানি,,
তড়িৎ প্রবাহ, I = V/R,,,,,
= ২/২০
= ১/১০A,,,,,
তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য
তড়িৎ প্রবাহ:
- তড়িৎ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে বিভবের ভূমিকা রয়েছে।
- কোন একটি বস্তু রুম না থাকলে সেই বস্তুর দরিদ্র বর্ণনা করা যায় না।
- তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট ধাতব তারের মধ্য দিয়ে প্রভাহি হয়ে থাকে।
- তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়।
- তড়িৎ প্রভার একক হল এম্পিয়ার।
আরো পড়ুন: অভিযোজন কি
বিভব:
- বিভব, যা হলো কোনো বস্তুর মোট চার্জের ঘনত্ব,,,
- কোনো বস্তু তড়িৎ পরিবহন করবে কি না তা বিভবের উপর নির্ভর করে।
- বিভব হলো তড়িৎ প্রবাহের মোট চালিকা শক্তি।
- বিভবকে V দ্বারা প্রকাশ করা হয়।
- বিভবের একক হলো ভোল্ট।
উক্ত মাধ্যমে আমরা আপনাদেরকে তৈরির প্রবণ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি আশা করি তড়িৎ প্রবাহ সম্পর্কে আপনার যে সকল তথ্য জানা ছিল বা আমাদের পোষ্টের মাধ্যমে তড়িৎ সম্পর্কে যে সকল তথ্য জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।