জড়তা কাকে বলে? গতি জড়তা কাকে বলে
জড়তা কাকে বলে : আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইটের উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের উক্ত পোস্টে পড়ার মাধ্যমে আপনারা –
জড়তা কাকে বলে, গতি জড়তা কাকে বলে , স্থিতি জড়তা কাকে বলে, বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে, স্থিতি জড়তা ও গতি জড়তা কাকে বলে, জড় পদার্থ কাকে বলে, জড় বস্তু কাকে বলে, ইত্যাদি প্রশ্নের উত্তর ও এ সম্পর্কে জানতে পারবেন।
পদার্থ বিজ্ঞানের ভাষায় পৃথিবীর বিভিন্ন ঘটনা বা জিনিসপত্রকে খুঁটিয়ে দেখার ক্ষেত্রে পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
পদার্থের অন্যান্য বিষয়গুলোর মধ্যে বিভিন্ন বিষয় বা বিভিন্ন পদার্থ কখন কোন অবস্থায় আছে সে সম্পর্কে জানার ক্ষেত্রে জড়তা একটি অন্যতম বিষয়।
কেননা জড়তার মাধ্যমে একটি বস্তু কি অবস্থায় আছে তা পরিমাপ করা যায়। এজন্য বিভিন্ন বস্তু এবং পদার্থ বিজ্ঞানের অন্যান্য বিষয় সম্পর্কে জানার পাশাপাশি জড়তা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এবং জড়তার প্রকারভেদ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য।
জড়তা কাকে বলে
কেণো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। একটি বস্তুর জড়তা এর ভয়ের উপর নির্ভর করে। অর্থাৎ বস্তুর ভর হচ্ছে এর জড়তার পরিমাপ।
অর্থাৎ যে সকল বস্তুর জড়তা যত বেশি থাকবে তাগতিশীল করা বা বেগ হ্রাস বা বৃদ্ধি কিংবা বেগের দিক পরিবর্তন করা তত বেশি কঠিন হয়। অর্থাৎ একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা রয়েছে তা হলো জড়তা।
গতি জড়তা কাকে বলে
একটি বস্তু তার যে ধর্মের জন্য গতিশীল হয় এবং চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে ঐ বস্তুর গতি জড়তা বলা হয়।
যেমন:- বাসে যাত্রাকালে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়ে, এটি হলো গতি জড়তার উদাহরণ।
স্থিতি জড়তা কাকে বলে
একটি বস্তু তার যে ধর্মের জন্য স্থির থাকতে অথবা স্থির অবস্থায় থাকতে থাকতে চায় তাকে ওই বস্তুর স্থিতি জনতা বলা হয়।
যেমন :- একটি বাস হঠাৎ থেমে গেলে, থেমে থাকা বাসটি যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে এ ক্ষেত্রে জাতিরা পিছনের দিকে হেলে পড়ে। এটি স্থিতি জনতার কারণে ঘটে এবং এটি জনতার উদাহরণ।
বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে
কোন বস্তুর জড়তা পরিমাপ করা হয় ভরের সাহায্যে। অর্থাৎ একটি বস্তুর জরতা পরিমাপ করার ক্ষেত্রে বস্তুর ভর হল ওই পদার্থের ভৌত বস্তু। অর্থাৎ কোন একটি বস্তুর জড়তার পরিমাপ, যখন একটি বস্তুর মোট বল প্রয়োগ করা হয় তখন ত্বরণের সাহায্যে প্রতিরোধ করে।
ফলে এ ক্ষেত্রে বস্তুর বর অন্যান্য বস্তুর প্রতি তার মহাকর্ষীয় আকর্ষণের শক্তি ও নির্ধারণ করা হয়ে থাকে এক্ষেত্রে এভাবে বস্তুর জড়তা পরিমাপ করা যায়। অর্থাৎ একটি বস্তুর জড়তা পরিমাপ করা হয় বস্তুর ভরের সাহায্যে।
স্থিতি জড়তা ও গতি জড়তা কাকে বলে
স্থিতি জড়তা:- একটি বস্তু তার যে ধর্মের জন্য স্থির থাকতে অথবা স্থির অবস্থায় থাকতে থাকতে চায় তাকে ওই বস্তুর স্থিতি জনতা বলা হয়।
যেমন :-একটি বাস হঠাৎ থেমে গেলে, থেমে থাকা বাসটি যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে এ ক্ষেত্রে জাতিরা পিছনের দিকে হেলে পড়ে। এটি স্থিতি জনতার কারণে ঘটে এবং এটি জনতার উদাহরণ।
গতি জড়তা:- একটি বস্তু তার যে ধর্মের জন্য গতিশীল হয় এবং চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে ঐ বস্তুর গতি জড়তা বলা হয়।
যেমন:- বাসে যাত্রাকালে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়ে, এটি হলো গতি জড়তার উদাহরণ।
জড় পদার্থ কাকে বলে
যে সব পদার্থের জীবন নেই তাদেরকে জড় পদার্থ বলে।অর্থাৎ, যে সকল পদার্থ নিষ্প্রাণ তাদেরকে জড় পদার্থ বলা হয়।
যেমন :- খাতা, কলম, চেয়ার, টেবিল বই, কলম, ইত্যাদি। এছাড়াও জড় পদার্থের আকার কখনো বৃদ্ধি হয় না। জড় পদার্থের খাদ্যের প্রয়োজন হয় না। এবং জড় পদার্থ বংশবিস্তার করতে পারে না।
জড় বস্তু কাকে বলে
যে সব বস্তুর জীবন নেই তাদেরকে জড় বস্তু বলে।অর্থাৎ, যে সকল পদার্থ নিষ্প্রাণ বস্তু রয়েছে তাদেরকে জড় বস্তু বলা হয়।
যেমন :- খাতা, কলম, চেয়ার, টেবিল বই, কলম, ইত্যাদি। এছাড়াও জড় বস্তুর আকার কখনো বৃদ্ধি হয় না। জড় বস্তুর খাদ্যের প্রয়োজন হয় না। এবং জড় বস্তু বংশবিস্তার করতে পারে না।
উক্ত পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জড়তা, গতি জড়তা ও স্থিতি জড়তা সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনি জড়তা গতি জরতা ও স্থিতি জরতা সম্পর্কিত যে সকল তথ্য জানতে চান অথবা যে সকল প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, তা যথাযথভাবে জানতে পারবেন।