খুশকি দূর করার উপায় – চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে যা বলে বিশেষজ্ঞরা

আজকে এই পোস্টটির মাধ্যমে খুশকি দূর করার উপায়? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, অনেকেই খুশকি দূর করতে নাজেহাল হয়ে পড়েন, তাদের জন্যেই আজের এই টিপস সম্পূর্ণ পড়তে থাকুন। 

খুশকি দূর করার উপায়

গরম নারিকেল তেল ম্যাসাজ প্রথমে নারিকেল তেল গরম করে নিতে হবে এবং খুব বেশি গরম অবস্থায় নেয়া যাবে না, এতে বিপরীত হবে। তেল গরম করে কিছুক্ষণ ভালো করে রেখে দিন। 

হালকা গরম অবস্থায় আঙুলের সাহায্যে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে। পুরো স্ক্যাল্পে ব্যবহার করবেন মিনিট পনেরো ধরে। 

এরপর পুরো চুলেও তেল লাগিয়ে নিতে হবে এভাবে রেখে দিন প্রায় আধা ঘণ্টা বা ১ ঘণ্টার মতো। এরপর শ্যাম্পু করে নিতে হবে, এতে চুল ঝলমলে সুন্দর হবে, আর খুশকিও থাকবে না।

খুশকি দূর করার জন্য ২ রকমের তেল ও একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এরপর ম্যাসাজ করুন বেশ কয়েক মিনিট। ম্যাসাজ শেষে ১ টি গরম তোয়ালে দিয়ে ভালো করে মাথা ঢেকে রাখুন। আধা ঘণ্টার মতো রেখে ভালো মতো শ্যাম্পু করে নিন। নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে খুব সহজেই।

খুশকি দূর করার শ্যাম্পু

আপনার মাথায় যদি অনেক পরিমাণে খুশকি থাকে সেজন্যে নিম্ন বর্ণিত খুশকি দূর করার শ্যাম্পু হল খুশকির জন্য পারফেক্ট হতে পারে। 

যে সকল শ্যাম্পুর নাম উল্লেখ করা হবে সে শ্যাম্পু সবগুলোই এন্টি ড্যানড্রাফট অথবা খুশকি দূর করার শ্যাম্পু। যদি নিয়মিত খুশকি দূর করার শ্যাম্পু ব্যবহার করেন আশা করা যায়, আপনার মাথার খুশকি কমে আসবে। 

খুশকি দূর করার জন্য ৫টি শ্যাম্পুর নাম হলো এর মধ্যে থেকে যেটা ইচ্ছা সেই শ্যাম্পু নিতে পারেন। নিম্ন বর্ণিত খুশকি দূর করার শ্যাম্পু সমূহের সবগুলোই উন্নত মানের ও ব্র্যান্ডেড পণ্য। খুশকি দূর করার ভালো মানের শ্যাম্পু সমূহের নাম:

২.Alpecin Dandruff Killer Shampoo

৩.BEAUA Medicated Scalp Care Shampoo

৪.Couple Combo (Shampoo) – Studio X Anti

৫.Dandruff Shampoo for Men 175ml & Parachute

৬.Naturale Shampoo Nourishing Care 170ml

৭.Selsun Blue Moisturizing with Aloe Dandruff Shampoo

খুশকি দূর করার উপায়
খুশকি দূর করার উপায়

চুল পড়া বন্ধ করার উপায়

১. নারকেলের দুধ ও তেল নারকেলে আছে ফ্যাট, চুলের স্বাস্থ্যের জন্য অনেক ভালো নিয়মিত তেল দিয়ে ভালো ভাবে ম্যাসাজ করার মাধ্যমে চুল পুষ্টি পাবে ও চুল পড়া বন্ধ করবে। 

চুলের স্বাস্থ্য বাড়াতে প্রোটিন এবং পটাশিয়াম খুবই প্রয়োজন, তারই জোগান দেবে নারকেলের দুধ। সপ্তাহে ১ দিন ব্যবহার করলেই চলবে।

২. অ্যালোভেরা জেল চুল শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পর অ্যালোভেরার জেল চুলের গায়ে লাগান, আবার তালুতে চক্রাকারে হাত ঘুরিয়ে মালিশ করুন। প্রায় সপ্তাহে ২ বার করলে চুল পড়া বন্ধা করার জন্য ভালো ফল পাবেন। চুল আর তালুর পিএইচ সমতা ফিরবে, আবার চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

৪. মেথি সারা রাত মেথি ভিজিয়ে রাখতে হবে এবং পরদিন সকালে ব্লেন্ডারে পেস্ট করে ব্যবহার করতে হবে প্যাকের মতো এটা সরাসরি চুলে লাগাতে পারেন এবং দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগানো সম্ভব তারপর শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

৫. নিম পাতার নির্যাস এক লিটার পানিতে ১৫-২০ টা নিম পাতা খুব ভালো করে ফুটিয়ে নিবেন। মিশ্রণটা ঠাণ্ডা এরপর বোতলে ভরে রেখে দিন। 

সপ্তাহে অন্তত ১ বার শ্যাম্পু করে নিমের পানিতে চুল ধুয়ে নিতে হবে তালুতে ইনফেকশন, খুশকি, অন্য সমস্যা থাকলে নিমের প্রভাবে থেকে মুক্তি পাবেন।  চুলের গোরা শক্ত হবে এবং চুল পড়ার হার কমবে।

আজকের এই পোস্টটির মাধ্যমে খুশকি দূর করার উপায়? সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, আপনার যদি পোস্টটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই সবার সাথেই শেয়ার করুন।

Leave a Comment