কম্পিউটার ভাইরাস কি | কম্পিউটার ভাইরাসের প্রতিরোধ ও প্রতিকার

কম্পিউটার ভাইরাস কি

কম্পিউটারে ভাইরাসে আক্রান্ত কিরকম কম্পিউটার ভালো কোন কম্পিউটারের সংস্পর্শে রাখলে তার থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাস যার মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার এর সচলতা কমে যায়। 

কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে বাইরে শুধু মাত্র কম্পিউটারের সিস্টেম সমূহকে আক্রান্ত করে এবং ক্রমান্বয়ে পুরো কম্পিউটার ছড়িয়ে যায়। 

লোকাল এরিয়া নেটওয়ার্ক, কম্পিউটার ফাইল, ইন্টারনেট শেয়ার ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে  কম্পিউটার ভাইরাস ঝরাতে পারে এবং আক্রান্ত হতে পারে। 

কম্পিউটার ভাইরাসের নামকরণ কে করেন

ফ্রেড কোহেন পেনসিলভানিয়ার লেহিগ,,যিনি যুক্তরাষ্ট্রের ক্যালিপোডিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সম্পর্কিত একটি অনুষ্ঠানে তিনি প্রথম ভাইরাল সম্পর্কিত সম্পর্কে অবগত হন এবং নিরাপত্তা ব্যবস্থা কে সম্পূর্ণ রেখে সিস্টেমের গোপনীয়তা ও ছোট্ট একটি যন্ত্র কম্পিউটারে প্রবেশ করিয়ে ৫ মিনিটে তার বিস্তার প্রকাশ করে মানুষের মধ্যে দেখান সর্বপ্রথম। 

ঘটনাটি ছিল ১৯৯৩ সালের ১০ই নভেম্বর। 

তিনি এই কাজটিকে ভাইরাসের সহিত তুলনা করেন এবং নামকরণ করেন ভাইরাস। 

কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণ সমূহ

বর্তমান সময়ে প্রায় সকলেই এরিয়ার নেটওয়ার্কের সহিত সংযুক্ত থাকে ইয়ার মাধ্যমে ভাইরাসের আক্রমণ হতে পারে 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই পন্থা অবলম্বনে কারো কারো ফোনে কম্পিউটারের স্মার্টফোনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসে বাইরাজের আক্রমণ করতে পারে। 

ফাইল শেয়ারিং ইমেইল শেয়ারিং ইত্যাদি কার্যের মাধ্যমে ছড়াতে পারে। 

বারা সমূহ নিজেরা ক্ষতি করতে না পারলেও অনেক ক্ষেত্রে তারা তাদের কপি তৈরি করে রেখে যায় পরবর্তীতে কে, কপিগুলোর বিস্তার লাভে আক্রমণের হার প্রকটতা বৃদ্ধি পায়। 

একজনের ডিভাইস থেকে অন্য জনের কোন কিছু শেয়ারের মাধ্যমে নেয়ার ফলে ভাইরাসগুলো চলে যায় এক্ষেত্রে ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পায়।

কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ 

কম্পিউটার ভাইরাসের অনেকগুলো প্রকারভেদ রয়েছে নিম নেতা দেয়া হলো। 

  • .Malware Virus,,,
  • ২.Adware Virus,,,
  • ৩. Trojan Virus,,,
  • ৪. Worms Virus,,,
  • ৫. Overwrite Virus,,,
  • ৬. Ransomware Virus,,,
  • ৭. Spyware Virus,,,
কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস কি

কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ

১. হঠাৎ করে কম্পিউটার ফাইলসমস্তকিত হয়ে যাওয়া বা কাজ না করা। 

২. কম্পিউটার নিজে থেকে হঠাৎ করে কথা আন ইনস্টল হয়ে যাওয়া। 

৩. কাজ করার ক্ষেত্রে হঠাৎ করে যে সকল সামনে চলে আসে সেগুলোতে অনাকাঙ্ক্ষিতভাবে অন হয়ে যাওয়া। 

৪. কিছুক্ষণ পর পর কম্পিউটার গুলো রিস্টার্ট হয়ে যাওয়া অথবা কম্পিউটারে কার্য হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। 

৫. কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া কোন,, কোন ব্রাউজার বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে এবং হ্যাং হয়ে কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া। 

এই কাজগুলো হলো কম্পিউটার ভাইরাস হওয়ার লক্ষণ।

 কম্পিউটার কম্পিউটার যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে কি সমস্যা গুলো দেখা দেয়। 

Leave a Comment