ইনপুট ডিভাইস কি :- সুপ্রিয় পাঠক বৃন্দ, আমাদের ওয়েবসাইটের কম্পিউটার ভিত্তিক শিক্ষা রিলেটেড ইনপুট ডিভাইস নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের উক্ত পুষ্টি পরার মাধ্যমে আপনারা —
👉ইনপুট ডিভাইস কি,,, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
একটি কম্পিউটারের অসংখ্য উপাদান নিয়ে কম্পিউটার গঠিত হয়। এক্ষেত্রে কম্পিউটারে কিছু ভেতরের যন্ত্রপাতি রয়েছে এবং বাহিরের কিছু যন্ত্রপাতি রয়েছে।
কম্পিউটারের ভিতরে যন্ত্রপাতি গুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। সাধারণত ইনপুট ডিভাইস গুলো কম্পিউটারের ভিতর বিভিন্ন কাজ করে থাকে।
কম্পিউটারের ভেতরের বিভিন্ন তথ্য বার্থডে শুভ সংরক্ষণ করা প্রক্রিয়াকরণ করা ইত্যাদি বিভিন্ন কাজে ইনপুট ডিভাইস গুলোর কর্ম ক্ষমতায় সবচেয়ে বেশি।
এজন্য কম্পিউটার বিষয়ে বিভিন্ন তথ্য জানার ক্ষেত্রে কম্পিউটারের ইনপুট ডিভাইস সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
ইনপুট ডিভাইস কি
যে সকল ডিভাইস বা যন্ত্র ব্যবহার করার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য দেওয়া যায় তাকে কম্পিউটারের ইনপুট ডিভাইস বলা হয়। কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করা হয়।
সাধারণত কম্পিউটারে ইনপুট ডিভাইস গুলো কম্পিউটারের ভেতরের অংশ। এছাড়াও এগুলো দিয়ে কম্পিউটারের ইনপুট প্রদান করি সেহেতু একে ইনপুট ডিভাইস বলে। কম্পিউটারের বিভিন্ন ইনপুট ডিভাইস রয়েছে এবং এক একটি ইনপুট ডিভাইসের কাজ আলাদা আলাদা।
তবে কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রাংশগুলোকে ব্যবহার করে বিভিন্ন তথ্য প্রদান করে সেগুলোকে কম্পিউটারের ইনপুট ডিভাইস বলা হয়।
ইনপুট ডিভাইস সমূহ
কম্পিউটারের ভিতরে কাজগুলো করার জন্য অসংখ্য ডিভাইস রয়েছে যেগুলো ইনপুট ডিভাইস নামে পরিচিত। নিম্নে এরকম কিছু কম্পিউটারের ইনপুট ডিভাইস সমূহ তুলে ধরা হলো :-
লাইট পেন,,, গ্রাফিক্স ট্যাবলেট,,, ভিডিও ক্যাপচার হার্ডওয়্যার,,, ট্র্যাকবল,,, গেমপ্যাড (Gamepad),,,,
- জয়স্টিক,,, কিবোর্ড,,, ক্যামেরা,,, পাঞ্চ কার্ড রিডার,,, MICR (Magnetic Ink character reader),,, ম্যাগনেটিক টেপ ড্রাইভ,,, ওয়েবক্যাম,,, টাচপ্যাড,,, ইলেকট্রিক হোয়াইটবোর্ড,,, OMR,,, OCR,,, লাইট পেন ,,, বারকোড রিডার,,, ডিজিটাল ক্যামেরা,,, MIDI keyboard,,, মাইক্রোফোন,,,মাউস,,, স্ক্যানার ,,,ইত্যাদি।
ইনপুট ডিভাইসের কাজ
ইনপুট ডিভাইসের অনেকগুলো কাজ রয়েছে। সাধারণত একটি ইনপুট ডিভাইস কম্পিউটারে কোন একটি ওয়েবসাইটে যদি কোন ব্যক্তি প্রবেশ করতে চাইলে কম্পিউটার তা গ্রহণ করে। কম্পিউটারের বিভিন্ন তথ্যসমূহ ব্যবহারকারী নির্দেশ মতো পৌঁছে দেওয়া।
কম্পিউটারে তথ্যগুলোকে ব্যবহার করে কম্পিউটারের করণীয় কাজগুলো সেরে ফেলা। বিভিন্ন ধরনের যন্ত্রাংশের মাধ্যমে একজন ব্যবহারকারী কম্পিউটারের বিভিন্ন তথ্যে প্রবেশ করতে পারেন।
কম্পিউটারের ব্যবহারকারী নির্দেশ দিতে পারেন এমনকি কম্পিউটারের ইনপুট ডিভাইসে বিভিন্ন তথ্য জমা রাখা ও প্রয়োজন অনুযায়ী দেখতে পারেন। কম্পিউটারের ভিতরে বিভিন্ন তথ্য ওয়েবসাইট বা অন্যান্য কাজ সমূহকে ডকুমেন্ট হিসেবে জমা রাখা এবং সংরক্ষণে করা।
ইনপুট ডিভাইসের তালিকা
কম্পিউটারের ভিতরে অসংখ্য ইনপুট ডিভাইস রয়েছে। এরকম কিছু ইনপুট ডিভাইস এর তালিকা নিম্নে তুলে ধরা হলো :-
- পাঞ্চ কার্ড রিডার (Punch card reader)
- MICR (Magnetic Ink character reader)
- ম্যাগনেটিক টেপ ড্রাইভ (Magnetic Tape Drive)
- ওয়েবক্যাম (Webcam)
- টাচপ্যাড (Touchpad’s)
- ইলেকট্রিক হোয়াইটবোর্ড (Electronic Whiteboard)
- OMR
- OCR
- লাইট পেন (Light Pen)
- গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablets)
- ভিডিও ক্যাপচার হার্ডওয়্যার (Video Capture Hardware)
- ট্র্যাকবল (Trackballs)
- গেমপ্যাড (Gamepad)
- জয়স্টিক (Joystick)
- কিবোর্ড (Keyboard)
- ক্যামেরা (Cameras)
- বারকোড রিডার (Barcode reader)
- ডিজিটাল ক্যামেরা (Digital camera)
- MIDI keyboard
- মাইক্রোফোন (Microphone)
- মাউস (Mouse -pointing device)
- স্ক্যানার (Scanner)
ইত্যাদি।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কম্পিউটারের ইনপুট ডিভাইসের বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা কম্পিউটারে রিপোর্ট ডিভাইসের বিভিন্ন কাজ ও ইনপুট ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।