বিজ্ঞান

কোষ বিভাজন কাকে বলে? (কোষ বিভাজন কত প্রকার ও কি কি)

সুপ্রিয় পাঠ্যবৃন্দ আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড জীববিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় কোষ বিভাজন নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। 

আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কোষ বিভাজনের সংজ্ঞা৷  প্রকারভেদ এবং অ্যামাইটোসিস এর সংজ্ঞা ও আবিষ্কারক সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা মাধ্যমে জানাচ্ছি। 

কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ থেকে একাধিক নতুন নতুন কোষের উৎপত্তি ঘটে। এজন্য যে প্রক্রিয়া ব্যবহার করে এক বা একাধিক কোষের উৎপত্তি ঘটে সে সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি কোষের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কেও জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। 

কোষ বিভাজন কাকে বলে?

যে প্রক্রিয়া জীবদেহে মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ঘটে এবং জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, বংশবৃদ্ধি ঘটে সেই প্রক্রিয়াটি হল কোষ বিভাজন। অর্থাৎ যে সকল প্রক্রিয়ার মাধ্যমে যে কোষের বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে অর্থাৎ একটি থেকে দুইটি কিংবা চারটি বা তার বেশি খুশির সৃষ্টি হয়ে থাকে কোষ বিভাজন বলে। 

কোষ বিভাজন এমন একটি প্রক্রিয়া যেটি ব্যবহার করার মাধ্যমে সিস্টেম নতুন কোষ কে অপত্য  কোষ হিসেবে তৈরি করা যায়। 

কোষ বিভাজন কাকে বলে
কোষ বিভাজন কাকে বলে

কোষ বিভাজন কত প্রকার

বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোষকে বিভিন্নভাবে বিভাজন করা যায়। 

জীব কোষকে  তিন ভাগে বিভাজন করা যায়।  এগুলো যথাক্রমে :-

১) অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন,,, 

২) মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন,,,

৩) মায়োসিস বা হ্রাস মূলক কোষ বিভাজন,,, 

অ্যামাইটোসিসের সংজ্ঞা

যে সকল কোষ বিভাজন প্রক্রিয়ায়,, মাতৃকোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস  কোনো জটিল মাধ্যমিক পর্যায়ের মাধ্যম ছাড়ায় সরাসরি ভাবে বিভক্ত হতে পারে। বিভক্ত হওয়ার  মাধ্যমে দুইটি অপত্য শিশু কোষ সৃষ্টি করার প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়।

এমাইটোসি প্রক্রিয়ার মাধ্যমে কোন ধরনের জটিলতা ছাড়ায় সরাসরি মাতৃভাষের বিভাজন ঘটে।  তবে এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে বাঘ হয়ে যায়। এজন্য নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় এবং মাঝখানে বাঘ হয়ে যায়। হলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এভাবে এমাইটোসিস প্রক্রিয়ায় অ্যাপটি থেকে দুইটি বা চারটি অপত্য কোষের তৈরি হয়। 

কোষ বিভাজন কাকে বলে (2)
কোষ বিভাজন কাকে বলে (2)

কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

walter Flemming,, সামুদ্রিক স্যালামন্ডার কোষের সর্বপ্রথম ১৮৮২ খ্রিস্টাব্দে অপত্য কোষ অর্থাৎ কোষ বিভাজনকে লক্ষ্য করেন। এজন্য walter Flemming,, কে কোষ বিভাজনের আবিষ্কারক বলা হয়। 

এছাড়াও রুটলফ  ভিরশাও  বলেন,,, 

“”””কোষ থেকে কেবলমাত্র কোষ সৃষ্টি হতে পারে,,, 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কোষ বিভাজন সম্পর্কে বিভিন্ন তথ্য, যেমন —কোষ বিভাজন কাকে বলে,,, কোষ বিভাজন কত প্রকার,,, অ্যামাইটোসিসের সংজ্ঞা,, কোষ বিভাজনের আবিষ্কারক,, ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টে পড়ার মাধ্যমে কোষ বিভাজন সম্পর্কে যে সকল তথ্য জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button